ব্যবহারকারী:Mubarak Salman/খেলাঘর

কাজলদিঘী

বাংলাদেশের বগুড়া অঞ্চলের একটি ছোট্ট ছায়াঘেরা গ্রাম বাউস্ত। বর্তমানে প্রায় ৭৫ ঘর লোক বাস করে এ গ্রামে।

ধারণা করা হয় যে প্রায় দুই হাজার বছর পূর্বে এ গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে যেত কলনদী। এ নদীর স্মারক হিসেবে এখনো একটি পুকুরের আকারে এর অবশেষ দেখা যায়। এ অবশেষের পাশ দিয়ে এখনো নিচু ভূমি প্রত্যক্ষ করা যায়। প্রায় নদীর আকারে একটি বিশাল অংশ এখনো বিল হিসেবে পরিচিত হয়ে আছে। বর্ষাকালে সাধারণত বেশ কিছুদিন পানি থাকে। ছোটখাটো বন্যাও হয়ে থাকে প্রাচীন সেই কল নদীর বুকজুড়ে, যা বর্তমানের বিল নামে পরিচিত। কলনদীর অবস্থান গ্রামের পশ্চিম দিকে। গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে কাজলদিঘী।

কাজলদিঘী আজও রয়েছে তার আপন অবস্থায় বয়সের দিক দিয়ে কাজলদিঘী কলনদীর চেয়ে প্রায় ৫০০ বছরের নবীন। বলা হয়ে থাকে যে, কাজলদীঘির সঙ্গে কলনদীর যোগ ছিল। ধীরে ধীরে তা হারিয়ে যায় এবং কাজলদিঘী স্বতন্ত্রভাবে নিজেকে ধরে রাখে। কাজদিঘীর ঠিক উপরেই মিনাপাড়ার অবস্থান। এখানে রাজবাড়ি ছিল। এই রাজবাড়ির অন্তঃপুরের রমণীগণ কাজলদীঘিতে স্নান করতেন।