ব্যবহারকারী:Rashedlrs/ভি পি এন

ভি পি এন

সম্পাদনা

ভি পি এন কি? ভি পি এন (VPN) - ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ( Virtual Private Network )। সহজ ভাষায় বললে, ভি পি এন হলো একটা প্রাইভেট নেটওয়ার্ক, যেখানে আপনি একটা রিমোট কম্পিউটার এর সাথে আপনার কম্পিউটার কে কানেক্ট করতে পারবেন, আপনার বর্তমান ইন্টারনেট কানেকশন ব্যবহার করে।

সহজে বললে, ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরী করেন, সেখানে আপনার অফিসের ভেতরে একটা ইন্ট্রানেট নেটওয়ার্ক আছে। এখন আপনি অফিসের বাহিরে আছেন। সেক্ষেত্রে আপনার দরকার একটা সিকিওর কানেকশন, যেটার মধ্যে দিয়ে পাস হওয়া ডাটা কেউ চেক করতে পারবে না। একটা অ্যাকসেস পয়েন্ট, যার মাধ্যমে আপনি আপনার অফিসের মধ্যে অবস্থিত একটা পিসির সাথে কানেক্ট করতে পারবেন, যে পিসিটা ইন্ট্রানেট এর সাথে কানেক্টেড। এখানে আসছে ভিপিএন এর ব্যবহার। আপনি আপনার অফিসের নেটওয়ার্ক এর সাথে যুক্ত হচ্ছেন, আপনার সাধারণ ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। ব্যাপারটা এতোটা সহজ না, তবে ব্যাখ্যা করতে গেলে, বিশাল বড় একটা লেখা হয়ে যাবে। আসুন আপাতত এর ব্যবহার নিয়ে আলোচনা করা যাক।

[ ছবিটা দেখলে ভি পি এন এর কাজ সম্পর্কে আইডিয়া পাবেন ]

বেশ কিছু ফ্রি ভিপিএন ক্লায়েন্ট আছে। হটস্পট শিল্ড, প্রো এক্সপিএন, এবং জনপ্রিয় ওপেন ভিপিএন। এর মধ্যে ওপেন ভি পি এন টা আমার বেশ পছন্দের। বাকি গুলো পছন্দ নয় অ্যাডভার্টাইজ এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন না করতে পারার জন্য।

ওপেন ভিপিএন / প্রাইভেট টানেল:

প্রথমেই আপনার দরকার হবে, প্রাইভেট টানেল অ্যাকাউন্ট, সাইন আপ করে ফেলুন প্রাইভেট টানেলে।

https://www.privatetunnel.com/

হোম পেজের ডান সাইডেই পাবেন সাইন আপ ফর্ম, ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন। এরপর আপনাকে মেইল ভ্যারিফিকেশন করতে হবে, ইনবক্সে দেখুন একটা মেইল চলে এসেছে।

মেইল ভ্যারিফাই কমপ্লিট হলে, আপনি আপনার ইউজার অ্যাকাউন্ট এ পৌঁছে যাবেন, নিচের ছবিটি লক্ষ করুন। [ পুরো ছবিটি ]

লাল মার্ক করা অংশটি লক্ষ করুন, এখানে আপনার ইউজেস নির্দিষ্ট, আপনি ফ্রি তে ১০০ মেগাবাইট এর বেশি ব্যবহার করতে পারবেন না।

স্ক্রিনের ডান পাশে, নিচের দিকে খেয়াল করুন, লেখা আছে Old Portal, ক্লিক করুন। এরপর নিচের ছবির মতো একটা অংশ দেখতে পাবেন নতুন পেজের মাঝে।

নিচের লিস্ট থেকে সার্ভার সিলেক্ট করুন, এরপর কানেক্ট ক্লিক করুন, আপনাকে একটা পেজ এ নিয়ে যাওয়া হবে, এখানে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিন।

এরপর নিচের মতো একটা স্ক্রিন পাবেন।

এখানে প্রাপ্ত লিঙ্ক থেকে ওপেন ভি পি এন ক্লায়েন্ট ডাউনলোড করুন। এরপর ক্লায়েন্ট নিজে থেকেই চালু হবে। যতক্ষণ ডাউনলোড হবে, দেখবেন যে পেজ এ ডাউনলোড লিংক পেয়েছেন, সেখানে একটা লোডিং ইমেজ দেখাচ্ছে। ক্লায়েন্ট ষ্ট্যার্ট হওয়ার পর, পেজটা রিলোড করুন। এরপর সেখানে আবার ইমেইল- পাসওয়ার্ড চাইবে, দিন। এরপর দেখবেন কিছুটা লোড হয়ে আপনাকে আবার আপনার সার্ভিস পেজ এ নিয়ে যাবে। সেখানে আপনাকে নিচের ছবির মতো কানেক্টেড দেখাবে।

এবার সিস্টেম ট্রে তে দেখুন, ওপেন ভিপিএন ক্লায়েন্ট এর আইকন বদলে কানেক্টেড দেখাচ্ছে।

এবার, http://ip-address.org/ তে চট করে একবার ঘুরে আসুন, দেখুন আপনার আইপি চেঞ্জ হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে কনগ্রাচুলেশন, আপনি সফল ভাবে ওপেন ভিপিএন ব্যবহার করছেন।

সমস্যা: ওপেন ভি পি এন এ ফ্রিতে আপনি মাত্র ১০০ মেগাবাইট ব্যবহার করতে পারবেন। মাত্র ১০০ মেগাবাইটে আসলেই কিছুই হয়না।

justfreeVPN

আসুন এবার পরিচয় করিয়ে দেই, এমন একটা ভিপিএন সার্ভিস এর সাথে, যেটা ব্যবহার করে আপনি ভার্চুয়াল নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবেন কোন ধরনের ডাউনলোড, সেটআপের ঝামেলা ছাড়াই, চট করে।

[ এই অংশটা উইন্ডোজ ৭ এ করা, তাই এক্সপি কিংবা উইন্ডোজ এইট ব্যবহারকারীদের জন্য সামান্য আলাদা হতে পারে বিষয়গুলো, তবে থিওরি কম বেশি একই ]

চলে যান http://www.justfreevpn.com/ এ। খেয়াল করুন, পেজের মাঝে, নিচের ছবির মতো তিনটা সার্ভার এর নাম, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে।

প্রথমেই চলে যান সিস্টেম ট্রে তে নেটওয়ার্ক কানেকশন এ, রাইট ক্লিক করে Open Network and Sharing Center এ ক্লিক করুন।

এরপর নিচের মতো একটা উইন্ডো পাবেন, সেখান থেকে, Set up a new connection or network এ ক্লিক করুন।

এবার নিচের ছবির মতো করে, Connect to a workplace সিলেক্ট করুন। নিচের ছবির মতো একটা উইন্ডো পাবেন,

এখানে প্রথম অপশন টি সিকেল্ট করুন, মানে নতুন একটা কানেকশন তৈরি করুন।

পরের উইন্ডোতে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি বর্তমান ইন্টারনেট কানেকশন ব্যবহার করে কানেক্ট করবেন নাকি ডায়াল-আপ কানেকশন সেটআপ করবেন। Use my Internet Connection (VPN) সিলেক্ট করুন। নিচের ছবিটি দেখুন:

এরপর হচ্ছে সবচেয়ে আসল কাজ।

নিজের মতো একটা উইন্ডো পাবেন আপনি। এখানে আমি জাস্ট ফ্রি ভি পি এন এর ইউ এস সার্ভার এর সাথে সংযুক্ত হতে চাইছি, তাই প্রথমে সার্ভার এর লোকেশন দিলাম, এরপর একটা নাম দিলাম। আপনি বাকি দুইটাও ব্যবহার করতে পারেন।

পরের ধাপে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনি এসব জাস্ট ফ্রি ভি পি এন এর হোমপেজেই পাবেন। ইউজারনেম বরাবরই: justfreevpn, পাসওয়ার্ড হোম পেজ থেকে কালেক্ট করুন। পাসওয়ার্ড রিমেম্বার অপশন সিলেক্ট করবেন না, কারণ জাস্ট ফ্রি ভি পি এন অল্প সময় পর পর পাসওয়ার্ড বদলে ফেলে।

এরপর প্রথমে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড চেক করা হবে, এরপর কানেকশান সেটআপ করা হবে। এরপর কানেক্ট হবে, খেয়াল করুন, কানেকশন মেনুতে আপনি অলরেডি কানেক্টেড অবস্থায় আছেন,

এরপর আপনি সরাসরি এখান থেকেই কানেক্ট করতে পারবেন ভি পি এন এ। তবে জাস্ট ফ্রি ভি পি এন এ।

সাবধানতা: এরা দিনে প্রায় দুইবার এদের পাসওয়ার্ড চেঞ্জ করে, তাই প্রতিবার কানেক্ট করার আগে ওদের সাইট ব্রাউজ করে পাসওয়ার্ড চেক করে নিন।

[ যারা অন্য কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তারা এই পেজ এ একবার চোখ বুলিয়ে নিন: http://www.justfreevpn.com/how-to-setup-free-vpn/ ]