ব্যবহারকারী:Meghmollar2017/খেলাঘর/বাংলা বাগধারার তালিকা (ত-ন)
এখানে ত থেকে ন পর্যন্ত ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হওয়া বাংলা বাগধারার তালিকা দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, এখানে বাংলা ভাষার সমস্ত বাগধারার উদাহরণ সন্নিবেশিত করা সম্ভব হয়নি। আপনি এখানে আরও বাগধারা যোগ করে সাহায্য করতে পারেন।
তসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
তামার বিষ | অর্থের কু-প্রভাব |
তালকানা | বেতাল হওয়া |
তালগোল পাকানো | |
তালপাতার সেপাই | অত্যন্ত রোগা |
তাসের ঘর | ক্ষণস্থায়ী বস্তু |
তিলকে তাল করা | তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখানো |
তিলে তিলে | একটু একটু করে |
তীরে এসে তরী ডোবা | কাজের শেষ দিকে এসে বিফল হওয়া |
তীর্থের কাক | সাগ্রহে প্রতীক্ষাকারী |
তুলসী বনের বাঘ | ভণ্ড |
তুষের আগুন | দুঃসহ যন্ত্রণা |
তেলকামড়া | কাপড়ে তেলের মতো লেগে থাকে এমন, সহজে ছাড়তে চায় না এমন[১] |
তেলাপোকার ঠ্যাং | |
তেলেবেগুনে জ্বলে ওঠা | প্রচণ্ড রাগান্বিত হওয়া |
থসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
থ বনে যাওয়া | স্তম্ভিত হওয়া |
থই থই | পরিপূর্ণ |
থলের বেড়াল | |
থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় | দৈনন্দিন খাদ্য তালিকার একঘেয়েমি, বৈচিত্র্যশূণ্যতা, একঘেয়ে |
দসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
দশ কথা | অনেক কথা, বহুরকম কথা, নিন্দাসূচক কথা, অপবাদপূর্ণ কথা |
দহরম-মহরম | ঘনিষ্ঠ সম্পর্ক |
দা-কুমড়া | ভীষণ শত্রুতা |
দাঁত খোঁটা | খিলাল দিয়ে দাঁতের ফাঁক থেকে ভুক্তাবশিষ্ট খাদ্যকণা বের করা |
দাঁতে কুটা নেওয়া | অত্যধিক বিনয় প্রকাশ, একান্ত হীনতা ও বশ্যতা স্বীকার করা |
দাঁতে দাঁত চাপা | |
দাঁতে দাঁত লাগা | |
দাবার ঘোড়া | |
দিনকে রাত করা | মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যা বানানো |
দিনে দুপুরে ডাকাতি | প্রকাশ্যে ঠকানো |
দিল খোলাসা | দিলখোলা, অকপট, খোলাখুলি[২] |
দু কথা | কিছু কথা, অল্প কথা, স্বল্প কথাবার্তা, কিছু পরিমাণ কড়া কথা, কিছু তিরস্কারপূর্ণ উক্তি |
দু-চার টাকা/ পয়সা | |
দুই কথা শোনানো | |
দুই নৌকায় পা | |
দুধ-কলা দিয়ে সাপ পোষা | না বুঝে কৃতঘ্ন লোকের উপকার করা |
দুধে ভাতে থাকা | সচ্ছল থাকা |
দুধের মাছি | সুসময়ের বন্ধু |
দুধের সাধ ঘোলে মেটানো | অভীষ্ট উৎকৃষ্ট বস্তুর অভাব নিকৃষ্ট বস্তু দিয়ে পূর্ণ করা |
দুমুখো সাপ | দুজনকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী |
ধসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
ধরাকে সরা জ্ঞান করা | সকলকে তুচ্ছ ভাবা |
ধরি মাছ না ছুঁই পানি | কৌশলে কার্যোদ্ধার |
ধর্মপুত্র যুধিষ্ঠির | ভণ্ড |
ধামাধরা | চাটুকারিতা |
ধান ভানতে শিবের গীত | অপ্রাসঙ্গিক বক্তব্য |
ধুন্ধুমার | তুমুল কাণ্ড |
ধোপদুরস্ত | বাবুয়ানি |
নসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
ননীর পুতুল | শ্রমবিমুখ |
নয়-ছয় | অপচয় |
নয়নের মণি | পরম আদরের |
নরম-গরম | মৃদু ও কড়া ভর্ৎসনা |
নাক গলানো | অনধিকার চর্চা |
নাক সিঁটকানো | অবজ্ঞা করা |
নাকানি-চোবানি/ নাকানি-চুবানি | প্রচুর নির্যাতন ভোগ, অশেষ লাঞ্ছনা |
নাকে খত দেওয়া | প্রায়শ্চিত্ত করা |
নাকে মুখে কথা বলা | অতি দ্রুত কথা বলা,অতিমাত্রায় কথা বলা, চঞ্চলতা প্রকাশ পূর্বক কথা বলা, বাচালতা করা |
নাকের জলে/ পানিতে চোখের জলে/ পানিতে করা | ভোগানো, বিপর্যস্ত করা |
নাড়ির টান | মমত্ববোধ |
নানা কথা | |
নারায়ণী সেনা | |
নারীর টান | |
নিজের/ আপনার পায়ে কুড়াল মারা | নিজেই নিজের ক্ষতি বা সর্বনাশ করা |
নুন/ নিমক খাওয়া | উপকার পাওয়া, উপকৃত হওয়া |
নেই আঁকড়া | একগুঁয়ে |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫২।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩৪।