ব্যবহারকারী আলাপ:আহমাদ নাযিম আস সিদকী/খেলাঘর

সাম্প্রতিক মন্তব্য: আহমাদ নাযিম আস সিদকী কর্তৃক ২ বছর পূর্বে "মনীষীদের জীবনী" অনুচ্ছেদে

মনীষীদের জীবনী সম্পাদনা

পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা মুফতী আবু সাঈদ সাহেব হাফিজাহুল্লাহুর (পীর সাহেব ফুলছোঁয়া, বাকিলা, হাজিগঞ্জ, চাঁদপুর) সংক্ষিপ্ত জীবনী।

জন্ম : ষাটের দশকের শেষ দিকে।

জন্মস্থান : ফুলছোঁয়া, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর।

পিতার নাম :

সন্তানাদি : বড় ছেলে যুবায়ের সহ দুই ছেলের জনক।

শিক্ষাজীবন : প্রাথমিক শিক্ষা নিজ গ্রামে সমাপন করে মাধ্যমিক শিক্ষার জন্য চাঁদপুর কচুয়াস্হ নিজ নানা বাড়ি উজানী মাদ্রাসায় চলে আসেন। সেখান থেকে আল্লামা মুফতী আশেকে এলাহী, পীর সাহেব উজানীর সাথে চাঁদপুর পুরাণ বাজার জাফরাবাদ মাদ্রাসায় চলে আসেন। পরবর্তীতে দুই বন্ধু উচ্চ শিক্ষা লাভের জন্য ঢাকার সর্ববৃহৎ প্রসিদ্ধ মাদ্রাসা ফরিদাবাদ জামিয়ায় চলে আসেন। সেখান থেকে তাকমীলুল হাদিস সমাপনান্তে ইসলামী ফেকাল্টিতে উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য জামিয়া দারুল উলুম দেওবন্দ চলে আসেন। আহমাদ নাযিম আস সিদকী (আলাপ) ০৭:১৬, ৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"আহমাদ নাযিম আস সিদকী/খেলাঘর"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।