কিছু ভুল বানান যা মাঝে মাঝেই চোখে পড়ছে, একটা তালিকা বানানো যাক, কাজে লাগতে পারে।

সঠিক বানান (বন্ধনী মধ্যে) ( করা হয়েছে অর্থ আপাতত ঠিক করা হয়েছে, ভবিষ্যতে কেউ ভুল যোগ করলে তখন আবার ঠিক করতে হবে)

ভুল বানান (সঠিক বানান)

  • অপরিসিম (অপরিসীম)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • অরন্য/অরন্যে (অরণ্য/অরণ্যে)
  • এছারা (এছাড়া)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • কেন্দ্রিয় (কেন্দ্রীয়)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • গনেশ (গণেশ)
  • ঝর্না (ঝর্ণা)
  • নামকরন (নামকরণ)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • নির্মান (নির্মাণ)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • পন্য (পণ্য)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • পাকিস্থান (পাকিস্তান)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • পরিকাঠাম (পরিকাঠামো)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • পরিনত (পরিণত)
  • পরিমাণ (পরিমান) ?? আর একবার চেক করে দেখবো, বো হয় মান থেকে পরিমান
  • পুরষ্কার (পুরস্কার)
  • রোগি (রোগী)  করা হয়েছে ২৬-০৩-১৭
  • বর্ন (বর্ণ)
  • বাকুড়া (বাঁকুড়া)
  • বানিজ্য (বাণিজ্য)  করা হয়েছে ২৪-০৩-১৭
  • মাঝারী (মাঝারি)  করা হয়েছে ২৪-০৩-১৭

২০২০ সম্পাদনা

  • কর্মকান্ড (কর্মকাণ্ড), ণত্ব বিধান অনুযায়ী কর্মকান্ড বানান ভুল, ণ এর সাথে ড হয়)
  • পূর্ন (পূর্ণ)
  • ১১৫ টি ফল, "গুরুত্ব পূর্ন" এটিও ভুল। দয়া করে "গুরুত্বপূর্ণ" করুন।
  • শ্রেনী (শ্রেণী)
  • বাংলদেশ (বাংলাদেশ), ২১ টি ফলাফল দেখছি। অবিলম্বে ঠিক করলে আনন্দ পাব।
  • বাংল ভাষা (বাংলা ভাষা)   করা হয়েছে, অল্পই ছিল