ব্যবহারকারী:SabhaSharika/অর্ধপরিবাহী যন্ত্র

অর্ধপরিবাহী পদার্থ হলো সেই পদার্থ যার তড়িৎ পরিবাহীতা সুপরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি যেমন - তামা, সোনা বা কাঁচ। এদের রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তনশীল যা ধাতব পদার্থের সম্পূর্ণ বিপরীত ধর্ম। এদের পরিবাহীতা ধর্মকে প্রভাবিত করা যায় "ডোপায়ন"১. পদ্ধতিতে যেখানে পদার্থের কেলাসে  অন্য কোনো পদার্থ মেশানো হয়। যখন দুটি ভিন্ন ডোপায়নকৃত অংশ একটি কেলাসের মধ্যে বিদ্যমান থাকে, তখন অর্ধপরিবাহী জাংশন বা সংযোগ সৃষ্টি হয়। এসকল "চার্জ বহনকারীর" ধর্মই হলো ডায়োড, ট্রানজিস্টর এবং আধুনিক তড়িৎবিদ্যার মূল ভিত্তি।

অর্ধপরিবাহী যন্ত্র  তড়িৎ প্রবাহ সহজ করে। 


References সম্পাদনা

External links সম্পাদনা

[[বিষয়শ্রেণী:অর্ধপরিবাহী]]