ব্যবহারকারী:Mr. Krishor/লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের প্রতিমাসে নগদ আর্থিক সহযোগিতা জন্য পশ্চিমবঙ্গ সরকার ২০২১ সালে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের নাম রাখা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের প্রধান উদেশ্য হল মহিলাদের আর্থিক সহযোগিতা করা। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।


প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
অবস্থান পশ্চিমবঙ্গ
মালিক পশ্চিমবঙ্গ সরকার
দেশ ভারত
আবেদনকারী মহিলা ও মেয়ে
বয়স 25 থেকে 60 বৎসর
আবেদনদের অবস্থান দুয়ারে সরকার ক্যাম্প
ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/login


লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যোগ্যতা

সম্পাদনা

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে সেগুলি প্রয়োজন।

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া চাই।
  • আবেদনকারীর বয়স 25 থেকে 60 এর মধ্যে হতে হবে।
  • স্বাস্থ্যসাথী কার্ড লাগবে।
  • পরিবারের চাকরি থাকলে আবেদন করতে পারবে না।
  • 2হেক্টর এর বেশি জমি থাকলে আবেদন করা যাবে না।
  • কাস্ট সার্টিফিকেট থাকলে তা লাগবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা

সম্পাদনা

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দুইভাবে দেওয়া হয় এক যাদের এসসি(SC) বা এসটি(ST) সার্টিফিকেট হয়েছে তাদেরকে এক হাজার টাকা এবং যাদের নেই তাদেরকে সাধারণ হিসাবে ৫০০ টাকা করে নিজ নিজে ব্যাঙ্ক একাউন্ট এ সরাসরি দেওয়া হয়ে থাকে।

  • প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হবে SC/ST সম্প্রদায়ের মহিলাদের জন্য।
  • প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হবে সবাইকে।

আবেদন পদ্ধতি

সম্পাদনা

এই প্রকল্পের জন্য আপনাকে আবেদন করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয়। তাই যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখন এই প্রকল্পের সুবিধা পেতে ফর্ম জমা করতে পারবেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Lakshmir Bhandar Prakalpa Sarkarisuvidha.in সংগ্রহের তারিখ ২৩  এপ্রিল ২০২২