ব্যবহারকারী:Samsul Haque Anan 007/টম এন্ড জেরি (২০২১ এর চলচিত্র)


টম অ্যান্ড জেরি [১] একটি ২০২১ আমেরিকান লাইভ-অ্যাকশন / কম্পিউটার-অ্যানিমেটেড চলচিত্র যা কার্টুন চরিত্রগুলির উপর ভিত্তি করে তৈরী করা। এটি 1992 এর টম অ্যান্ড জেরি: দ্য মুভি পরবর্তী চরিত্রগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ২য় চলচিত্র এবং এটি টিম স্টোরি পরিচালিত ও কেভিন কস্টেলো রচিত।  ছবিতে লাইভ-অ্যাকশন চরিত্রে ক্লো গ্রেস মোরেটজ, মাইকেল পেঁয়া, কলিন জোস্ট, রব ডেলানি এবং কেন জেং অভিনয় করেছেন। নিকি জাম, ববি ক্যাননভালে এবং লিল রিল হাওয়ারি কন্ঠশিল্পী হিসেবে কার্টুন চরিত্রগুলো করেছেন।  উইলিয়াম হানা, ফ্র্যাঙ্ক ওয়েলকার,মেল ব্লাঙ্ক এবং জুন ফোরাই আর্কাইভ রেকর্ডিংয়ের মাধ্যমে কণ্ঠ দিয়েছেন।

মূলত ২০০৯ সালে এটি একটি এনিমেটেড লাইভ একশন চলচিত্র হিসেবে প্রকাশ করার কথা ভাবা হয় কিন্তু প্রযুক্তিগত কারণে সেটি পিছিয়ে যায়। ২০১৫ সালে এটিকে পূর্ণাঙ্গ এনিমেটেড চলচিত্রে রুপান্তরের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু ২০১৮ এ এসে পূর্বের সিদ্ধান্তে ফেরত আসা হয় এবং ২০১৯ থেকে এর মূল কাজ শুরু হয় [২]

২৬ ফেব্রুয়ারী, ২০২১- এ এটি ওয়ার্নার ব্রোসের স্ট্রিমিং পরিষেবা এইচ বি ও ম্যাক্সে যুক্তরাষ্ট্রের জন্য মুক্তি পায়। বেশিরভাগ সমালোচকরা এই চলচিত্রের নেতিবাচক সমালোচনা করেছেন

বহু লড়াই ঝগড়া বিবাদের পরে অবশেষে টম ও জেরি নিউইয়র্ক শহরে আসে। টম সেখানে একজন বড় পিয়ানোবাদক হতে চায়, সেই লক্ষ্যে সে অন্ধ সেজে মিথ্যে অভিনয় করে পার্কে লোকের কাছ থেকে আয় করে। ওদিকে জেরী একটা পর্যায়ে এসে বাড়ি খুঁজতে শুরু করে। ঘটনাচক্রে তার উভয়েই পার্কে একজন আরকজনের মুখোমুখী হয়ে যায় এবং মারামারিতে জড়িয়ে পরে যার ফলাফল স্বরুপ টমের সাধের পিয়ানোটা ভেঙ্গে যায়

জেরীকে তাড়া করা অবস্থায় টম কাইলা ফোরস্টারের সাইকেলের সাথে ধাক্কা খায়। কাইলা একজন অল্পবয়স্কা মেয়ে যে কিনা জীবিকার জন্য বিভিন্নরকম কাজ করে থাকে। যে সময় টম জেরীকে ধাওয়া করছিল ঠিক তখন সে কিছু কাপড় ডেলিভারী করতে যাচ্ছিল যা টমের ধাক্কায় পরে গিয়ে নষ্ট হয়ে যায় এবং ফলস্বরুপ তাকে তার চাকরি হারাতে হয়। এমন অবস্তায় সে রয়্যাল গেট হোটেলে যায় এবং সেখানে জোচ্চুরির মাধ্যমে যে অন্য একজনের পরিচয় নকল করে সেখানকার ম্যানেজারের সাময়িক সহকারী হিসেবে কাজ নেয়। ঠিক একই সময়ে জেরী সেই হোটেলে লুকিয়ে আসে এবং খাবার ও অন্যান্য দামী জিনিস চুরি করে গোপনে নিজের আলিশান আস্তানা গড়ে তোলে

প্রিতা মেহতা ও তার বাগদত্তা বেন তাদের কুকুর স্পাইককে নিয়ে হোটেলে আসে। কাইলা ও হোটেল ম্যানেজার টেরেন্স তাদের অভ্যর্থনা জানায়। তারা দুজন মূলত তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে সেই হোটেলে আসে। যখন সবাই শুভেচ্ছা বিনিময় করছিল ঠিক সেই মুহূর্তে জেরী সবার অগোচরে কনের(প্রিতা মেহতা) হাতের হীরের আংটিটি ব্যাগ থেকে চুরি করে। একতা পর্যায়ে হোটেলের বাবুর্চিরা জানায় যে হোটেলে একটি ইদুরের অস্তিত্ব আছে যা জানাজানি হয়ে গেলে হোটেলের সুনাম ক্ষুণ্য হবে। বিষয়টি গোপনে সমাধান করার জন্য কাইলা হোটেলের মালিক হেনরির কাছ থেকে অনুমতি নেয়। কাজটি করার সময় সে বুঝতে পারে যে জেরীকে ধরা এতটা সহজ হবে না যতটা সে ভেবেছিল। পথিমধ্যে হোটেলের একজন পানশালার কর্মচারির সাথে তার বন্ধুত্ব হয়।

এদিকে জেরীকে ধাওয়া করে না পেয়ে ও নিজের পিয়ানো হারিয়ে টম হতাশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে,পথিমধ্যে তার সাথে কিছু রাস্তার বিড়ালের মোকাবিলা হয় এবং টম সেখানে বুদ্ধিমাত্তার পরিচয় দিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু একদিন টম হঠাৎ জেরীকে হোটেলের একটি রুমের জানলায় দেখতে পায়, রাগে ক্ষোভে সে জেরীর উপর হামলা করতে চেষ্টা করে এবং উভয়ের মধ্যে সংঘর্ষ হয় যার ফলে হোটেলের রুমটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্থ হয়। ঠিক এই সময়ে কাইলা এসে সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি সামাল দিতে টমের সাথে মিত্রতা বাড়ায়। টেরেন্সের আপত্তি থাকা স্বত্ত্বেও সে হোটেলের মালিক হেনরির অনুমতি নিয়ে টমকে নিযুক্ত করে জেরীকে ধরার জন্য



[[বিষয়শ্রেণী:ওয়ার্নার ব্রস. চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:লাইভ অ্যাকশন ও অ্যানিমেশন সহ চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:হার্টফোর্ডশায়ারে ধারণকৃত চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:নিউ ইয়র্ক শহরে ধারণকৃত চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:ম্যানহাটনের পটভূমিতে চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:নিউ ইয়র্ক শহরের পটভূমিতে চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:ইংরেজি ভাষার ফরাসি চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:ইংরেজি ভাষার চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:জার্মান চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:ফরাসি চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:ব্রিটিশ হাস্যরসাত্মক চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:ব্রিটিশ চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:মার্কিন চলচ্চিত্র]] [[বিষয়শ্রেণী:২০২১-এর চলচ্চিত্র]]

  1. Coggan, Gerry (জুলাই ২০, ২০২০)। "Tom & Jerry logo gets Hollywood-style makeover (but is it the best yet?)"Creative Bloq। Future Publishing Limited। নভেম্বর ২২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০২০The only issue we have, and we're sorry to say this as we're usually big fans of the ampersand [...] is the replacement of the 'and' with an ampersand. The handwritten, underlined 'and' of previous iterations was spot on stylistically, and the style of this ampersand just doesn't seem to fit. 
  2. Pearson, Ben (এপ্রিল ২৬, ২০১৯)। "WB's 'Tom and Jerry' Movie Lures Chloë Grace Moretz as Its Human Star"। নভেম্বর ১৭, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০২০