ব্যবহারকারী আলাপ:এই হলো অভীক/বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র

আযি যথাসম্ভব বিচিত্র তথ্যসূত্র এক জায়গায় করার চেষ্টা করেছি। এই কেন্দ্র সম্পর্কে খুব বেশি তথ্য ইন্টারনেটে পাই নি। রকমারি ডট কমকে অ্যামাজ়ন ডট কমের মতন একটা ডাটাবেইজ় ওয়েবসাইটও ধরা যায় কি না? বিখ্যাত বইগুলো বাদ দিলে অধিকাংশ বইয়েরই তেমন কোনো ডাটাবেইজ় নেই, বাংলা ও বাংলাদেশি বইয়ের ক্ষেত্রে কথাটা আরো সত্য। আর এখানে ভিজ়্যুয়াল আর্কাইভকে বন্ধনীতে রেখে দৃক-মহাফেজখানার মতো যেসব বাংলা পরিভাষা করেছি, সেটা ভেবেচিন্তেই করার চেষ্টা করেছি; কেউ যদি আরো সুন্দর ও সহজসাধ্য বাংলা পরিভাষা জানেন–তিনি নির্দ্বিধায় তা দিয়ে প্রতিস্থাপিত করতে পারেন। আশা করি, বর্তমান পরিভাষা আড়ষ্টতা সৃষ্টি করে নি।

"এই হলো অভীক/বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।