ব্যবহারকারী আলাপ:Md . Amir Hmaza/খেলাঘর

সাম্প্রতিক মন্তব্য: Md . Amir Hmaza কর্তৃক ১ বছর পূর্বে "নিরপরাধ।" অনুচ্ছেদে

নিরপরাধ। সম্পাদনা

“নিরপরাধ।”

এস এম শাহাদত হোসেন।(কষ্টের ফেরিওয়ালা)

ঘড়ির কাটা রাত একটা ছুঁই ছু্ঁই। পাতলা একটা শাড়ি পরে নিজের পঞ্চমতম কন্যাকে বুকে জড়িয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যাচ্ছেন রমিলা বেগম। মাঘ মাসের প্রচণ্ড শীতে তার সারা শরীর কাঁপছে। মেয়েটার জন্ম আজ সন্ধ্যা পাঁচটাই। সন্ধ্যা থেকেই রমিলা রাস্তায় রাস্তায় ঘুরেছেন। তার আত্মীয় বলতে কেউ নেই। যে চাচা-চাচি তাকে বিয়ে দিয়েছেন, তারাও গত বছর একটা দূর্ঘটনায় মারা গেছেন।

পাঁচ মেয়ে হওয়ার কারণে রমিলাকে তার স্বামী এবং পরিবার বের করে দিয়েছে। তাকে গরম কাপড়ও নিতে দেয়নি । সন্তানকে যথাসম্ভব শক্ত করে জড়িয়ে ধরলেন। কিছুদূর হেঁটে বসে পড়লেন রাস্তার পাশে।

পর দিন পত্রিকায় প্রথম পাথায় বড় বড় করে লেখা “গভীর রাতে পাওয়া গেল মা ও মেয়ের লাশ। মা বুকে জড়ানো অবস্থায় বসে ছিলেন। দুজনই ঠাণ্ডায় মারা গেছেন।”

সমাপ্ত। Md . Amir Hmaza (আলাপ) ০২:৪০, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"Md . Amir Hmaza/খেলাঘর"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।