ব্যবহারকারী:Snusho/গোপালি বা খলিফাতাবাদি উপভাষা

গোপালি উপভাষা বা গোপালী বাংলা প্রধানত বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় কথিত একটি বাংলা উপভাষা। এছাড়াও খুলনা, বাগেরহাট এবং নড়াইলের কিছু অঞ্চলেও এই বাংলা উপভাষা কথিত হয়। এই উপভাষাভাষী বাঙ্গালীদের সংখ্যা প্রায় ২০-২৫ লক্ষের মতো। এটি একটি কথ্য বাংলা উপভাষা। এটি একটি মৃতপ্রায় আঞ্চলিক বাংলা উপভাষা। খুলনাতে এই উপভাষাকে অনেকে খুলনাইয়াও বলেন।

নিম্নে কিছু ব্যবহার লেখা হল সম্পাদনা

গোপালি বাংলা:— আমারে মিন্দি নাগায়/নোয়াই দেও।

প্রমিত বাংলা:— আমাকে মেহেন্দি লাগিয়ে দাও।

গোপালি বাংলা:— সলোক হলি আসিস এই ধারে।

প্রমিত বাংলা:— আলো হলে আসিস এই দিকে।

গোপালি বাংলা:— বেয়াঁনি থ্যা আসমান ভাইঙ্গ্যা বাদলা/ডক নামতিছে। এখনও থামার কোনো নাম গন্দ নাই। বাড়ি ফিরবা কন্নে? এই বাদলার সুমায় কেউর বাড়ি যাইয়াও শান্তি নাই। একটু থামলি পরে যাইস ভাডি।

প্রমিত বাংলা:— সকাল থেকে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। এখনও থামার কোনো নাম গন্ধ নেই। বাড়ি ফিরবে কখন? এমন বৃষ্টির সময়ে কারোর বাড়ি গিয়েও শান্তি নেই। একটু থামলে পরে যাস ভাইটি।

গোপালি বাংলা: আমি তুমারে ভালোজানি/ মহব্বত অরি।

প্রমিত বাংলা: আমি তোমাকে ভালোবাসি/ মহব্বত করি।':

সর্বনাম:—

আমি-আমার-আমারে ( আমি-আমার-আমাকে)

আমরা-আমাগে-আমাগে।

তুমি-তুমার-তুমারে (তুমি-তোমার-তোমাকে)

তুমরা-তুমাগে-তুমাগে

সেইথি/ওইথি- সেইথির/তার/ওইথি/ওয়ের-অর

উরা/উনরা- ওগে, ওইথিগি/উনাগে- ওগে/উনাগে।

বাক্য :—

গোপালি বাংলা:— আমি কাম অরতিছি/ করতিছি।

প্রমিত বাংলা:— আমি কাজ করছি।

গোপালী বাংলা:- আপনে কি অরেন/করেন?

প্রমিত বাংলা:- আপনি কি করেন?

———ধাতু।

অরা ধাতু (গোপালী বাংলা):- অরি, অরো, অরেন, অরে, অরছি, অরস, অরছেন, অরতাম, অরতা, অরতেন, অরতো।

করা ধাতু (প্রমিত বাংলা):- করি, করো, করেন, করে, করছি, করিস, করছেন, করতাম, করতে, করতেন, করতো।