ব্যবহারযোগ্য ও স্ববিবেচনাধীন আয়

ব্যক্তিগত আয়ের যে অংশ প্রথমত কর ও দ্বিতীয়ত আবশ্যকীয় ব্যয়শেষে অবশিষ্ট থাকে, যা ব্যক্তি স্বীয

ব্যবহারযোগ্য আয় (Disposable income) বলতে মোট ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত আয়কর বাদ দিলে যে আয় অবশিষ্ট থাকে, তাকে বোঝায়।[১][২] অন্য ভাষায়, কর প্রদানের পরে আয়ের যে অংশ পণ্য বা সেবা ভোগের জন্য বা সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয়, সেটিই হল ব্যবহারযোগ্য আয়।[৩] ভোগের প্রান্তিক প্রবণতা (marginal propensity to consume বা MPC) হল ব্যবহারযোগ্য আয়ের পরিবর্তন (হ্রাস বা বৃদ্ধি) ঘটলে সেই পরিবর্তনের যে ভগ্নাংশ ভোগ করা হয়, সেটি। যেমন যদি ব্যবহারযোগ্য আয় ১০০ টাকা বৃদ্ধি পায় এবং ঐ ১০০ টাকার মধ্যে ৬৫ টাকা ভোগ করা হয়, তাহলে ভোগের প্রান্তিক প্রবণতা হল ৬৫%। অন্য ভাষায়, সঞ্চয়ের প্রান্তিক প্রবণতা (marginal propensity to save) হল ৩৫%। ওইসিডি-র উন্নততর জীবন সূচক নামক গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের গড় পরিবারের ব্যবহারযোগ্য আয় সমস্ত ওইসিডি-র সদস্যভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে সর্বোচ্চ, যা মাথাপিছু বাৎসরিক প্রায় ৪১ হাজার মার্কিন ডলার। তুলনায় ওইসিডি রাষ্ট্রগুলির মাথাপিছু বাৎসরিক গড় ব্যবহারযোগ্য আয় ২৯ হাজার মার্কিন ডলার।[৪]

ব্যাবহারযোগ্য ও স্ববিবেচনাধীন আয়
ব্যবহারযোগ্য আয় = স্থূল বা মোট আয় – কর

স্ববিবেচনাধীন আয় (Discretionary income) বলতে মোট ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত আয়কর ও ন্যূনতম জীবনধারণের জন্য বা একটি নির্দিষ্ট জীবনযাত্রার মান ধরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যয় (যেমন খাদ্য, বস্ত্র, বাসা ভাড়া, বন্ধক ঋণ পরিশোধ, ঔষধ, পরিবহন, বীমা, সন্তানের দেখাশোনা, ইত্যাদি) বাদ দিলে আয়ের যে অংশ বাকি থাকে, সেই আয়কে বোঝায়।[৫]

স্ববিবেচনাধীন আয় = স্থূল বা মোট আয় – কর – সমস্ত পরিশোধ্য ব্যয় = ব্যবহারযোগ্য আয় – সমস্ত পরিশোধ্য ব্যয়

উপরের সংজ্ঞাগুলি সত্ত্বেও অনেক সময় ভুল করে স্ববিবেচনাধীন আয়কে ব্যবহারযোগ্য আয় হিসেবে ডাকা হতে পারে। কর ও বিল পরিশোধ করার পরে অবশিষ্ট অর্থকে অনেকে ভুল করে ব্যবহারযোগ্য আয় হিসেবে ডেকে থাকে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Income Data Quality Issues in the Annual Social and Economic Supplement to the Current Population Survey" (পিডিএফ)। ২০১৫-১০-১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৭ 
  2. "Archived copy" (পিডিএফ)। ২০১৪-০৬-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২৩ 
  3. portal.wsiz.rzeszow.pl/plik.aspx?id=12166
  4. Organisation for Economic Co-operation and Development"Income"OECD Better Life Index। Organisation for Economic Co-operation and Development। সংগ্রহের তারিখ মে ২৬, ২০১৭In the United States, the average household net adjusted disposable income per capita is USD 41 071 a year, much higher than the OECD average of USD 29 016 and the highest figure in the OECD. 
  5. Linden, Fabian (১৯৯৮)। "A Marketer's Guide to Discretionary Income (abstract)"। US Department of Education। সংগ্রহের তারিখ ২০০৭-১২-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা