ব্যবহারকারী:Stillaschoolboy/অলিম্পিক চিহ্ন

অলিম্পিক চিহ্ন বলতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) কর্তৃক ব্যবহৃত চিহ্ন, প্রতীক বা পতাকা বোঝায় যা অলিম্পিক গেমস কে প্রতিনিধিত্ব করে। কিছু (যেমনঃ অগ্নিশিখা, তূর্যনিনাদ বা থিম) ব্যবহৃত হয় অলিম্পিক প্রতিযোগিতায় , আর কিছু (যেমনঃ পতাকা) দেখা যায় প্রায় বছর জুড়ে।

মটো (Motto) সম্পাদনা

অলিম্পিক মটো (Motto) বা স্লোগান ল্যাটিন থেকে নেয়া তিনটি শব্দের সমস্টি Citius, Altius, Fortius , যার অর্থ দাঁড়ায় 'দ্রুততর, উচ্চতর, প্রবলতর '[১]। ১৮৯৪ সালে পিয়্যের দ্য কুবের্ত্যঁ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সৃষ্টিকালে এই মটো প্রস্তাব করেন। তিনি নামটা নিয়েছিলেন তারই ক্রীড়া উদ্যমী বন্ধু ডমিনিকান যাজক[২] হেনরি দিদঁ এর কাছ থেকে। কুবের্ত্যঁ বলেছিলেন "এই তিনটি শব্দ নৈতিক সৌন্দর্যের এক অনুষ্ঠানকে প্রতিনিধিত্ব করে। খেলাধূলার সৌন্দর্য্য ছোঁয়া যায়না"। ১৯২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে এই মটোর সূচনা হয়[৩]। আরো একটি অনানুষ্ঠানিক কিন্তু সর্বজনবিদিত মটোর সূচনাও হয় কুবের্ত্যঁ এর মাধ্যমে "জেতা নয়, অংশগ্রহণই বড় কথা"। তিনি এটি ধার করেন ১৯০৮ সালের লন্ডন গেমসে পেনিসিলভানিয়ার বিশপ এর ধর্মোপদেশ বক্তব্য থেকে[৪]

অলিম্পিক রিং সম্পাদনা

নীল, হলুদ, কালো, সবুজ ও লাল রং এর পাঁচটি পরষ্পরযুক্ত রিং অলিম্পিক রিং নামে পরিচিত। অলিম্পিক গেমসের সহ-প্রতিষ্ঠাতা ব্যারন পিয়্যের দ্য কুবের্ত্যঁ ১৯১২ সালে এটার নকশা করেন।[৫] আফ্রিকা, এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া আর ইউরোপ এই পাঁচটি অংশগ্রহণকারী মহাদেশকে প্রতিনিধিত্ব করার কথা ভেবে এই পাঁচটি রিং এর নকশা করেন। কুবের্ত্যঁ এর মতে, সাদা পটভূমিতে রিং এর পাঁচটা রঙের সমষ্টি অংশগ্রহণকারী প্রতিটা দেশের জাতীয় পতাকাকে প্রতিনিধিত্ব করে। প্রাথমিক সূচনার পরে ১৯১২ সালে এর Olympique এর আগস্ট মুদ্রণে বলেন

ছয়টি বর্ণ কোন ব্যতিক্রম ছাড়াই প্রতিটি দেশের জাতীয় পতাকাকে তুলে ধরতে পারে। সুইডেনের নীল ও হলুদ রঙ, গ্রীসের নীল আর সাদা, ফ্রান্স, ইংল্যান্ড, ইউনাইটেড স্টেটস, জার্মানি, বেলজিয়াম, ইতালি ও হাঙ্গেরির ত্রিবর্ণিল পতাকা, যেমন প্রতিনিধিত্ব করে স্পেনের হলুদ ও লাল পতাকা, বা ব্রাজিল বা অস্ট্রেলিয়ার ভিন্নধর্মী পতাকা, এবং প্রতিনিধিত্ব করে প্রাচীন জাপান বা আধুনিক চীনকে । আসলেই এটি আন্তর্জাতিক প্রতীক

প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৪ এর কংগ্রেস ব্যহত হয়। প্রতীক আর পতাকার আনুষ্ঠানিক সূচনা হয় ১৯২০ এ বেলজিয়ামে অনুষ্ঠিত সপ্তম অলিম্পিয়াডে। ১৯৩৬ এ বার্লিনে অনুষ্ঠিত হওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকে এই প্রতীক জনপ্রিয়তা পায়। ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক কমিটির সভাপতি কার্ল দিয়েম ডেলফি স্টেডিয়ামে মশাল প্রজ্বলন আয়োজন করতে চেয়েছিলেন যেখানে পাইথিয়ান গেমস আয়োজিত হত। এ উদ্দেশ্যে তিনি পাঁচটি রিং খচিত 'মাইলফলক' নির্মাণের নির্দেশ দেন, যেখান থেকে মশাল বার্লিন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠান শেষ হলেও ফলকটি থেকে যায়। পরবর্তীতে দুই আমেরিকান লেখক লীন এবং গ্রে পুল ১৯৫০ এর শেষের দিকে ডেলফি ভ্রমণকালে ফলকটির সাক্ষাৎ পান, এবং তাদের History of Ancient Games এ বলেন অলিম্পিক রিং এর নকশা এসেছে প্রাচীন গ্রীস থেকে। এই ফলকটির নামকরণ করা হয় 'কার্ল ডিয়েম এর ফলক'।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান দৃষ্টিভঙ্গী হল অলিম্পিক চিহ্ন এই মতাদর্শকে দৃঢ়তর করে যে অলিম্পিক আন্দোলন আন্তর্জাতিক এবং বিশ্বের সকল দেশের অংশগ্রহণকে স্বাগত জানায়। অলিম্পিক কানুনাবলীতে উদ্ধৃত আছে অলিম্পিক চিহ্ন পাঁচটি মহাদেশের একতা এবং অলিম্পিক গেমসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সম্মেলনকে চিত্রিত করে। কোন নির্দিষ্ট রঙ কোন নির্দিষ্ট মহাদেশকে নির্দেশ করেনা। ১৯৫১ এর পূর্বে, অফিসিয়াল হ্যান্ডবুকে লেখা ছিল একটি রঙ একটি বিশেষ মহাদেশকে প্রতিনিধিত্ব করে, নীল ইউরোপকে, হলুদ এশিয়াকে, কালো আফ্রিকাকে, সবুজ অস্ট্রেলিয়া ও ওশেনিয়াকে, লাল আমেরিকাকে। এটি পরে অপসারিত হয় কারণ এটা ক্যুবের্ত্যঁ এর অভিপ্রায় ছিল এমন কোন প্রমাণ ছিলনা। তবু [অফ অলিম্পিক কমিটিস] এর লোগোতে পাঁচটি মহাদেশকে তৎসংশিষ্ট পাঁচটি বর্ণের রিং এ বসানো হয়।

পতাকা সম্পাদনা

১৯১৪ সালে পিয়ের দ্য কুবের্ত্যঁ অলিম্পিক পতাকার নকশা করেন।

অলিম্পিক পতাকার পটভূমি সাদা, কেন্দ্রে পাঁচটি পরষ্পরযুক্ত রিংঃ নীল, হলুদ, কালো, সবুজ, লাল। এই নকশা প্রতীকি। অলিম্পিকের সংহতিতে একাত্ম বিশ্বের পাঁচটি মহাদেশকে এটি প্রতিনিধিত্ব করে। যেখানে ছয়টি রঙ প্রতিনিধি হয় বর্তমান সময়ের পৃথিবীর সব দেশের পতাকায় ফুটে থাকা রঙের
- পিয়ের দ্য কুবের্ত্যঁ

  1. "What is the Olympic motto?". International Olympic Committee. 2013. Archived from the original on 18 September 2015. Retrieved 19 October 2014
  2. "Opening Ceremony". International Olympic Committee. 2002. p. 3. Retrieved 23 August 2012.; "Sport athlétique", 14 mars 1891: "[...] dans une éloquente allocution il a souhaité que ce drapeau les conduise 'souvent à la victoire, à la lutte toujours'. Il a dit qu'il leur donnait pour devise ces trois mots qui sont le fondement et la raison d'être des sports athlétiques: citius, altius, fortius, ‘plus vite, plus haut, plus fort’.", cited in Hoffmane, Simone La carrière du père Didon, Dominicain. 1840 - 1900, Doctoral thesis, Université de Paris IV — Sorbonne, 1985, p. 926; cf. Michaela Lochmann, Les fondements pédagogiques de la devise olympique „citius, altius, fortius“
  3. Games of the VIII Olympiad - Paris 1924 Archived 3 March 2007 at the Wayback Machine.
  4. "The Olympic Summer Games". International Olympic Committee. October 2013. Archived from the original (PDF) on 6 September 2015. Retrieved 29 December 2015.
  5. "Olympics: Symbols and Traditions". Encyclopedia Britannica. Retrieved 2018-02-07.