ব্যবহারকারী:Tanzin Dewan/বাহরাইনের ইতিহাস

বাহরাইন পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র। বাহরাইন এর ইতিহাস প্রাচীন ইতিহাস এর অন্তর্ভূক্ত। প্রাচীন দিলমুন সভ্যতার কেন্দ্রীয় অবস্থান ছিল বাহরাইন। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান এর কারণে বাহরাইনে শাসন ও প্রভাব বিস্তার করে অনেকাংশে পারস্য, সুমেরীয়, অ্যাসিরিয়া-দেশীয়, পর্তুগীজ, আরব ও ব্রিটিশ দের। দেশটিতে দীর্ঘ সময়ের জন্য ভারতীয় এবং দক্ষিণ এশীয়দের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল।