গে-লুস্যাকের চাপের সূত্র ১৮০২ খ্রিস্টাব্দে ফরাসি বিঞ্জানী গে-লুস্যাক নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসকে স্থির আয়তনে রেখে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির সাথে চাপের বৃদ্ধি সম্পর্কিত একটি সূত্র উদ্ভাবন করেন ।গে-লুসাকের চাপের সূত্রটি নিম্নরুপ- 'স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ঐ গ্যাসের পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক'

P1/T1=P2/T2=K