ব্যবহারকারী:Shafi2040/খেলাঘর

আজকাল আমাদের সমাজে শিক্ষার হার অনেক বেড়েছে, উচ্চ শিক্ষিত লোকের সংখ্যাও বেড়েছে অনেক। শুরু থেকেই সন্তানের পরীক্ষার খাতায় অধিক নম্বর প্রাপ্তির প্রতিযোগিতায় মত্ত অভিভাবদের নিরলস চেষ্টায় একটি কোমলমতি শিশু তোতা পাখির মত পড়া মুখস্থ করতে অভ্যস্ত হয়ে পড়ে। জ্ঞানার্জনের নিমিত্তে যে শিক্ষা, তা আহরণ করতে গিয়েই ভালো ফলাফল অর্জন করার ঐকান্তিক মনোভাসনা থেকে একজন ছাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনেকগুলি কাগজের সার্টিফিকেট সংগ্রহ করে নিজেকে উচ্চ শিক্ষিত বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করে। হয়তো সার্টিফিকেট ও ভালো ফলাফলের সুবাদে অনেক ভালো চাকুরিও জুটে তাদের জীবনে। প্রশ্ন হলো এই সকল উচ্চ শিক্ষিত সার্টিফিকেটধারীদের মধ্যে কতজন নিজের জীবনকে বিকশিত করার জন্য কতটুকু শিখেছেন? আর কতজন শুধুই কাগুজে সার্টিফিকেট অর্জন করার জন্য শিখেছেন? অথচ নিশ্চয়ই শিক্ষা নিজের জীবনকে আলোকিত করার জন্যই, কাগুজে সার্টিফিকেটের জন্য নয়। আফসোসে বিষয় হলো শিষ্টাচার শালীনতা, সভ্যতা, ভদ্রতার মত বিষয়গুলো শিক্ষার শুরুতেই এসে থাকলেও এগুলো নিয়ে ভাববার ফুরসত অনেকেরই থাকেনা। যার ফলে বড় হয়ে উচ্চ শিক্ষিত হয়েও আমরা লিপ্ত হয়ে যাই নানান অপকর্মে। আর সেজন্যই আমাদের সমাজে একজন ব্যক্তির ভদ্রতা, সৌজন্যতার মাপকাঠি কি হতে পারে সে বিষয়ে আলোচনা করার তাগিদ অনুভব করছি। চলমান