ব্যবহারকারী:Wikitanvir/বিশেষ এডিটাথন ২০২০/ভূমিকা

বাংলা উইকিপিডিয়া বিশেষ অনলাইন এডিটাথন ২০২০
অফলাইন সম্পাদনাসভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন!
Colored dice with white background
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

বাংলাদেশের জনসাধারণকে বাসায় থাকাকে উৎসাহিত করতে এবং এই সময়টিকে কার্যকরভাবে ব্যবহারের উদ্দেশ্যে ২০২০ সালের ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ১৫ দিন ধরে এই অনলাইন এডিটাথনের আয়োজন করা হচ্ছে। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।

প্রাথমিক উদ্দেশ্য
  • বাংলাপিডিয়ায় রয়েছে এমন কিছু নিবন্ধ যেগুলো বাংলা উইপিডিয়ায় নেই সেগুলো তৈরি ও মানোন্নয়ন করা।
  • আপনি চাইলে এই তালিকা থেকে আপনার পছন্দ অনুযায়ী পাতা বেছে নিতে পারেন।
নিয়মাবলী
  1. নিবন্ধ তৈরির সময় আপনাকে অবশ্যই আপনার উইকিপিডিয়া অ্যাকাউন্টে প্রবেশকৃত বা লগড-ইন অবস্থায় থাকতে হবে; আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. ১ এপ্রিল ২০২০ থেকে ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলিই কেবল জমা দিতে পারবেন।
  3. এই তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরি করতে পারেন কিংবা পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করতে পারেন।
  4. পুরাতন নিবন্ধের মানোন্নয়ন-এর ক্ষেত্রে, তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে বিদ্যমান নিবন্ধের মান অন্তত ৩,০০০ বাইট ও ৩০০ শব্দ বা তার বেশি বৃদ্ধি করতে হবে।
  5. নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; নিবন্ধে সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
  6. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে নিবন্ধটি অপসারণ করা হতে পারে।
  7. এডিটাথনের জন্য বিবেচনার সময় নিবন্ধের গুণগত মানের ওপর জোর দেওয়া হবে। এ এডিটাথনে চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ বিবেচিত হবে না।
  8. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
পুরস্কার