ব্যবহারকারী:Mehendigonj/খেলাঘর

মেহেন্দিগঞ্জ উপজেলার সংগ্রহীত তথ্য

সম্পাদনা

জেলা বরিশাল, উপজেলা মেহেন্দিগঞ্জ। মেহন্দিগঞ্জ উপজেলাটির উত্তরে রয়েছে হিজলা, পূর্বে ও দক্ষিণে ভোলা সদর উপজেলা, দক্ষিন ও পশ্চিমে বরিশাল সদর ও পশ্চিমে মুলাদী উপজেলা।

আয়তনঃ ৪২৬.৪৫ বর্গকিলোমিটার। বরিশাল জেলা সদর থেকে যার দুরত্ব আনুমানিক ২৯ কিঃমিঃ।

আয়তনঃ ২৩৯.১৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যাঃ ৪,২৭,৯১৩ জন।

পুরুষঃ ২,০২,৩৮৬ জন।

মহিলাঃ ২,২৫,৫২৭ জন।

জনসংখ্যার ঘনত্বঃ ১,৮৪৮ (প্রতি বর্গ কিলোমিটারে।

মোট ভোটার ২,৪৫,৬৪৪ জন, যার মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ভোটার-১,১৭,৫৪০ জন, মহিলা ভোটার-১,২৮,১০৪ জন। জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩০%।

খানাঃ ৮২,৯৭০ টি।

নির্বাচনী এলাকাঃ ১২২ বরিশাল-৪(হিজলা মেহেন্দিগঞ্জ) গ্রামঃ ২১২ টি। মৌজাঃ ১৪২ টি। ইউনিয়নঃ ১৬টি। পৌরসভাঃ ১টি। মসজিদঃ ৪৭১টি,মন্দিরঃ ২৭ টি। হাট-বাজারঃ ৩৪টি, পোষ্ট/ সাব পোষ্ট অফিসঃ ৩৬টি।

মোট কৃষি ভূমিঃ ২৩,৮৩৪ হেক্টর প্রায়। গভীর নলকূপঃ ১২৩ টি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ২০৭ টি। উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা) ৪১টি, উচ্চ বিদ্যালয়(বালিকা) ০৩টি। দাখিল মাদ্রাসাঃ ১৬টি। কলেজ সহপাঠঃ ৯টা বালিকাঃ ১টা। শিক্ষার হার ৬৫%, পুরুষ -৬৮%, মহিলা-৬২%। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ ১টি।