ব্যবহারকারী:Shanta Farjana/নতুনধারা বাংলাদেশ-এনডিবি

নতুনধারা বাংলাদেশ এনডিবি

নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি-অপরাধ-দুর্নীতি-ধর্ষণ-খুন-গুমমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য থেকে কাজ করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।[১]

স্রষ্টাই সকল ক্ষমতার উৎস 'বিজয় বাংলাদেশ বিজয় নতুনধারা'[২]’র অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর... স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের জন্য নিবেদিত তারুণ্যের রাজনীতিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ[৩] । বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা এবং প্রতিটি দেশ ও মানববান্ধব কর্মসূচীতে নিবেদিত জাতীয় বীরদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতা-মমতাময়ীদের অংশ গ্রহণে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান, ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সহ প্রতিটি আন্দোলনের ইতিহাস থেকে উৎসারিত তারুণ্য নতুনধারা বাংলাদেশ-এনডিবির রাজনৈতিক কর্মপ্রেরণা। মুুক্তিযুদ্ধের পর দেশকে যখন নিরন্তর গড়ে তোলার সময়; তখন নিরব ঘাতকচক্রের দ্বারা স্বপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে কারো পক্ষেই আর সম্ভব হয় নি দেশের সর্বাঙ্গিন উন্নয়ন-সম্মৃদ্ধিতে কাজ করা। এমন পরিস্থিতিতে মওলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, আতাউল গনি ওসমানীসহ সকল শ্রেষ্ঠ সন্তানদের আদর্শচ্যুত হয়েছে তাদের উত্তরসূরীরা। সর্বশেষ সাম্প্রদায়িক-ধর্মব্যবসায়ী-জামায়াত-শিবির-জঙ্গীচক্রের রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনে নিষ্পেষিত হচ্ছে দেশের মানুষ। ধর্মের নামে ব্যবসা প্রতিষ্ঠান করে, ধর্মানুভূতিকে কাজে লাগিয়ে একের পর এক অন্যায়ের রং-রাজত্ব তৈরি চেষ্টাকে ‘না’ বলে এগিয়ে যেতে তৈরি নতুনধারা বাংলাদেশ-এনডিবি। ধারার রয়েছে বহুমুখি প্রত্যয় আর পথচলার চেষ্টা। বিশেষ করে গণমানুষের রাজনৈতিক-অর্থনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজিক উন্নয়ন-সম্মৃদ্ধির লক্ষ্যে ৪৭ বছরের সকল সরকারের দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনপ্রতিরোধ নির্মাণে নিবেদিত থাকা। দারিদ্র্য বিমোচনে নতুনধারা বাংলাদেশ-এনডিবি ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে কাজ করবে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত নতুন প্রজন্মের প্রতিনিধিগণ। আর সেই লক্ষে তাদেরকে তৈরি করবে বাংলাদেশের স্বাধীনতা-স্বাধীকারের পক্ষে থাকা কর্মঠ শিক্ষিত রাজনীতিকগণ। যাদের লক্ষ ক্ষমতা নয়; সমতা। এই সমতার রাস্তা দিয়েই আনবে বাংলাদেশের সুন্দর আগামী। প্রায় ৫ কোটি দরিদ্র জনগোষ্ঠিকে কাজের বিনিময়ে আত্ম নির্ভরশীল হিসেবে গড়ে তুলতে [৪] কাজ করে যাবে।নিরাপদ ও মানসম্মত সড়ক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করতে কার্যত পদক্ষেপে প্রত্যয়ী আমরা। যখনই সত্য বলতে যাবেন, বাঁধা পাবেন; নতুনধারার রাজনীতিকগণ সেই বাঁধা পেরিয়ে চলে যাবে বিনয় আর ভালোবাসায় অগ্রসর হতে হতে। আলোয়-আঁধার যেমন পালায়; তেমনই অন্ধকারে না থেকে ক্রমশ স্বচ্ছ-সুন্দরের দিকে বাংলাদেশকে-বাংলাদেশের মাটি ও মানুষকে এগিয়ে নিতে তৈরি হবে বাংলাদেশ। বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ সহ প্রতিটি সাহসসী পদক্ষেপের ইতিহাস শুনে-বুঝে যারা এগিয়ে যেতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। ‘রাজনীতি মানেই যে অন্যায়;’ এমন কথাকে মিথ্যে প্রমাণ করে রাজনীতিতে নীতির বাতিঘর নির্মাণে[৫] বিনয়ের সাথে এগিয়ে যাবে...



তথ্যসূত্র বহিঃসংযোগ সম্পাদনা নতুনধারা বাংলাদেশ-্এনডিবি ওয়েবসাইট বাংলাপিডিয়ার নিবন্ধ নতুনধারা বাংলাদেশ-্এনডিবি অফিসিয়াল ফেসবুক পেজ আলোচনাবিষয়শ্রেণীসমূহ

  1. নতুনধারা বাংলাদেশ এনডিবি। "দৈনিক ইত্তেফাক" 
  2. নতুনধারা বাংলাদেশ এনডিবি। "আমাদের সময়" 
  3. নতুনধারা বাংলাদেশ এনডিবি। "দৈনিক ভোরের কাগজ" 
  4. "দৈনিক সমকাল"  Authors list-এ |প্রথমাংশ1= এর |শেষাংশ1= নেই (সাহায্য)
  5. বাংলাদেশকে ভালোবোসার রাজনীতি করে, নতুনধারা বাংলাদেশ এনডিবি। "দৈনিক জনতা"