ব্যবহারকারী:Skh sourav halder/মহাশ্বেতা রায়

মহাশ্বেতা রায়
ମହାଶ୍ୱେତା ରାୟ
জন্ম (1962-07-02) ২ জুলাই ১৯৬২ (বয়স ৬১)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৭৫–বর্তমান

মহাশ্বেতা রায় (জন্ম :২ জুলাই ১৯৫২) ওড়িশার পুরীর ভারতীয় অভিনেত্রী। তিনি পুরীতে জন্মগ্রহণ করেছিলেন এবং এসসিএস কলেজে পড়াশোনা করেছিলেন। তিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী ।। তিনি অনেক সিনেমায় অভিনয়ের জন্য পুরষ্কার পেয়েছেন। [১] প্রশান্ত নন্দ এবং হেমন্ত দাস নিয়ে তার প্রথম সিনেমা ছিল সেসা শ্রাবণ। তিনি কিছু চরিত্রের ভূমিকা এবং কিছু টেলি-সিরিয়াল করে ওড়িয়া চলচ্চিত্র জগতের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। [২] [৩] [৪]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
  • জাগা হাটরে পাঘা (2015)
  • লেখে লেখু লেখি ডেলি (২০১৪)
  • হাটা ধরি চালুথা (2013)
  • মু মু একা তোমারা (2013)
  • সুপারস্টার (2013)
  • লক্ষ্য (2012)
  • রাজা ঝিয়া সাথে হিগলা ভাব (২০১১)
  • কেমিটি এ বন্ধন (২০১০)
  • তুমি থাইলি মো দারা কাহাকু (2007)
  • মো সুনা পুয়া (২০০৩)
  • সাবাতা মা (2000)
  • বউ (1998)
  • গোপা রে বধুচি কালা কানহে (1995)
  • কুলা নন্দন (1994)
  • কোথাছিলো (1994)
  • আকুহা কথা (1994)
  • সুনা ভাউজা (1993)
  • ভাগ্য হেট ডরো (1992)
  • অগ্নি সংকট (1992)
  • গড়া মোড়া স্বর্গা (1992)
  • 'মুক্তি তীর্থ' (1992)
  • কান্ধেই (1990)
  • জা দেবী সর্ব ভূতেশু (1989)
  • পাঁচু পাণ্ডব (1989)
  • গোলামগিরি (1987)
  • বাগুলা বাগুলি (1986)
  • পাকা কম্বল পট ছোট (1986)
  • 'গৃহলক্ষ্মী' (1985)
  • সামে বড় বালওয়ান (1985)
  • ডোরা (1984)
  • হীরা নীলা (1984)
  • জাগা বালিয়া (1984)
  • কাবেরী (1983)
  • কল্যাণী (1983)
  • স্বপ্না সাগর (1983)
  • আশান্ত গ্রাহ (1982)
  • হিশাব নিকাস (1982)
  • অক্ষি ত্রুটিয়া (1981)
  • পূজা (1981)
  • সীতা রাতি (1981)
  • সেয়ে সুর (1981)
  • টিকে হাসা টিকে লুহা (1981)
  • বাতা আবতা (1980)
  • দন্ড বালুঙ্গা (1980)
  • জয় মা মঙ্গল (1980)
  • মা-ও-মমতা (1980)
  • গৌরী (1979)
  • নিঝুম রতি রা সাথী (1979)
  • বলিদান (1978)
  • জনমাদাতা (1978)
  • ঝিলমিল (1978)
  • কবি সম্রাট উপেন্দ্র ভাঞ্জা (1978)
  • প্রিয়তম (1978)
  • 'সংখা মাহুড়ি' (1978)
  • সতী আনসুয়া (1978)
  • প্রণম ​​খারেধু (22 এসইপি 1978)
  • এ নুহেন কাহানী (1977)
  • হীরা মতি মানিকা (1976)
  • সেসা শ্রাবণ (1976)
  • ঝুমুকা (1975)


আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kasturi Ray (১২ ডিসেম্বর ২০১০)। "Weaving a legacy of grace"। The New Indian Express। She has bagged three State Awards for Best Actress in films Kaberi (1983), Pooja (1981) and Gouri (1979). 
  2. "Mahasweta Ray"। Incredible Orissa। সেপ্টেম্বর ২০১১। 
  3. "Veteran Ollywood actress Mahasweta Ray receives FitFat Bioscope Award"। Orissa Diary। ২৩ ডিসেম্বর ২০১০। Versatile actor and arguably the most popular leading female actress of Odia film, Mahasweta Ray received this year's FitFat Bioscope Award. 
  4. "Oriya Odia Cinema Actress Mahasweta Ray and her Biography and Filmography in Year 1976 - 1993"। Oriya Cinema World। 

বাহ্যিক লিঙ্কগুলি

সম্পাদনা