ব্যবহারকারী:Mufti huzaifah quasim/খেলাঘর

মাওলানা আবু তাহের মিছবাহ

সম্পাদনা
মাওলানা আবু তাহের মিছবাহ
জন্ম
আবু তাহের। ‘মাওলানা’ তাঁর শিক্ষাউপাধি। ‘মিছবাহ’ পিতার দিকে সম্বন্ধ করে।

(১৯৫৬-০৩-০৬)৬ মার্চ ১৯৫৬
কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনায়। হুযূর এখনও জীবিত আছেন। আল্লাহ তাআলা তাঁর ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাদাওরাতুল হাদীস
মাতৃশিক্ষায়তনজামি‘আ কুরআনিয়া লালবাগ, ঢাকা
জামি‘আ নূরিয়া, আশরাফাবাদ কামরাঙ্গিরচর, ঢাকা
জামি‘আ ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম (১৯৭৭ঈ)
পেশাঅধ্যাপনা, শিক্ষাগবেষণা ও রচনা, সমাজসেবা
কর্মজীবন১. জামি‘আ ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসা (নিয়মতান্ত্রিক পড়াশোনা সম্পন্ন হওয়ার পরপরই)

২. জামি‘আ নূরিয়া, আশরাফাবাদ কামরাঙ্গিরচর, ঢাকা (১৪১২ হিজরী-১৯৯২ঈ. পর্যন্ত)

৩. প্রতিষ্ঠাতা পরিচালক (বর্তমান)- মাদরাসাতুল মাদীনাহ (প্রথমে) আশরাফাবাদ, কামরাঙ্গিরচর, -(বর্তমানে) হযরতপুর, কেরাণিগঞ্জ
পরিচিতির কারণশিক্ষাসংস্কারক, সমাজ সংস্কারক, লেখক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক।
উল্লেখযোগ্য কর্ম
‘মাদানী নিসাব’ নামে একটি স্বতন্ত্র মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রবর্তক। মাদরাসাতুল মাদীনাহ-নামে একটি ব্যতিক্রমধর্মী মাদরাসার প্রতিষ্ঠাতা
উপাধিআদীব হুযূর
সন্তানদুই কন্যা এবং এক পুত্রের জনক। উম্মে কুলসুম লুবাইনাহ, আমাতুল্লাহ তাসনীম সাফফানা, মুহাম্মাদ মিছবাহ
পিতা-মাতা
  • মাওলানা মিছবাহুল হক (পিতা)

মাওলানা আবু তাহের মিছবাহ (‘মাওলানা’ এটি তাঁর শিক্ষাগত পদবী। ‘মিছবাহ’ তাঁর পিতার দিকে সম্বন্ধ করে যুক্ত করা।)

মাওলানা মিসবাহুল হক

৬ই মার্চ ১৯৫৬ঈ.

শিক্ষা

সম্পাদনা

জামি‘আ কুরআনিয়া লালবাগ, ঢাকা

কিতাব বিভাগ-

সম্পাদনা

জামা‘আতে কাফিয়া পর্যন্ত: জামি‘আ নূরিয়া, আশরাফাবাদ কামরাঙ্গিরচর, ঢাকা

শরহে জামি থেকে জালালাইন:  জামি‘আ কুরআনিয়া লালবাগ, ঢাকা

মিশকাত ও দাওরায়ে হাদীস: জামি‘আ ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম (১৯৭৭ঈ)

কর্মজীবন

সম্পাদনা

শিক্ষকতা-

সম্পাদনা

১. জামি‘আ ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসা (নিয়মতান্ত্রিক পড়াশোনা সম্পন্ন হওয়ার পরপরই)

২. জামি‘আ নূরিয়া, আশরাফাবাদ কামরাঙ্গিরচর, ঢাকা (১৪১২ হিজরী-১৯৯২ঈ. পর্যন্ত)

৩. প্রতিষ্ঠাতা পরিচালক (বর্তমান)- মাদরাসাতুল মাদীনাহ (প্রথম ঠিকানা) আশরাফাবাদ, কামরাঙ্গিরচর, -(বর্তমান ঠিকানা) হযরতপুর, কেরাণিগঞ্জ [১] [২]

মাদরাসাতুল মাদীনাহ

সম্পাদনা

যাঁদের দ্বারা তিনি অনুপ্রাণিত

সম্পাদনা

১. মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফিজ্জী

২. মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাভী

৩. মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী

৪. মাওলানা সুলতান যাওক নাদাভী

রচনাকর্ম

সম্পাদনা

নিসাবী কিতাবসমূহ:

সম্পাদনা

১) এসো কোরআন শিখি-১ (দারুল কলম, রজব ১৪২৫হি.)


২) এসো কোরআন শিখি-২ (দারুল কলম, জুমাদাল উখরা ১৪২৬ হি.)


৩) এসো কোরআন শিখি-৩ (দারুল কলম, রামাযান ১৪২৮ হি.)


৪) এসো কোরআন শিখি-৪ (দারুল কলম, রবীউল আউয়াল ১৪৩৪ হি.)


৫) الطريق إلى تفسير القرآن الكريم-١ (দারুল কলম, শা‘বান ১৪৩৬ হি.)


৬)الطريق إلى تفسير القرآن الكريم-٢ (দারুল কলম, রবিউল আউয়াল ১৪৩৭ হি.)


৭) الطريق إلى تفسير القرآن الكريم-٣ (দারুল কলম, শা‘বান ১৪৩৭হি.)

৮) এসো আরবী শিখি(১-৩) (দারুল কলম, প্রথম প্রকাশ- রামাযান ১৪০০হি., পঞ্চম সংস্করণ-রামাযান ১৪২৮হি.)

৯) এসো ছারফ শিখি (দারুল কলম, রজব ১৪২০হি.)

১০) এসো নাহব শিখি (মোহাম্মদী লাইব্রেরী, রবীউছ ছানী ১৪১৫হি. / দারুল কলম,পরিমার্জিত সংস্করণ রামাযান১৪৩১ হি.)


১১) এসো বালাগাত শিখি-১ (দারুল কলম, রামাযান ১৪১৯হি.)


১২) এসো ফিকহ শিখি-১ (দারুল কলম, শাওয়াল ১৪২৪হি.)


১৩) التمرين الكتابي على الطريق إلى العربية (দারুল কলম, প্রথম প্রকাশ -শাওয়াল ১৪১৬হি.)


১৪)تيسير الفقه الميسر (মূল-শফীকুর রহমান নদভী, দারুল কলম, রবীউল আউয়াল ১৪৩৬)


১৫)(التعليق على "قصص النبيين للأطفال" (الجزء الأول ،الثاني،الثالث (দারুল কলম, রামাযান ১৪৩৬ হি.)


১৬)এসো উর্দ‚ শিখি-১ (দারুল কলম, যিলক্বদ ১৪৩৩ হি.)


১৭)(مختصر القدوري (في ثوبه الجديد (প্রকাশিতব্য)


১৮)  (القراءة الراشدة (مع إضافات مفيدة (প্রকাশিতব্য)

১৯)আমাদের আল্লাহ (দারুল কলম, যিলহজ্ব ১৪৩৭ হি.)


২০)বাংলায় বিসমিল্লাহ-১ (দারুল কলম, যিলহজ্ব ১৪৩৭হি.)


২১) বাংলায় বিসমিল্লাহ-২ (দারুল কলম, জুমাদাল উলা ১৪৩৮হি.)


২২) কায়েদায় বিসমিল্লাহ (দারুল কলম, রাজাব ১৪৩৮হি.)


২৩) নাযেরায় বিসমিল্লাহ (দারুল কলম, সফর ১৪৩৯হি.)

মৌলিক গ্রন্থ ও পত্রিকাসমূহ:

সম্পাদনা

১)পুষ্পপসমগ্র(প্রথম প্রকাশনা) (দারুল কলম, রজব ১৪২৮হি.)


২)পুষ্পপসমগ্র(দ্বিতীয় প্রকাশনা) (দারুল কলম, শা‘বান ১৪২৮ হি.)


৩)পুষ্পপসমগ্র(তৃতীয় প্রকাশনা)


৪)চাঁদ দু’টুকরো হলো (দারুল কলম, যিলক্বাদ ১৪১০)


৫)আল মানার(আরবী-বাংলা)অভিধান (মোহাম্মদী লাইব্রেরী, শা‘বান ১৪২০ হি.)


৬)আল মানার আধুনিক বাংলা-আরবী অভিধান (মোহাম্মদী লাইব্রেরী, ১৯৯৯ ইং)


৭)বাইতুল্লাহর মুসাফির (হজ্বের সফরনামা) (দারুল কলম, রামাযান ১৪৩০ হি.)


৮)বাইতুল্লাহর ছায়ায় (দারুল কলম, ১৪৩৭ হি.)


৯)ইসলামকে জানতে হলে (দারুল কলম, যিলহজ্জ ১৪৩৫ হি.)


১০)এসো কলম মেরামত করি (নাদিয়া বুক কর্নার, জানুয়ারি ২০০৮/ দারুল কলম, আমূল পরিবর্তিত সংস্করণ- জুমাদাল উলা

১৪৩১হি., এপ্রিল ২০১০ ইং)


১১)শিশু আকীদা সিরিজ (দারুল কলম)

  (১-৪, প্রথম প্রকাশ-১৪১৯ হি., দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ-১৪২০)

  (৫-৮, প্রথম প্রকাশ -১৪২০ হি., দ্বিতীয় পরি.- ১৪২১, তৃতীয় পরি.-১৪২৩)

  (৯-১০,  প্রথম প্রকাশ -১৪২০ হি., দ্বিতীয় পরি.- ১৪২১)

বর্তমানেে “ছোটদের আকীদা সিলসিলা” নামে এটির নতুন সম্পাদিত সংস্করণ প্রকাশিত হয়েছে। ১২)ছোটদের ফাযায়েল সিরিজ(১-৪)

(দারুল কলম, শাওয়াল ১৪২৩হি.)


১৩)শিশু সীরাত সিরিজ( দারুল কলম)

  (১-৪র্থ, শা‘বান ১৪২১ হি.)

  (৫ম-৬ষ্ঠ, ১৪২২)

  (৭ম, মুহাররম১৪২১)

  (৮ম, শা‘বান১৪২১)

  (৯ম -১০ম, রবিউল আউয়াল ১৪২৩)


১৪)আদর্শ তালিবুল ইলমের আদর্শ ছুটি(/বিরতি)

(দারুল কলম, যিলহজ্জ ১৪১৫হি.)


১৫)দরদী মালীর কথা শোনো!(১)

(দারুল কলম, যিলহাজ্ব ১৪৩৭ হি.)


১৬) দরদী মালীর কথা শোনো!(২)

(দারুল কলম, শা‘বান ১৪৩৮ হি.)


১৭) দরদী মালীর কথা শোনো!(৩)

(দারুল কলম, জুমাদাল আখিরাহ ১৪৪০ হি.)


১৮)তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে(সফরনামা)

(দারুল কলম, রামাযান ১৪৩৭ হি.)


مجموعة "القلم"(قد جمعها بعض الطلاب) (১৯

  (জসিম ফটোকপি, নীলক্ষেত এ পাওয়া যায়)


২০)حياة الرسول -صلى الله عليه و سلم- للأطفال

      (دار القلم، ربيع الأول ١٤٠٧)


২১) و جاء أبو بكر رضي الله عنه

বাংলা রচনা-আদীব হুযূর(মাওলানা আবু তাহের মিছবাহ হাফিযাহুল্লাহ)

ভাষান্তর-মীযান জামাতের তৎকালীন ছাত্রবৃন্দ, জামেয়া নূরিয়া


২২)و أسلم عمر رضي الله عنه

বাংলা রচনা-আদীব হুযূর(মাওলানা আবু তাহের মিছবাহ হাফিযাহুল্লাহ)

ভাষান্তর-আরবী ১ম বর্ষের তৎকালীন ছাত্রবৃন্দ, জামেয়া নূরিয়া


২৩)...أحد... أحد


২৪)فوق الصليب


২৫)الباعث عن الحق


২৬)"مجموعة مجلة "اقرأ

( জসিম ফটোকপি, নীলক্ষেত এ পাওয়া যায়)

অনূদিত গ্রন্থসমূহ:

সম্পাদনা

১)প্রাচ্যের উপহার

-মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি

(মুহাম্মদ ব্রাদার্স, শা ‘বান ১৪৩৩ হি.  বাংলার উপহার২৩-৫৯পৃ.পাকিস্তানি ভাইদের উদ্দেশ্যে ২৩৫

-৪০৬পৃ./ইফাবা, ১-৪৮পৃ. এবং ২২৫-৪১২পৃ., জমাদিউস সানী ১৪১১)


২)কবুল করুন আপনার আমানত

-মূল- মাওলানা কালীম সিদ্দীকী, হাফিযাহুল্লাহ

(দারুল কলম, রামাযান ১৪৩৫)


৩)ইসলামী রেনেসাঁর অগ্রপথিক(দ্বিতীয় খণ্ড) (ইফাবা, মুহাররম ১৪১১ হি.)

সংগ্রামী সাধকদের ইতিহাস(আংশিক) (মুহাম্মদ ব্রাদার্স, রবীউস সানী ১৪৩৩)

  মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি


৪)আরকানে আরবা‘আ

মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি

(ইফাবা, রবীউল আউয়াল১৪০৮হি. / মুহাম্মদ ব্রাদার্স, রবীউস সানী ১৪৩৩)


৪)হযরত আলী রা.জীবন ও খিলাফত

মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি

(ইফাবা, রবীউল আউয়াল ১৪২৫হি.)


৫)মাকামে সাহাবা ও কারামাতে সাহাবা

মূল- মুফতী শফী সাহেব -রহমাতুল্লাহি আলাইহি ও হাকীমুল উম্মাত মাওলানা আশরাফ            

     আলী থানভী -কুদ্দিসা সির্রুহু

(মোহাম্মদী লাইব্রেরী, মার্চ ২০০৫ ইং)


৬)গীবত

মূল- আল্লামা আব্দুল হাই লখনবী -রহিমাহুল্লাহ

(কুতুবখানায়ে রশীদিয়া, ১ম প্রকাশ-মুহাররম ১৪০৪হি., ২য়- রবীউস সানী ১৪০৯)


৭)হযরত মাওলানা ইলয়াস র. ও তাঁর দ্বীনী দাওয়াত

মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি

(মোহাম্মদীবুক হাউস, সর্বশেষ প্রকাশ-জানুয়ারি ২০১২ইং)


৮)সুন্নাতে রাসূল

মূল- মাওলানা হাকীম আখতার ছাহেব -রহিমাহুল্লাহ-

(মুজাহিদ প্রকাশনী, ১ম-মুহাররম ১৪১৩হি., ২য়- ফেব্রুয়ারি ২০১০ইং)


৯)তোমাকে ভালবাসি হে নবী!

মূল-গুরুদত্ত সিং

(দারুলকাউসার, ১ম-জুলাই ১৯৯৮ ইং/ দারুল কলম, ২য়-১৪২৩হি., ৫ম- রবীউস সানী ১৪২৮হি.)


১০)ইতিহাসের কাঠগড়ায় হযরত মু‘আবিয়া রা.

মূল-শাইখুল ইসলাম তাকী উসমানী -হাফিযাহুল্লাহ-

(ইসলামী একাডেমী, ২য়-জানুয়ারি ১৯৯১ইং/ কুতুবখানায়ে রশীদিয়া, ৬ষ্ঠ- সেপ্টেম্বর২০০৩/দারুল কলম, ২য় পরিমার্জিত সংস্করণ- ১৪২৪)


১১)দুহাল ইসলাম(ইসলামের দ্বিপ্রহর)

মূল-ড. আহমদ আমীন

(১ম খণ্ড, ইফাবা, মুহাররম ১৪১৫ হি.)

(২য় খণ্ড, রবীউল আউয়াল ১৪২৩)

(৩য় খণ্ড, সফর ১৪২৫)


১২)ফাযায়েলে সাদাকাত

মূল-শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া -রহিমাহুল্লাহ-

(১ম খণ্ড, মোহাম্মদী লাইব্রেরী, প্রকাশকাল...)

(২য় খণ্ড, মোহাম্মদী লাইব্রেরী, জুমাদাল উখরা ১৪১৫হি.)


১৩)দাওয়াত ও তাবলীগের ছয় উছ‚ল সম্পর্কিত নির্বাচিত হাদীছ( মুন্তাখাব হাদীস)

মূল-সংকলন- মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলবী -রহিমাহুল্লাহ

উর্দ‚ অনুবাদ- মাওলানা মুহাম্মদ সা‘আদ কান্ধলবী-দামাত বারাকাতুহুম

(নামায, মোহাম্মদী লাইব্রেরী, যিলহজ্জ১৪২১হি.)

(ইলম ও যিকির, রবীউস সানী ১৪২২)

(ইকরামে মুসলিম, শা‘বান ১৪২২)


১৪)মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কী ক্ষতি হলো?

মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি

(দারুল কলম, শাওয়াল ১৪৩৪হি.)


১৫)ই‘লাউস সুনান(সুন্নাহর মর্যাদা)(৬ষ্ঠ খণ্ড)

মূল- আল্লামা যফর আহমদ উসমানী- কুদ্দিসা সির্রুহু-

(ইফাবা, রামাযান১৪৩১হি.)


১৬)তালিবানে ইলমের রাহে মনযিল

মূল-মাওলানা মানযূর নোমানী -রহিমাহুল্লাহ

(মাকতাবাতুল আশরাফ, যিলক্বদ১৪৩১ হি.)


১৭)সুনানু ইবনে মাজাহ(৩য় খণ্ড)

মূল -সংকলন-আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনে মাজাহ -রহিমাহুমুল্লাহ

(ইফাবা, যিলহজ্জ ১৪২৩ হি.)


১৮)আল হিদায়া

মূল-বুরহানুদ্দীন আলী বিন আবু বকর -রহিমাহুমুল্লাহ

(১ম খণ্ড, ইফাবা, ১ম-জানু.১৯৯৮, ৪র্থ-মে২০০৭ ইং)

(২য় খণ্ড, ১ম-জানু.১৯৯৮, ৪র্থ-জুন২০০৭)

(৩য় খণ্ড, ১ম-জুন২০০১, ৩য়-জানু.২০০৭)

(৪র্থ খণ্ড আংশিক, ডিসে.২০০১)


১৯)রিয়াযুছ-ছালিহীন

মূল- ইমাম ইয়াহয়া বিন শরফ নববী -রহিমাহুল্লাহ

(১ম খণ্ড, মোহাম্মদী লাইব্রেরী, রবীউল আউয়াল ১৪১৭হি. / ২য় খণ্ড, শা‘বান১৪২৪)


২০)মসজিদের মর্মবাণী(৫টি প্রবন্ধ)

মূল-বুহূসু মু‘তামারি রিসালাতুল মাসজিদ

(ইফাবা, মুহাররম ১৪০৩হি.)


২১)মাযহাব কী ও কেন?(প্রথম অংশ)

মূল-শাইখুল ইসলাম তাকী উসমানী -হাফিযাহুল্লাহ

(মোহাম্মদীবুক হাউস, প্রকাশকাল...)


২২)ফাযায়েলে নামায

মূল -শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া -রহিমাহুল্লাহ

(মোহাম্মদীলাইব্রেরী, শা‘বান১৪১৪ হি.)


২৩)ফাযায়েলে তাবলীগ

মূল -শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া -রহিমাহুল্লাহ

(মোহাম্মদীলাইব্রেরী, শা‘বান১৪১৪হি.)


২৪)হেকায়েতে সাহাবা

মূল -শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া -রহিমাহুল্লাহ

(মোহাম্মদীলাইব্রেরী, শা‘বান ১৪১৪ হি.)


২৫)মুসলমানোঁ কা মাওযূদা পস্তী কা ওয়াহেদ এলাজ(অধঃপতনের একমাত্র কারণ)

মূল-মাওলানা এহতেশামুল হক কান্ধলবী -রহিমাহুল্লাহ

(মোহাম্মদীলাইব্রেরী, শা‘বান ১৪১৪ হি.)


২৬)তালিবে ইলমের জীবন পথের পাথেয়

মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি

(দারুল কলম, ১৪২৩ হি.)


২৭) আল্লামা তাক্বী উছমানীর আত্মজীবনী ‘ইয়াদেঁ’-এর অনুবাদ আমার স্মৃতি কিছু সুখের, কিছু দুঃখের

মূল-আল্লামা তাক্বী উছমানী দামাত বারাকাতুহুম

(দারুল কলম, ১৪৪৩ হিজরী/২০২১ঈসায়ী)

সম্পাদিত গ্রন্থসমূহ:

সম্পাদনা

১)তাফসীরে মাজেদী

মূল- মাওলানা আব্দুল মাজেদ দরীয়াবাদী -রহিমাহুল্লাহ

অনুবাদ- মাওলানা ওবাইদুর রহমান মল্লিক

(ইফাবা, জুমাদাল উলা ১৪১৫ হি.)


২)ফাতাওয়ায়ে আলমগীরী

৩য় খণ্ডের অনুবাদ- মাওলানা ইসহাক ফরিদী, মোহাম্মদ উল্লাহ

(ইফাবা, যিলহজ্জ ১৪২৩হি.)

৪র্থ ও ৫ম খণ্ডের অনুবাদ- মাওলানা ইসহাক ফরিদী, আ.ব.ম. সাইফুল ইসলাম, হাসান রহমতী

(ইফাবা, শাওয়াল ১৪২৪ হি.)

সম্পাদনা-মাওলানা কাজী মু‘তাসিম বিল্লাহ-রহিমাহুল্লাহ, মাওলানা আবু তাহের মিছবাহ -হাফিযাহুল্লাহ


৩)ই‘লাউ¯ সুনান(সুন্নাহর মর্যাদা)(৪র্থ খণ্ড)

মূল-আল্লামা যফর আহমদ উসমানী -রহিমাহুল্লাহ

(ইফাবা, রবীউল আউয়াল ১৪২৬ হি.)


৪)হাদীসের আলো জীবনের পাথেয়(ব্যাখ্যাসহ)

তরজমা-উম্মে আব্দুল্লাহ

(দারুল কলম, রজব১৪৩২ হি.)


৫)(ইসলাহী মাজালিস) তাওবা ইস্তিগফারের হাকীকত

মূল-শাইখুল ইসলাম তাকী উসমানী -হাফিযাহুল্লাহ

তরজমা-আমাতুল্লাহ তাসনীম উম্মে আফনান

(দারুল কলম, সফর ১৪৩৪ হি.)


৬)আমার ঈমান

মূল-মাওলানা ইয়াহয়া-রহিমাহুল্লাহ

(দারুল কলম, জুমাদাল উলা ১৪৩৫ হি.)


৭)আল্লাহর ঘরে বান্দার হাযিরি

মূল- সাইয়্যিদ আবুল হাসান আলী নাদাবী -রহমাতুল্লাহি আলাইহি

অনুবাদ-মাদরাসাতুল মাদীনাহর ফারেগীন ১৪২৮/২৯ হি.

(শা‘বান ১৪২৯ হি.)


৮)হায়াতে মুহাদ্দিস র.(স্মারক অংশ)

(মাকতাবাতুল আশরাফ, সেপ্টেম্বর ২০১৪ইং)[১]


৯)গল্পে আঁকা ইতিহাস(প্রথম কয়েক খণ্ড)

মূল-শায়খ আলী তানতাভী-রহিমাহুল্লাহ

অনুবাদ-ইয়াহইয়া ইউসুফ নদভী -দামাত বারাকাতুহুম

(কিতাব কানন,জানু.২০০০ ইং)


১০) প্রচলিত জাল হাদীস(১ম খণ্ড)

(মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া) বিশেষ দ্রষ্টব্য

বিশেষ দ্রষ্টব্য

১- আদীব হুযূরের উপরোক্ত সবগুলো কিতাব বর্তমানে পাওয়া যায় না। কিছু দুর্লভ কিতাবও তালিকাভুক্ত হয়েছে।


২- তালিকাটিতে পরিমার্জন করা হয়েছে তবু এখনো আরো কিছু বিন্যাসের দাবী রাখে। কারো দৃষ্টিতে কোন ভুল ধরা পড়লে বা নতুন কোন কিতাবের তথ্য জানা থাকলে দৃষ্টি আকর্ষণ করলে উপকৃত হবো।


৩-যেকোন ইসলামী লাইব্রেরীতে আদীব হুযূরের কিতাব পাওয়া যায়। তবে কেউ সরাসরি কিতাব নিতে চাইলে মাদরাসাতুল মাদীনাহ (আশরাফাবাদ ও হযরতপুর উভয় শাখা) যোগাযোগ করতে পারেন। সেইসাথে নিম্নোক্ত মাকতাবাটিতেও যোগাযোগ করতে পারেন।  এটি দারুলকলমের একমাত্র নিজস্ব বিতরণ কেন্দ্র।- মাকতাবা সাব‘আ সানাবিল, ইসলামী টাওয়ার ১১/১, ২য় তলা বাংলাবাজার,ঢাকা

ফোন-৯৫১৪৫৬৬,০১৬৭৫৪৭৭৯৪৪

-অনলাইনেও হুযূরের বই পাওয়া যায়


৪-আদীব হুযূরের কিতাবের খুচরা হাদিয়া গায়ের রেটই। এ পদ্ধতিতে বিশেষভাবে পাঠকস্বার্থ রক্ষিত হয় আর ব্যবসায়ীর লাভও সীমিত থাকে। নতুদের জন্য বিষয়টা ব্যাখ্যাসাপেক্ষ তবে সচেতন পাঠকমাত্রই বুঝতে পারবেন।


৫- উপর্যুক্ত পদ্ধতিতে ব্যবসায়ীদের লাভ সীমিত হয় বলে অনেক ব্যবসায়ী বিনা অনুমতিতে ছাপানো মুদ্রিত ‘মূল্য’ মুছে ফেলা ইত্যাদি বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়। সুতরাং এ বিষয়ে সবার সচেতনতা কাম্য।


সংকলনে-হুযাইফাহ কাসিম, আহমাদ মূছা(হুযাইফাহ), আবু ‍উবাইদাহ বিন কাসিম, মু‘আয বিন কাসিম।

-

বই তালিকার পিডিএফ ফাইলটি এই লিংক থেকে ডাউনলোড করুন- [৫]

হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী হুযূর রহিমাহুমুল্লাহ

  1. হায়াতে মুহাদ্দিস ছাহেব রহ. (২০১৪)। মাওলানা হিফজুর রহমান (পৃষ্ঠপোষক)। মাকতাবাতুল আশরাফ। আইএসবিএন 978-984-8950-49-4 
  2. মাযহাব কী ও কেন (পুনঃপ্রকাশ-২০২০)। মাওলানা তাকী উসমানী। মোহাম্মদী বুক হাউস। আইএসবিএন 978-984-90011-4-6 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: checksum (সাহায্য)  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)