বিবরণ:

নাম:

বাংলা উইকিপিডিয়া কিশোর অন্বেষণ প্রকল্প (খসড়া; সিদ্ধান্ত সাপেক্ষে পরিবর্তনযোগ্য)

তারিখ:

প্রস্তাবিত। এখনও এ ব্যাপারে কোন আলোচনা/সিদ্ধান্ত হয় নি

বর্ণনা:

এই প্রকল্পের মূল লক্ষ্য হল কিশোর/কিশোরী (১৩-১৭ বছরের মধ্যে) উইকিপিডিয়া আন্দোলনের সাথে যুক্ত করা। এর পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে উইকির মূলধারায় গঠনমূলক অবদান রাখতে উদ্বুদ্ধ করা।

লক্ষ্য:

  • বাংলা উইকিপিডিয়ায় কিশোর/কিশোরী ব্যবহারকারী অন্বেষণ।
  • কিশোর/কিশোরীদের প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের দ্বারা বাংলা উইকির বিভিন্ন ছোটখাটো কাজ সম্পন্ন করা। (যেমন: Wikify)
  • পরিশেষে সেই ব্যবহারকারীদের প্রশিক্ষণ সম্পন্ন হলে তাদের উইকিপিডিয়ার মূলধারায় কাজ করতে উদ্বুদ্ধ করা এবং এর ফলে বাংলা উইকিপিডিয়ায় সক্রিয়, কার্যকরী ও গঠনমূলক সম্পাদক/অবদানকারীর সংখ্যা বৃদ্ধি করা।
  • কিশোর/কিশোরী অবদানকারীদের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় আরও নতুন ব্যবহারকারী অন্বেষণ।
  • ভবিষ্যতের জন্য উইকিমিডিয়া বাংলাদেশের নেতৃত্ব গড়ে তোলা।

পরিধি

  • এই প্রকল্পটি সারা বাংলাদেশ জুড়েই চলবে। বাংলাদেশের যে কোনো অঞ্চলের কিশোর/কিশোরী এই প্রকল্পে যোগ দিতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে এই প্রকল্পের প্রচারণা করা হবে। তবে প্রথমে পরীক্ষামূলকভাবে ঢাকাতে অফলাইন প্রচারণা চালানো হবে। ঢাকাকে পরীক্ষামূলকভাবে নেয়ার কারণ ঢাকার অবকাঠামোগত উন্নত অবস্থা। তবে প্রকল্পটির আওতায় আকাঙ্ক্ষিত ও কার্যকরী ফল পাওয়া গেলে, পরবর্তীতে অন্যান্য মহানগর ও বিভাগীয় শহরগুলোতে সক্রিয় সম্প্রদায় ভিত্তিতে প্রকল্পটিকে এগিয়ে নেয়া হবে।
    এই প্রকল্পের অংশগ্রহণকারীর সংখ্যা অনির্দিষ্ট।
  • এই প্রকল্পটির বাস্তবায়নে থাকবে উইকিমিডিয়া বাংলাদেশ এবং এর জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম (অর্থনৈতিক, দাপ্তরিক, অনলাইন, অফলাইন) কার্যক্রমের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে উইকিমিডিয়া বাংলাদেশের। অপরদিকে এই প্রকল্পের প্রশিক্ষক/নির্দেশক থাকবেন উইকিমিডিয়া বাংলাদেশ এর সদস্য এবং সক্রিয় ও উইকিপিডিয়া সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত কোন অভিজ্ঞ ব্যবহারকারী; যেখানে “অভিজ্ঞ ব্যবহারকারী” এর মানদণ্ড নির্ধারণ করবে উইকিমিডিয়া বাংলাদেশ। তবে কোন বিশেষ ক্ষেত্রে উইকিপিডিয়ার সদস্য নন এমন কোন ব্যক্তিও এই প্রকল্পের প্রশিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন, তবে তার জন্য উইকিমিডিয়া বাংলাদেশের সম্মতি থাকতে হবে।

কার্যক্রম

এই প্রকল্পের মাধ্যমে আগেই বলা হয়েছে কিশোর/কিশোরী ব্যবহারকারী অন্বেষণ করা হবে।
এই প্রকল্পের জন্য সর্বপ্রথমেই উইকিপিডিয়ায় এই প্রকল্পের সমান্তরালে একটি স্থান/পাতা তৈরি করতে হবে, যার মাধ্যমে ব্যবহারকারীকে প্রশিক্ষণ দেয়া যাবে।
এর সাথে ব্যবহারকারীকে প্রয়োজনে প্রশিক্ষণের স্বার্থে মূল নামস্থানে অবদান রাখতে হতে পারে এবং এ ব্যপারে উইকিপিডিয়ায় অন্যান্যদের অবগত করতে হবে। প্রশিক্ষণের সময় অংশগ্রহণকারীর অবদানের মাপকাঠি হিসেবে পয়েন্ট/নাম্বার পদ্ধতি রাখা হবে।
প্রতি মাসের শেষে সর্বোচ্চ পয়েন্ট/নাম্বার প্রাপ্ত ব্যবহারকারীকে পুরস্কৃত করা হবে, পাশাপাশি সংখ্যা বিবেচনায় নিয়ে ২য়, ৩য় পুরস্কার দেয়া জেতে পারে। উইকিমিডিয়া বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে এ ব্যপারে ফ্রেশার অব দ্যা মান্থ (সেরা নবীন ব্যবহারকারী মাসের নাম) জাতীয় কোন সেকশনে তার/তাদের নাম উল্লিখিত থাকবে যা প্রতি মাসেই হালনাগাদ করা হবে।
প্রতি ৩ মাস অন্তর আরেকটি মূল্যায়ন পুরস্কার দেয়া হবে যা মাসিক পুরস্কারের চেয়ে উচ্চমানের।
এভাবে ৬+ মাসের প্রশিক্ষণ শেষে একজন ব্যবহারকারী হিসেবে নিয়মিতভাবে উইকিপিডিয়ার মূলধারায় অবদান রাখতে উদ্বুদ্ধ করা হবে।

বাজেট

উইকিমিডিয়া বাংলাদেশের মাধ্যমে ঠিক হবে।

ঝুঁকি

  • কোন কারণে প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি হয়ে গেলে প্রকল্পে ঝামেলা হতে পারে।
  • প্রকল্পের মাধ্যমে ভুল শিক্ষা প্রদান হলে তা পরবর্তীতে ঝুঁকির কারণ হবে।
  • প্রশিক্ষণের সময়/প্রশিক্ষণের অংশ হিসেবে কোন অংশগ্রহণকারীর দ্বারা উইকির মূল নামস্থানে কোন সমস্যা (যেমন:উইকিকোড পরিবর্তন করে সমস্যা) তৈরি হতে পারে।
  • এই প্রকল্পের মাধ্যমে কখনই আশা করা যায় না যে ১০০% সাফল্য আসবে, তবে এটাও বিবেচ্য যে, পারিপার্শ্বিক কারণে (শিক্ষাব্যবস্থা, সমাজব্যবস্থা) কোন কোন ক্ষেত্রে সাফল্য ০% ও হতে পারে।
  • এছাড়াও এ ক্ষেত্রে আরেকটি সম্ভাব্য ঘটনা হতে পারে, অনেক অংশগ্রহণকারী পুরস্কারের আশায় নির্ধারিত সময় অবদান রেখে প্রশিক্ষণ পরবর্তী সময় পুরস্কার ব্যবস্থা না থাকার কারণে অবদান রাখতে অনাগ্রহী হয়ে উইকিপিডিয়া ত্যাগ করতে পারে।
  • এই প্রকল্পের আওতায় উইকিমিডিয়া বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার কথা বলা হলেও, কোন ক্ষেত্রে যদি প্রকল্পের আওতায় প্রাপ্ত ব্যবহারকারীর মধ্যে দ্বন্দ্ব থাকে, তা ভবিষ্যতে উইকিমিডিয়া বাংলাদেশের একতার জন্য ঝুঁকির কারণ হতে পারে।