ব্যবহারকারী:NahidSultan/টিউটোরিয়াল

বাংলা উইকিপিডিয়াতে বেশ কয়েকভাবে আপনি নিবন্ধ অনুবাদ করতে পারেন, এখানে একটি উপায় দেখানো হয়েছে। প্রতিযোগিতায় আপনাকে শুধুমাত্র তালিকার নিবন্ধই অনুবাদ করতে হবে। প্রথমে তালিকাতে প্রবেশ করুন। একটি লাল লিংক যুক্ত নিবন্ধ বেছে নিন এবং লিংকে ক্লিক করুন। উদাহরণস্বরুপ, আমরা ব্লকচেইন নিবন্ধটি তৈরি করবো। ব্লকচেইনে ক্লিক করলে এই চিত্রের মত দেখাবে (আপনার যদি এই চিত্রের মত না দেখায় সেক্ষেত্রে ঘাবড়ে যাবেন না, দ্বিতীয় টিউটোরিয়ালটির ৩ নাম্বার চিত্রটি দেখুন)। চিত্রে দুটি উপায়ে অনুবাদ করার বাক্স প্রদর্শিত হচ্ছে। এই টিউটোরিয়ালে আমরা সম্পাদনা শুরু করুন-এ ক্লিক করবো। যদি আপনি উৎস সম্পাদকে যান-এ ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে এই দ্বিতীয় টিউটোরিয়ালটি দেখতে হবে।
সম্পাদনা শুরু করুন-এ ক্লিক করার পর এই চিত্রের মত একটি উইন্ডো আসবে। এবার লক্ষ্য করুন, ডানপাশে ব্লকচেইন শিরোনামের নিচে “ক্লিক করুন” এবং সেখানেই আপনি লিখতে পারবেন।
এবার আপনার লেখা যুক্ত করে উপরে ডানপাশে এই চিত্রের ন্যায় পাতা প্রকাশ করুন-এ ক্লিক করুন।
পাতা প্রকাশ করুন-এ ক্লিক করার পর এরকম একটি বাক্স আসবে। বাক্সের সম্পাদনা সারাংশ ঘরে কিছু একটা লিখুন, যেহেতু আমরা নতুন নিবন্ধ তৈরি করছি সেহেতু লিখতে পারেন “নতুন পাতা”। এরপর পুনরায় পাতা প্রকাশ করুন-এ ক্লিক করুন। আপনার নিবন্ধটি সাথে সাথেই বাংলা উইকিপিডিয়াতে প্রকাশিত হবে।
ইতিমধ্যে প্রকাশ হওয়া পাতাতে আরও তথ্য যুক্ত করতে উক্ত পাতাতে যান এবং পাতার উপরে সম্পাদনা ট্যাবে ক্লিক করুন। পাতাটি পুনরায় সম্পাদনা মুডে চলে আসবে। এবার নতুন তথ্য যুক্ত করে পুনরায় পূর্বের মত পাতাটি প্রকাশ করুন।