ব্যবহারকারী:Srabanta Deb/স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা

ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা
ব্যক্তিগত তথ্য
জন্ম
ধীরেন্দ্র মোহন চক্রবর্তী

(১৯০১-১১-২০)২০ নভেম্বর ১৯০১
ভড়া, বাঁকুড়া জেলা, ব্রিটিশ ভারত (পশ্চিমবঙ্গ, ভারত)
মৃত্যু১১ মে ১৯৮৩(1983-05-11) (বয়স ৮১)
সুখচর, কাঠিয়া বাবা আশ্রম, ভারত
ধর্মহিন্দু
জাতীয়তাভারতীয়

স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা (১৩০৮ বঙ্গাব্দ - ১৩৯০ বঙ্গাব্দ) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সাধক ও নিম্বার্ক সম্প্রদায়ভুক্ত আশ্রম ও মঠের প্রধান।

জীবনী সম্পাদনা

বাঁকুড়া জেলার ভড়ায় জন্মগ্রহ করেন ধনঞ্জয় দাস। পূর্বাশ্রমের নাম ছিল ধীরেন্দ্রমোহন দাস। পিতা পূূর্ণ চন্দ্র চক্রবর্তী ও মাতা ক্ষুদু মণি দেবীর চতুর্থ পুত্র। আনুমানিক পাঁচ বৎসর বয়সে তার হাতে কুড়ি হয় রাধা মাধবজীর মন্দিরের বারেন্দতে। মায়র্নাস স্কুল মাধ্যমক ও পরে এমএ ডিগ্রি অর্জন করেন। মেদিনীপুর সংস্কৃত কলেজ হতে। তারপর তিনি নবদ্বীপে চলে যান পড়ালেখার জন্য এবং সেখানে যুগ্ধ ব্যাকারণ মধ্য ও কাব্য আদ্য পরীক্ষায় উত্তীর্ণ হন।

শিক্ষাগ্রহণ করেন শেষে দীক্ষাগুরু সন্তদাস বাবাজীর মৃত্যুর পর আশ্রম ও মঠের প্রধান নিযুক্ত হন। নিম্বার্ক সম্প্রদায়ের তিনি ছিলেন দ্বিতীয় বাঙালি মোহান্ত। তিনি ছিলেন তাদের ৫৬ তম গুরু।[১] ভারতের উত্তর পূর্বে এবং বৃন্দাবনে বহু আশ্রম সংস্কৃত বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ স্থাপন করেন তিনি। সংস্কৃত ও বাংলায় তার রচিত কয়েকটি ধর্মগ্রন্থ আছে।[২] ২০০৯ সালে তার জন্মস্থান ভড়া গ্রামে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. পাকড়াশী, চিত্তরঞ্জন। দিল্লির বাঙালি। সৃষ্টিসুখ প্রকাশন। আইএসবিএন 978-1-943438-24-2 
  2. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২২৭।