ব্যবহারকারী আলাপ:Rubelpc/নতুন নিবন্ধ শুরুকরণ

২০১ গম্বুজ মসজিদ

সম্পাদনা

২০১ গম্বুজ মসজিদ (201 Gambuj Masjid) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিন পাথালিয়া গ্রামে একটি অনন্য স্থাপনা। ২০১ গম্বুজ মসজিদ "বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাস্ট" এর পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো : রফিকুল ইসলাম। ২০১ গম্বুজ মসজিদে ২০১ টি গম্বুজ ও ৪৫১ ফিট বা ৫২ তলা উচ্চতম মিনারের নির্মান কাজ চলছে যা পৃথিবীর ২য় বৃহত্তম মিনার। সব মিলিয়ে একটি নতুন বিশ্বরেকর্ড গড়তে চলেছে এই মসজিদ। এই মসজিদ তৈরির বাজেট প্রায় ১০০ কোটি টাকা। এখানে মসজিদ ও মিনার ছাড়াও একটি ৪ তলা বিশিষ্ট এতিমখানা ও একটি বিদ্ধাশ্রম তৈরির কাজও চলছে। সমস্ত প্রজেক্ট ২৭১ শতাংশ যায়গায় তৈরি করা হচ্ছে। মসজিদ তৈরির কাজ চার তৃতীয়াংশ শেষ হয়েছে। নির্মাণাধীন অবস্থায় এখানে ঈদের নামাজ শুরু হয়েছে।

"Rubelpc/নতুন নিবন্ধ শুরুকরণ"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।