ব্যাবিলনিয়ানদের অঙ্কিত পৃথিবীর মানচিত্র
ব্যাবিলনিয়ানদের অঙ্কিত পৃথিবীর মানচিত্র ব্যাবিলনিয়ানদের দৃষ্টিকোণ থেকে তাদের পরিচিত বিশ্বের একটি চিত্রাঙ্কিত নকশা। মাটির তৈরী একটি খণ্ডে তৈরীকৃত এই মানচিত্রটিতে কেন্দ্র থেকে কিছুটা উত্তরে ব্যাবিলন শহরটি অবস্থিত বলে দেখানো হয়েছে;[১] কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে ভাঙে যাওয়া এই মৃত্তিকা ফলকটিতে কিউনিফর্ম পদ্ধতিতে লেখা এই অংশ রয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Kurt A. Raaflaub & Richard J. A. Talbert (২০০৯), Geography and Ethnography: Perceptions of the World in Pre-Modern Societies, John Wiley & Sons, পৃষ্ঠা 147, আইএসবিএন 1-4051-9146-5
- Notes
- Kerrigan, 2009. The Ancients in Their Own Words, Michael Kerrigan, Fall River Press, Amber Books Ltd, c 2009. (hardcover. আইএসবিএন ৯৭৮-১-৪৩৫১-০৭২৪-৩)