ব্যবহারকারী:Pooja rozario/Dilip Chakrabarty

দিলীপ চক্রবর্তী (জন্ম ২২ মে ১৯৬৭, মৃত্যূ ১৭ সেপ্টেম্বর ২০১২) একাধারে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের একজন অসম্ভব মেধাবী অভিনেতা ছিলেন । সাংস্কৃতিক আবহে জন্ম নেয়া দিলীপ চক্রবর্তী শৈশব থেকেই যুক্ত ছিলেন লোকনাটক আর যাত্রাপালার সাথে। ১৯৮৯ সালে 'বিরসাকাব্য' নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চকর্মী হিসেবে দেশ নাটকে যুক্ত হন তিনি। দিলীপ চক্রবর্তী অভিনীত উল্ল্যেখযোগ্য মঞ্চনাটকগুলো হলো 'নিত্যুপুরাণ', 'দর্পণে শরৎশশী', ও 'অরক্ষিতা'। টেলিভিশন মাধ্যমেও ছিল তার সবলীল পদচারণা। 'পৌষ ফাগুনের পালা', 'দখিনের জানালার খোলা আলো আসে ফিরে যায়', আশা টকিজ ও টেম্পু', 'ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ', 'মামুলি একটি মানুষ' সহ বহু নাটকে তিনি তার অভিনয় প্রতিভার সাক্ষর রেখে গেছেন।

দিলীপ চক্রবর্তী চলচ্চিত্রেও তাঁর অভিনয় যাত্রা শুরু করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো নোমন রবিনের পরিচালনায় 'কমন জেন্ডার' এবং বেলাল আহমেদের 'অনিশ্চিত যাত্রা'। অভিনয়ের পাশাপাশি টেলিভিশন মিডিয়ার জন্য কিছু নাটকও লিখেছিলেন এই প্রতিভাবান ক্ষণজন্মা অভিনেতা। তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে 'একাকিত্ব', 'মানুষ', 'মাইক মাস্টার', ও সন্দেহ ।