ব্যবহারকারী:Meghmollar2017/খেলাঘর/বাংলা বাগধারার তালিকা (ক-ঙ)
এখানে ক-ঙ পর্যন্ত ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হওয়া বাংলা বাগধারার তালিকা দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, এখানে বাংলা ভাষার সমস্ত বাগধারার উদাহরণ সন্নিবেশিত করা সম্ভব হয়নি। আপনি এখানে আরও বাগধারা যোগ করে সাহায্য করতে পারেন।
কসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
ক অক্ষর গোমাংস | বর্ণপরিচয়হীন মূর্খ |
কংস মামা | নির্মম আত্মীয় |
কখনো কখনো | কোনো কোনো সময়ে |
কখনো সখনো | কালেভদ্রে, কদাচিৎ, মাঝে মাঝে ক্বচিৎ |
কঙ্কালসার | অস্থিসার, অত্যন্ত শীর্ণ |
কচকচানি | বিরক্তিকর দীর্ঘ বা একঘেয়ে বক্তৃতা বা উপদেশ[১] |
কচলাকচলি | দর কষাকষি, কোনো বিষয় নিয়ে অপর পক্ষের সঙ্গে বিস্তর বাক্যব্যয় দ্বারা সুবিধা আদায়ের চেষ্টা |
কচি খোকা | অবোধ শিশু, অপরিণতবুদ্ধিসম্পন্ন লোক[২] |
কচিকাঁচা | ছোট ছোট ছেলেমেয়ে, অল্পবয়স্ক বালকবালিকা[২] |
কচু | কিছুই না[২] |
কচু বনে কালাচাঁদ | অপদার্থ |
কচুকাটা | খণ্ডবিখণ্ড, অবলীলাক্রমে খণ্ডিত[২] |
কচুঘেঁচু | তুচ্ছ জিনিস, বাজে জিনিস |
কচুপোড়া | অখাদ্য, কিছুই না[২] |
কচেবারো | সুবিধার দান, সহজলভ্য সুযোগ |
কচ্ছপের কামড় | যা সহজে ছাড়ে না |
কটুকাটব্য | কড়া কথা, গালিগালাজ, রূঢ় বাক্য[৩] |
কড়াক্রান্তি | সামান্য কোনোকিসছু, বিন্দুবিসর্গ |
কড়াক্রান্তি হিসাব | পাই পয়সা পর্যন্ত হিসাব, অত্যন্ত সূক্ষ্ম হিসাব, নিঃশেষে সম্পূর্ণ হিসাব, নিখুঁত[৪] |
কড়ায় গণ্ডায় | নিঃশেষে,[৪] হিসাবের শেষ কপর্দক পর্যন্ত |
কড়ি গোনা, কড়ি কাঠ গোনা | বেকার অবস্থাযাপন, কর্মহীন অলস অবসরযাপন, নিষ্কর্মা বসে থাকা |
কণ্টকময় | দুর্গম |
কণ্টকশয্যা | যন্ত্রণার অবস্থা, দুঃসহ অবস্থা |
কত কত | বহু, ঢের, অনেক রকমের |
কত ধানে কত চাল | হিসাব করে চলা |
কতশত | অগণ্য, বহু, অসংখ্য |
কতো করে | বহু অনুনয় বিনয়পূর্বক, বহুপ্রকারে, নানাভাবে |
কতো কি | বহু কিছু, নানাকিছু |
কথা আসা | আলোচনা চলা, প্রস্তাব উত্থাপিত হওয়া[৫] |
কথা কাটা | যুক্তি দ্বারা কোনো মত খণ্ডন করা, বিতর্ক উত্থাপন করা, এড়ানোর চেষ্টায় প্রত্যুত্তর করা[৫] |
কথা কাটাকাটি | তর্কবিতর্ক, বাকবিতণ্ডা, বাদানুবাদ, বাকযুদ্ধ |
কথা চালা | এক কান থেকে অন্য কানে সংবাদ রটনা করা, গোপনে খবর ছড়ানো[৫] |
কথা চালাচালি | গোপনে সংবাদের লেনদেন বা লেনদেনের মারফতে গোপন সংবাদ বিস্তার[৫] |
কথা থাকা | আলোচনায় অংশগ্রহণ, আলোচনায় অনুপ্রবেশ, কোনো প্রসঙ্গে লিপ্ত হওয়া[৫] |
কথা দিয়ে কথা নেওয়া | গোপন সংবাদের আভাসে উত্তেজিত করে অপরের গোপনতর সংবাদ বের করা, কৌশলে কথা বলে অপরের মনোভাব জেনে নেওয়া[৫] |
কথা দেওয়া | অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া |
কথা না থাকা | কোনো বিষয়ে জড়িত হওার অনিচ্ছা, কোনো প্রসঙ্গ থেকে দূরে থাকা বা মত প্রকাশে বিরত থাকা[৫] |
কথা পাড়া | প্রসঙ্গ উত্থাপন করা, প্রস্তাব দেওয়া, বিবাহবিষয়ক আলাপ করা |
কথা প্রসঙ্গে | কথাসূত্রে, কথার ধারায় |
কথা ফেলা | অগ্রাহ্য করা, অবহেলা করা, সিদ্ধান্ত প্রকাশ করা[৫] |
কথা ফোটা | বাচন ক্ষমতার উন্মেষ হওয়া, কলহপটুত্ব জন্মানো[৫] |
কথা বাড়ানো | তর্কবিতর্ক প্রলম্বিত করা, সামান্য বিষয়কে অযথা ফেনানো, বাদপ্রতিবাদ দীর্ঘ করা |
কথা বেচে খাওয়া | কথাকুশলতায় জীবিকার্জন, বাকচাতুর্য দ্বারা অর্থসংস্থান করা[৫] |
কথা শোনা | মান্য করা, আদেশ উপদেশ পালন করা |
কথা শোনানো | অপ্রিয় বাক্য বর্ষণ করা, তিরস্কার করা, অপবাদমূলক উক্তি শুনিয়ে দেওয়া |
কথা সরা | বাক্যস্ফূর্তি হওয়া |
কথাবার্তা | কথোপকথন, বাক্যালাপ |
কথামাত্র সার | বাকসর্বস্ব, বাগাড়ম্বর যার একমাত্র আশ্রয়, অন্তঃসারশূণ্য, বাকপটু[৫] |
কথায় কথা বাড়া | উত্তর প্রত্যুত্তরে বাদানুবাদ দীর্ঘ হওয়া |
কথায় কথায় | প্রসঙ্গক্রমে, প্রতি ব্যাপারে, প্রতি ব্যাপারে, সর্বদা |
কথায় চিড়ে ভেজা | সহজে উদ্দেশ্য সিদ্ধি, সহজে অপরকে বশ করার দরুণ কার্যসিদ্ধি |
কথার আঁটুনি | কথার সৌকর্য, বক্তব্যের পরিপাট্য, বাকসংযম[৫] |
কথার কথা | অগভীর উক্তি, মূল্যহীন কথা, নিতান্ত লঘু কথা |
কথার খেলাফ/ খিলাফ | প্রতিশ্রুতি ভঙ্গ, অঙ্গীকারের অন্যথা, চুক্তির ব্যতিক্রম |
কথার গরম | কথায় উগ্র আত্মসচেতনতা, উক্তিতে প্রবল আত্মবোধের প্রকাশ[৫] |
কথার জাহাজ | যার অনর্গল বলে যাওয়ার মতো অফুরন্ত কথা আছে, অফুরন্ত কথা বলার ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি[৫] |
কথার তুবড়ি | কথার দ্রুত ও দুর্বার গতি, সরব দ্রুত কথন[৫] |
কথার ধরন/ ধারা | কথা বলার ছিরি/ ছাঁদ/ গঠন, উদ্দেশ্যের আভাসযুক্ত বাকপ্রণালি[৫] |
কথার ধার না ধারা | গণ্য না করা, অগ্রাহ্য করা |
কথার নড়চড় | প্রতিশ্রুতির ব্যতিক্রম, কথার খেলাফ |
কথার পিঠে কথা | প্রসঙ্গেক্রমে আগত কথা, কথোপকথন ধারায় উত্থিত প্রসঙ্গ[৫] |
কথার ফের | মূল্যবান কথা, যথার্থ কথা |
কথার বাঁধুনি | কথার পরিপাট্য, বাক্যবিন্যাসের চারুতা, কথার কুশ্রীতা, কথার চারুতার অভাব[৫] |
কথার মাথামুন্ডু | কথার পূর্বাপর সঙ্গতি, বক্তব্যের আনুপূর্বিক শৃঙ্খলা[৫] |
কথার মারপ্যাঁচ | কথার কৌশল, কূটকৌশলপূর্ণ বাক্যজাল |
কথার শ্রী/ ছিরি | বাচনভঙ্গির কর্কশতা, কথায় শোভা সৌন্দর্যের বা লালিত্যের অভাব |
কথার হাত পা বের হওয়া | এক কথার (অন্যায়ভাবে) নানা অর্থ হওয়া, একই কথার বিভিন্ন ব্যাখ্যা[৬] |
কদলী প্রদর্শন করা | কলা দেখানো অর্থাৎ ফাঁকি দেওয়া |
কপর্দক | সামান্য পরিমাণ ধন, অর্থের সর্বাপেক্ষা তুচ্ছ পরিমাণ, কড়া পরিমাণ ধন |
কপাল কাটা | অদৃষ্ট মন্দ হওয়া |
কপাল চাপড়ানো | শোকবশত শিরে করাঘাত করা, ভাগ্যকে দোষারোপ করে দুঃখ প্রকাশ করা, হায় হায় করা, আফসোস করা |
কপাল ঠোকা | মাথা খোঁড়া, কাজ আরম্ভ করা, ভাগ্য সম্বন্ধে বৃথা চিন্তা না করে মরিয়া হয়ে কাজে নামা[৭] |
কপাল পোড়া | সৌভাগ্য নষ্ট হওয়া, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটা[৭] |
কপাল ফেরা | ভাগ্যের পরিবর্তন হওয়া, সৌভাগ্যের উদয় হওয়া, অবস্থার উন্নতি হওয়া |
কপাল ভাঙা | সৌভাগ্য নষ্ট হওয়া, অবস্থার অবনতি হওয়া, দুর্গতি হওয়া |
কপালক্রমে | ভাগ্যক্রমে, ভাগ্যবশত, অদৃষ্টের আনুকূল্যবশত, সৌভাগ্যগুণে |
কপালগুণে | সৌভাগ্যবশত, ভাগ্যের জোরে, দুর্ভাগ্যবশত, ভাগ্যের দোষে[৭] |
কপালজোর | অদৃষ্ট বল, প্রবল সৌভাগ্য |
কপালপোড়া | হতভাগ্য, দুর্ভাগ্য |
কপালভাঙা | মন্দ অদৃষ্ট, ভাগ্যহত[৭] |
কপালের খোঁচা/ গেরো/ ফের | দুরদৃষ্ট, মন্দভাগা, ভাগ্যদোষ[৭] |
কপালের লেখা | বিধিলিপি, ভাগ্যলিপি, ভবিতব্য অদৃষ্ট লিখন |
কপোল কল্পনা | উদ্ভট, অবাস্তব কল্পনা, কাল্পনিক রচনা বা কাহিনী, বানানো গল্প, গালগল্প |
কপোলকল্পিত | মনগড়া, অবাস্তব, ভিত্তিহীন |
কবর দেওয়া | বিসর্জন করা, সম্পূর্ণ পরিত্যাগ করা |
কবিকল্পনা | অবাস্তব কল্পনা, মনগড়া কথা |
কবির লড়াই | পরস্পর দোষারোপ ও অপবাদখণ্ডনমূলক উত্তর-প্রত্যুত্তর[৮] |
কবুল করা | স্বীকার করা, মেনে নেওয়া |
কম কম | কিছু কম, অপূর্ণ, পুরোপুরি নয় |
কমআক্কেল | নির্বোধ, বুদ্ধিহীন, বিবেচনাহীন, কাণ্ডজ্ঞানশূণ্য |
কমবেশ মজবুত | টেকসই নয় এমন, অমজবুত, অশক্ত, অদৃঢ়[৯] |
কমসে কম | খুব কম করে ধরেও, সবচেয়ে কমপক্ষে, অন্ততপক্ষে |
অকাজ করা | |
কর্ণপাত | কান দেওয়া, শ্রবণ |
কল টেপা | গোপন মন্ত্র দ্বারা পরিচালনা করা[১০] |
কলকাঠি | |
কলকাঠি নাড়া | কুপরামর্শ দেওয়া |
কলকৌশল | নানা কায়দা, বিবিধ রকম চাতুর্য[১০] |
কলঙ্ক ধরা/ পড়া | কলঙ্কিত হওয়া[১০] |
কলঙ্ক রটানো | দুর্নাম বা নিন্দা ছড়ানো, কারও অসচ্চরিত্রতা সম্বন্ধে প্রচার করা |
কলবল | কায়দা কৌশল, যান্ত্রিক কৌশল[১০] |
কলম পেষা | কেরানিগিরি করা, অবিশ্রাম লেখনি চালনা[১১] |
কলমা পড়া | যথারীতি বিবাহ করা[১১] |
কলমা পড়ানো | যথারীতি বিবাহ দান[১১] |
কলমের খোঁচা | অসৎভাবে সাধিত আদেশ |
কলা খাওয়া | নিরাশ হয়ে ফাঁকিতে পড়া[১২] |
কলা দেখানো | ফাঁকি দেওয়া, ঠকানো |
কলাপোড়া খাও | ফাঁকিতে পড়ো, উৎসন্নে যাও[১২] |
কলুর বলদ | বিনা প্রতিবাদে পরের নির্দেশে অন্ধের মতো পরিশ্রম করে এমন |
কলে পড়া | ছকবাঁধা, গতানুগতিক, নিয়মবদ্ধ[১০] |
কলের পুতুল | স্বকীয়তাশূণ্য, পরমতচারী, স্বকীয় সত্তাহীন আদেশ পালনকারী |
কল্কে পাওয়া | আসরে মর্যাদা পাওয়া, খাতির যত্ন পাওয়া, সম্মান পাওয়া, পাত্তা পাওয়া |
কল্পতরু, কল্পদ্রুম | আকাঙ্ক্ষিত বস্তু বিতরণে মুক্তহস্ত |
কষ্টিপাথর | |
কষ্টেসৃষ্টে | দূঃখের মধ্য দিয়ে কোনো মতে, কঠিন চেষ্টায় |
কসম খাওয়া | শপথ করা, দিব্য করা |
কসা-মাজা | দর-দস্তুর, দর কষাকষি, দামদস্তুর[১৩] |
কসাইয়ের হাতে পড়া | নিষ্ঠুর ব্যক্তির সংস্পর্শে আসা বা তার অধীন হওয়া, নির্দয় ব্যক্তির পাল্লায় পড়া |
কহতব্য নয় | অকথ্য, যা মুখে আনা যায় না[১৪] |
কহনে না যায় | বলতে পারা যায় না[১৪] |
কা কস্য পরিদেবনা | কার কি বিবেচনা বা চিন্তা[১৫] |
কাংস্যকর্কশ | কাঁসার আওয়াজের মতো শ্রুতিকটু[১৬] |
কাংস্যনিন্দিত | কাঁসার কর্কশধ্বনি অপেক্ষাও শ্রুতিকটু |
কাঁইমাই | অস্পষ্ট, দুর্বোধ্য কথা |
কাঁচকলা, কাঁচাকলা | |
কাঁচকলা/ কাঁচা কলা দেখানো | |
কাঁচা কথা | যে কথা স্থায়ী হয় না থাকে না, পরিবর্তনশীল কথা, অনির্ভরযোগ্য কথা, যুক্তিহীন বা মূল্যহীন কথা[১৭] |
কাঁচা কাজ | অপটু হাতের কাজ, বোকামি |
কাঁচা ঘুম | ঘুমের ঘোর কাটেনি এমন অবস্থা, অপূর্ণ ঘুম, যখন পর্যন্ত ঘুমে তৃপ্তিলাভ হয়নি |
কাঁচা টাকা, কাঁচা পয়সা | অল্পশ্রমে বা অনায়াসে লব্ধ অর্থ, নগদ উপার্জন |
কাঁচা বয়স | তরুণ, অল্পবয়স |
কাঁচা বাঁশে ঘুণ ধরা | অল্প বয়সে নষ্ট হয়ে যাওয়া |
কাঁচা বুদ্ধি | অপরিণত বুদ্ধি |
কাঁচা মাথা | অপরিণত বুদ্ধি |
কাঁচা লেখা | অপরিণত হাতের লেখা, নিম্নস্তরের রচনা, খারাপ হস্তাক্ষর |
কাঁচা লোক | অনভিজ্ঞ ব্যক্তি, আনাড়ি ব্যক্তি |
কাঁচা হাত | অশিক্ষিত অনিপুণ বা শিক্ষানবিশের হাত[১৭] |
কাঁচাপাকা | যে জিনিসের শেশ নিষ্পত্তি হয় নি অথচ নিষ্পত্তির দিকে এগিয়েছে[১৭] |
কাঁটা করা | ওজন করা[১৭] |
কাঁটা খোঁচা | পথ চলার সময় পায়ে কাঁটা ও খোঁচা লাগে[১৭] |
কাঁটা তোলা | শত্রু দমন করা |
কাঁটা দিয়ে কাঁটা তোলা | এক শত্রুর সাহায্যে অন্য শত্রু বিনাশ করা |
কাঁটা দেওয়া | রোমাঞ্চ হওয়া, শীতে বা ভয়ে গায়ের লোম কাঁটার মতো দাঁড়িয়ে ওঠা |
কাঁটায় কাঁটায় | ঠিকঠিক, যথাসময়ে |
কাঁটাচামচ ধরা | সাহেবি রীতিতে খাওয়ার অভ্যাস করা |
কাঁঠালের আঠা | যা সহজে ছাড়ে না[১৮] |
কাঁঠালের আমসত্ত্ব | অসম্ভব বস্তু, ভুল বা মিথ্যা নামকরণ, অপপ্রয়োগ[১৮] |
কাঁদুনি গাওয়া | সকারে অনুযোগ করা, অভাব অভিযোগ বা দুঃখ প্রকাশ করা |
কাঁধ দেওয়া | কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা |
কাক-কোকিলে ভেদ | ভালোমন্দ ভেদজ্ঞান |
কাকচক্ষু | কাকের চক্ষুর ন্যায় স্বচ্ছ ও নির্মল[১৯] |
কাকজোছনা | ক্ষীণ চন্দ্রালোক |
কাকতন্দ্রা, কাকনিদ্রা | অগভীর সতর্ক ঘুম, কপট ঘুম |
কাকতালীয় | কার্যকারণহীন দুটো ঘটনা, তালগাছে কাক বসামাত্র তাল পতনের ন্যায় ঘটনা, হঠাৎ সংঘটিত বা আকস্মিক যোগাযোগজাত কোনো ঘটনা[২০] |
কাকপক্ষীতেও টের না পাওয়া | |
কাকভূষণ্ডী | দীর্ঘজীবী ব্যক্তি |
কাকস্নান | সংক্ষিপ্ত গোসল |
কাকের ঠ্যাং বকের ঠ্যাং, কাকের ছা বকের ছা | অতি কুৎসিত হস্তাক্ষর |
কাগজে কলমে | লিখিতভাবে |
কাগা-বগা | এলোমেলো ভাব, উচ্ছৃঙ্খলতা, সামঞ্জস্যহীনভাব, এবড়ো-থেবড়ো ভাব |
কাছা আলগা | অসাবধান, শিথিল, ঢিলে স্বভাব |
কাছাঢিলা, কাছাখোলা | অসতর্ক, অসাবধান, বিশৃঙ্খল, নিস্তেজ, কমজোর[২১] |
কাছাধরা | তোষামোদকারী, অপরের ওপর নির্ভরশীল[২১] |
কাছারিঘর করা | মামলা মোকদ্দমা চালানোর কষ্ট স্বীকার করা |
কাছে-কাছে | সঙ্গে-সঙ্গে, সর্বদা নিকটে, খুব নিকটে, অতিশয় কাছে |
কাছে-পিঠে | সন্নিকটে |
কাজ আদায় করা | কর্মে নিযুক্ত ব্যক্তিকে খাটিয়ে কাজ নেওয়া[২১] |
কাজ আনা | কাজ সংগ্রহ করা |
কাজ কেনা | উদেশ্য সিদ্ধ করা, কাজ হাসিল করা[২১] |
কাজ দেওয়া | কর্মে নিযুক্ত করা, চাকরি দেওয়া, প্রয়োজন সিদ্ধির পক্ষে সাহায্য করা[২১] |
কাজ দেখা | চাকরি অন্বেষণ করা |
কাজ দেখানো | কার্যনির্বাহ হোক বা না হোক সর্বদা কর্মব্যস্ততার ভান করা |
কাজ বাঁচানো | চাকরি বজায় রাখা[২২] |
কাজ বাগানো | কাজের যোগাড় করে নেওয়া, উদ্দেশ্য সিদ্ধ করা[২২] |
কাজ বাজানো | কাজ হাসিল করা, উদ্দেশ্য সিদ্ধ করা[২২] |
কাজ/ কাম সারা | বিপদের আশঙ্কা করা |
কাজ হওয়া | উদ্দেশ্য সিদ্ধ হওয়া |
কাজ হাসিল করা | |
কাজপাগলা | যে কাজ করতে খুব ভালোবাসে |
কাজে ডাঁটো | কর্মক্ষম, কাজে পটু |
কাজের কথা | প্রয়োজনীয় কথা, মূল্যবান কথা, যুক্তিযুক্ত কথা |
কাজের কাজী | যোগ্যতাসম্পন্ন কর্মী, কাজ করার উপযুক্ত ব্যক্তি |
কাজের থৈ নেই | কাজের সীমা বা শেষ নেই |
কাজের বাইরে | অকর্মণ্য, অকেজো |
কাঞ্চনমূল্য | অগ্নিমূল্য |
কাটকুট | ভুল সংশোধন, সংক্ষেপকরণ[২৩] |
কাটা কান চুল দিয়ে ঢাকা | বিপন্ন সম্মান কোনোপ্রকারে রক্ষা করা, নিজের প্রতি অবমাননা গোপন করা |
কাটা ঘায়ে নুনের ছিটা/ ছিটে | এক কষ্টের ওপর অন্য কষ্ট, লজ্জা ও কষ্টের উপর অতিরিক্ত আঘাত[২৩] |
কাটাকাটা কথা | মর্মভেদী তীক্ষ্ণ কথা |
কাটাকাটি | হানাহানি, খুনাখুনি, পরস্পর অস্ত্রাঘাত |
কাটিয়ে ওঠা | কোনো বিপদ থেকে উত্তীর্ণ হওয়া, বেঁচে থাকা |
কাঠখড় | মাল মসলা[২৪] |
কাঠখড় পোড়ানো | অভীষ্ট সিদ্ধির জন্য বহুবিধ চেষ্টা ও উদ্যোগ আয়োজন করা, ব্যয় ও পরিশ্রম করা |
কাঠখড়ি হওয়া | মরা, মরে কাঠ ও কঠিন রোগে পোড়ার মতো হওয়া |
কাঠচোটা | কর্কশ, নিরস, রুক্ষ[২৪] |
কাঠফাটা | কাঠও ফাটে এমন তীব্র |
কাঠে কাঠে | ঠিক ঠিক, মুখে মুখে পরস্পরের জোড়ের সঙ্গে, সমানে সমানে, সেয়ানে সেয়ানে[২৪] |
কাঠে খড়ে করা | চরম ব্যবস্থা করা |
কাঠের পুতুল | ব্যক্তিত্বহীন পুরুষ,[২৪] নির্জীব, অসার |
কাড়াকাড়ি | পরস্পরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বা নেওয়ার চেষ্টা, টানাটানি |
কাণ্ডকারখানা | ব্যাপার বা ঘটনাসমূহ, কার্যাবলি |
কাণ্ডজ্ঞান | সাধারণ বুদ্ধি বিবেচনা, সময় বা অবস্থানুযায়ী বিচার বিবেচনার শক্তি |
কাণ্ডাকাণ্ড | ভালোমন্দ, ন্যায় অন্যায় |
কাণ্ডাকাণ্ড বোধ | ন্যায় অন্যায় বোধ, হিতাহিত বোধ, কর্তব্য অকর্তব্য বোধ |
কাতলা | বড়লোক, মস্তবড় দাঁও[২৫] |
কান কথা | গোপন মন্ত্রণা, কানে কানে কথা বলা, বদনাম, গোপনে অপর লোকের কাছ থেকে কারো দুর্নাম শুনে তদনুসারে সেই লোকটিকে খারাপ মনে করা[৬] |
কান কাটা | সম্পূর্ণরূপে পরাভূত করা[২৬] |
কান কামড়ানো | অনুতাপ করা, নিজের জিদে কাজ করে ক্ষতি হলে সেজন্য দুঃখ করা |
কান খাড়া করা | উৎকর্ণ হওয়া, শোনার জন্য উদগ্রীব হওয়া |
কান দেওয়া | কর্ণপাত করা, শোনা, গ্রাহ্য করা |
কান ধরা | তিরস্কার বা অপমানের উদ্দেশ্যে অন্যের কান স্পর্শ করা, ভবিষ্যতে সাবধান হওার বা কোনো কিছু না করার জন্য প্রতিজ্ঞা করে নিজের কান স্পর্শ করা[২৬] |
কান পাতা | শোনার জন্য মনোযোগী হওয়া, গোপনে শোনা |
কান ভাঙানো | কুমন্ত্রণা দেওয়া, গোপনে একজনের কাছে অন্যের বিরুদ্ধে বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা |
কান ভারী করা | কুপরামর্শ দান |
কান মলা | অপমানিত করা, অপদস্থ করা, শোচনীয়ভাবে পরাজিত করা[২৬] |
কানকাটা | নির্লজ্জ, বেহায়া |
কানপাতলা | নির্বিচারে অন্যের লাগানো কথায় বিশ্বাস করে এমন |
কানফাটা, কান ফাটানো | উচ্চ শব্দযুক্ত |
কানমলা খাওয়া | অপমানিত বা অপদস্থ হওয়া, ঠেকে শিক্ষালাভ করা[২৬] |
কানা কড়ি | অতিতুচ্ছ, মূল্যহীন |
কানা কড়ির উপকার | অতিসামান্য পরিমাণ উপকার |
কানা করে দেওয়া | একেবারে হারিয়ে দেওয়া, নষ্ট করে ফেলা |
কানা কলসির জল | ক্ষণস্থায়ী বস্তু |
কানাকড়ির হিসাব | |
কানাকানি | গোপনে রটনা, গোপনে পরামর্শ |
কানাঘুষা, কানাঘুষো | গোপনে এক কান থেকে অন্যের কানে খবর চালানো, গোপনে রটনা |
কানাচি পাতা | আড়ালে লুকিয়ে অন্যের কথা শোনা |
কানামাছি খেলা | শিশুদের খেলা |
কানায় কানায় | পরিপূর্ণভাবে |
কানে আঙুল দেওয়া | অশ্রাব্য বা অবাঞ্ছিত কোনোকিছু শুনতে না চাওয়া |
কানে আসা | শুনতে পাওয়া, শ্রবণগোচর হওয়া |
কানে ওঠা/ উঠা | কর্ণগোচর হওয়া, শোনা |
কানে করা | মনোযোগ দেওয়া, কানে দেওয়া[২৬] |
কানে কানে | চুপুচুপি, মৃদুস্বরে |
কানে খাটো | জোরে না বললে শোনে না এমন |
কানে তালা ধরা/ লাগা | উচ্চ শোরগোল বা দুর্বলতা হেতু কানে কিছু শুনতে না পাওয়া, ভয়ানক শব্দে কান অসাড় হয়ে যাওয়া[২৬] |
কানে তুলা দেওয়া | না শোনা, কর্ণপাত না করা |
কানে তোলা | শোনানো[২৬] |
কানে ধরে বলা | বিশেষভাবে বলা, তিরস্কারের সাহায্যে মনোযোগী করানো[২৬] |
কানে বাজা | শ্রুতিকটু হওয়া |
কানে মন্ত্র দেওয়া | কুপরামর্শ দান |
কানে লাগা | শ্রুতিমধুর বোধ করা[২৬] |
কানের পোকা বের করা | ক্রমাগত ঘ্যানঘ্যান করে বিরক্ত করা |
কাপড় খারাপ/ নষ্ট করা | ভয়ে বা বাহ্যের বেগ ধারণে অক্ষমতার ফলে কাপড় নষ্ট বা অপরিষ্কার হওয়া |
কাপড়ে/ কাপুড়ে বাবু | বাহ্যিক সভ্য |
কাপ্তান বাবু | অন্তঃসারশূণ্য আব নির্জীব মানুষ, যে প্রাণবন্ত নয় |
কাবাব করা | যন্ত্রণা দেওয়া, বিদীর্ণ করা[২৭] |
কাবু করা | বশীভূত করা |
কাম-কাজ/ কাজ-কাম | যে কাজে সংসার চালানোর জন্যে অর্থ পাওয়া যায়[২৮] |
কামড়ে ধরা | আঠার মতো চেপে ধরা |
কায়দায় পাওয়া | আপনার অধিকারের মধ্যে পাওয়া, বাগে পাওয়া, কাউকে জব্দ করার সুযোগ লাভ করা, হাতের মুঠোয় পাওয়া |
কারবালা | যে স্থানে পানি দুর্লভ[২৯] |
কার্পাস হাসি | কার্পাসের ন্যায় শুষ্ক হাসি[৩০] |
কার্যকারণ সম্বন্ধ | কার্য ও কারণের পরস্পর আপেক্ষিক সম্বন্ধ |
কার্যগতিকে | কাজের তাগিদে, প্রয়োজনে, দরকারে |
কাল/ কালো আঁচড় | লেখাপড়ার চিহ্ন[৩১] |
কাল কাটানো | জীবনযাপন করা |
কালগ্রাস | মৃত্যু, মৃত্যুর কবল |
কালগ্রাসে পতিত হওয়া | মরা |
কালঘাম | মৃত্যু |
কালঘুম | যে ঘুম সহজে ভাঙে না, মৃত্যু, চিরনিদ্রা |
কালা আদমি | প্রাচ্য দেশের লোক |
কালাপাহাড় | বিরাটাকায় ও ভয়ঙ্কর প্রকৃতির লোক, চলিত সংস্কার ও রীতিনীতির ধ্বংসকারী বিদ্রোহী[৩২] |
কালে কালে | যুগে যুগে, মাঝে মাঝে |
কালে ধরা | মৃত্যুর কবলে পড়া |
কালেভদ্রে | কদাচিৎ, অনেকদিন অন্তর, কখনো সখনো |
কালের হাতে পড়া | মৃত্যুর কবলে পড়া |
কালো হাঁড়ি | ঘোর কালো বর্ণ[৩৩] |
কাশীপ্রাপ্তি, কাশীলাভ | মৃত্যু হওয়া |
কাশ্যপ গোত্র | যার জাতি ও বংশপরিচয় অজ্ঞাত[৩৩] |
কাষ্ঠহাসি | কৃত্রিম হাসি, আন্তরিকতাশূণ্য লোকদেখানো হাসি |
কিছু কিছু | অল্প স্বল্প, কিঞ্চিৎ, কিয়দংশ |
কিতাব-কীট | গ্রন্থকীট, যে সর্বদা বই পড়ায় মগ্ন থাকে |
কিনারা করা | মীমাংসা করা, নিষ্পত্তি করা, তদন্ত দ্বারা সত্য প্রকাশ |
কিন্তু কিন্তু (করা) | আমতা আমতা ভাব, দ্বিধার ভাব প্রকাশ |
কিম্ভূতকিমাকার | কদাকার, বিকট, কুৎসিত আকৃতিবিশিষ্ট |
কিল খেয়ে কিল চুরি করা | মুষ্ট্যাঘাত লাভ করে প্রতিশোধ না নিয়ে সহ্য করা, অপমান সহ্য করা |
কিলকিঞ্চিৎ | প্রিয়তমের নিকট একসঙ্গে হাস্য ক্রোধ প্রভৃতি বিবিধ ভাব প্রদর্শন[৩৪] |
কিলিয়ে কাঁঠাল পাকানো | অস্বাভাবিক উপায়ে কাউকে শাসন বা দমন করা[৩৪] |
কিস্তিমাত করা | সম্পূর্ণভাবে জয়লাভ করা, পূর্ণ সফলতা লাভ |
কীটাণুকীট | অতি নগণ্য ব্যক্তি, নিতান্ত তুচ্ছ ব্যক্তি |
কুইনিন গেলা | অনিচ্ছায় কোনো কাজ করা[৩৫] |
কুঁড়ের বাদশা | ভয়ানক অলস |
কুক্ষিগত | আত্মসাৎকৃত, সম্পূর্ণ দখলীকৃত |
কুগ্রহ | উৎপাত, অবাঞ্ছিত ব্যক্তি বা বস্তু |
কুত্তার বাচ্চা (করা) | গালাগালি |
কুনো ব্যাঙ | ঘরকুনো ব্যক্তি, কূপমণ্ডূক ব্যক্তি, বহুদর্শী নয় এমন লোক, সীমিত জ্ঞান সম্পন্ন |
কুনোমাতাল | অমিশুক মাতাল[৩৬] |
কুপোকাত | পতন, ভূমিসাৎ, পরাজিত, পর্যুদস্ত |
কুমিরের কান্না/ কুম্ভিরাশ্রু | মায়াকান্না (ইংরেজি Crocodile's Tears এর পারিভাষিক শব্দ) |
কুম্ভকর্ণ | যে খুব ঘুমাতে পারে, সহজে যাকে জাগানো যায় না |
কুম্ভকর্ণের ঘুম/ নিদ্রা | যে নিদ্রা অতি দীর্ঘস্থায়ী এবং যে নিদ্রা থেকে কাউকে জাগানো সুকঠিন |
কুয়ার ব্যাঙ | কূপমণ্ডূক, সঙ্কীর্ণচিত্ত লোক |
কুরুপক্ষে নারায়ণী সেনা | |
কুল ত্যাগ করা | কুপথগামী হওয়া, কুলধর্ম বিসর্জন দেওয়া |
কুল মজানো | খারাপ কর্মাদি দ্বারা বংশমর্যাদা নষ্ট করা |
কুল রাখা | কুলাচার রক্ষা করা, চরিত্র বিশুদ্ধ রাখা |
কুলকণ্টক | বংশের কলঙ্কস্বরূপ ব্যক্তি, যে লোক বংশের আপদ ডেকে আনে |
কুলকাঠের আগুন | তীব্র জ্বালা |
কুলাঙ্গার | কুলের কলঙ্ক |
কুলে কাঁটা দেওয়া | বংশের গৌরব বৃদ্ধির পথে বিঘ্ন উৎপাদন করা[৩৭] |
কুলে কালি দেওয়া | কুকর্ম করে বংশকে কলঙ্কিত করা |
কুলের কলঙ্ক | কুলাঙ্গার, কুলের পক্ষে অযোগ্য বা অসম্মানাস্পদ |
কুলের কাঁটা | দুষ্ট চরিত্রের জন্য বংশের কলঙ্ক |
কুলের খোঁটা | বংশের দোষত্রুটি উল্লেখ করে গঞ্জনা দেওয়া |
কুলের বাতি | বংশের একমাত্র সন্তান[৩৭] |
কুলের বাহির হওয়া | কুল ত্যাগ করা |
কুসুম কুসুম গরম | ঈষদুষ্ণ, সামান্য গরম, কবোষ্ণ |
কুসুমশয্যা/ কুসুমশয়ন | আরাম[৩৮] |
কূপমণ্ডূক | সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট, অল্পজ্ঞ, কুয়ার ব্যাঙের ন্যায় সংকীর্ণ স্থানে আবদ্ধ, সংকীর্ণচেতা লোক, ঘরকুনো |
কূল করা | গতি করা |
কূলকিনারা | প্রতিকার, গতি, মুক্তির উপায় |
কূলছাড়া | উপায়হীন, দিশাহারা |
কৃপণের কড়ি/ ধন | খরচ না করে অত্যন্ত যত্নের সাথে যে অর্থ সঞ্চয় করা হয়[৩৯] |
কৃষ্ণপ্রাপ্তি | মৃত্যু |
কেউকেটা | সামান্য |
কেঁচে গণ্ডূষ (করা) | প্রায় সম্পাদিত কাজ গোড়া থেকে আবার শুরু করা |
কেঁচো খুঁড়তে সাপ বের হওয়া | সামান্য বা তুচ্ছ বিষয় থেকে অপ্রত্যাশিতভাবে ভীষণ বিপদের সম্মুখীন হওয়া, সামান্য নিরাপদ কাজ গুরুতর আকার ধারণ করা[৪০] |
কেঁদে হাট করা/ বসানো | উচ্চৈঃস্বরে কেঁদে লোকজন জড়ো করা |
কেতা-দুরস্ত | বাহ্যিক চালচলনে নিখুঁত, সুশৃঙ্খল, পরিপাটি, রুচিসম্মত |
কেতাব-কোরান/ কিতাব-কোরান | প্রামাণিক গ্রন্থ[৪১] |
কেবলরাম, ক্যাবলারাম | মূর্খলোক, যে লোকের বুদ্ধি স্থূল বা মোটা |
কেমন যেন | ভালো নয় বলে সন্দেহজনক[৪২] |
কেমন-কেমন | সন্দেহজনক, ভালো কি মন্দ ঠিক বোঝার মতো নয় এমন[৪২] |
কেলে ভূত | খুব কালো কদাকার ব্যক্তি, ভূতের মতো কালো ব্যক্তি |
কেলে মানিক/ সোনা | কালো ছেলে, কালাচাঁদ, কালো হলেও দেখতে সুন্দর ব্যক্তি |
কেল্লা ফতে | উদ্দেশ্য সিদ্ধ হয়েছে এমন, বাজিমাত |
কেল্লা ফতে করা, কেল্লা মাত করা, কেল্লা মারা | কঠিন কাজে সফলকাম হওয়া, উদ্দেশ্য সিদ্ধ হওয়া, কাজ হাসিল করা |
কেশস্পর্শ, কেশাগ্রস্পর্শ | সামান্যতম ক্ষতি, কিছুমাত্র অনিষ্ট |
কেশাগ্র স্পর্শ করতে না পারা | বিন্দুমাত্রও ক্ষতি বা অপমান করতে না পারা |
কেশাগ্র স্পর্শ করা | সামান্যতম ক্ষতি করা |
কেষ্ট-বিষ্টু | (বিদ্রূপার্থে) সম্মানিত লোক, হোমরা-চোমরা |
কৈ মাছের প্রাণ | যা সহজে মরে না |
কৈফিয়ত কাটা/ মিলানো | দোষ কাটানোর জন্য জবাব দেওয়া, জবাবদিহি করা |
কৈফিয়ত তলব করা | দোষাদির কারণ দেখাতে বলা, জবাব চাওয়া |
কোঁচা দুলিয়ে/ ঝুলিয়ে বেড়ানো | দায়িত্বশূণ্যভাবে আলস্যে ঘুরে বেড়ানো, বাবুগিরি করা |
কোণঘেঁষা | অমিশুক, লাজুক, নির্জনবাসী[৪৩] |
কোণঠাসা | সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ, অপর সকলের চাপে জড়সড়, একঘরে, উপেক্ষিত, অবজ্ঞাত[৪৩] |
কোণঠাসা করা | বেকায়দায় ফেলা |
কোপ-প্রকৃতি, কোপ-স্বভাব | সামান্য কারণেই ক্রুদ্ধ হয় এমন স্বভাব বিশিষ্ট, সহজেই রেগে যায় এমন |
কোমর বাঁধা/ কষা | দৃঢ়সংকল্প হওয়া, কোনো কার্যসাধনে উঠে পড়ে লাগা |
নিজের ছায়ার জন্য অন্ধকার সম্মুখভাগ | |
কোল জোড়া/ জুড়ানো | কোলে বসে মায়ের মনে আনন্দ ও শান্তি দেয় এমন, মায়ের অতি আদরের[৪৪] |
কোল জোড়া হয়ে থাকা | মায়ের কোল অধিকার করে থাকা, বেঁচে থাকা[৪৪] |
কোল দেওয়া | আলিঙ্গন করা[৪৪] |
কোল পাওয়া | মায়ের আদর পাওয়া[৪৪] |
কোলপোঁচা, কোলপুঁছা, কোলমুছা, কোলঝাড়া | সর্বশেষ গর্ভজাত কনিষ্ঠ |
কোল-পাতলা | পরস্পর খানিক দূরবর্তী, ঘেষাঘেষি নয় এমন[৪৪] |
কোলে কাঁখে করা | বিশেষ যত্নের সাথে লালনপালন করা |
কোলে পিঠে করে মানুষ করা | শিশুকাল থেকে সযত্নে লালনপালন করা |
কোলের ছেলে | দুগ্ধপোষ্য শিশু, সর্বকনিষ্ঠ ছেলে[৪৪] |
কোষ্ঠী/ কোষ্ঠী কাটা | নিন্দা করা, গালি দেওয়া |
কোহিনুর | সর্বাপেক্ষা মূল্যবান পদার্থ, গৌরবজনক ব্যক্তি |
ক্যাঁক ক্যাঁক করা | ক্যাঁক ধ্বনি উচ্চারণ করে বিরক্তি বা ক্রোধ প্রকাশ করা, ক্রোধে জ্বলে যাওয়ার ভাব প্রকাশ করা[৪৫] |
ক্ষমা দেওয়া | ক্ষান্ত বা বিরত হওয়া[৪৬] |
ক্ষয় করা | নষ্ট করা, ধ্বংস করা, হ্রাস করা, কমানো, হারিয়ে ফেলা |
ক্ষয় পাওয়া | ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে লোপ পাওয়া |
ক্ষান্ত দেওয়া | নিবৃত বা নিরস্ত হওয়া |
খসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
খই কুটা | অনর্গলভাবে কথা বলা, তড় তড় করে কথা বলা[৪৭] |
খইয়া বাঁধনে পড়া, খয়ের বাঁধনে পড়া | দুই বাহুর মধ্যবর্তী স্থানে ঘরের খাম রেখে যুক্তহাতে খই গ্রহণকারী তাঁতির ন্যায় উভয় সংকটে পড়ে কিংকর্তব্যবিমূঢ় হওয়া, কঠিন পরিস্থিতে পড়ে হতবুদ্ধি হওয়া |
খড়ি করা | অঙ্ক কষা |
খড়ি পাতা | মাটিতে খড়ির আঁক কেঁটে অদৃশ্য ও অজ্ঞাত ঘটনা বলা |
খড়ের আগুন | যা সহজেই দাউ দাউ করে জ্বলে ওঠে এবং সহজে নিভে যায়, উগ্র প্রকৃতি, কোপন স্বভাব |
খড়্গপাণি | অন্যায়ের প্রতিকারের জন্য প্রস্তুত[৪৮] |
খড়্গহস্ত | অস্ত্রের দ্বারা আঘাত করতে উদ্যত, প্রহারোদ্যত, অত্যন্ত চটা, কুপিত |
খণ্ডকপাল, খণ্ডকপালী, খণ্ডকপালে | মন্দভাগ্য, দুরদৃষ্টসম্পন্ন হতভাগা |
খণ্ডপ্রলয় | তুমুল কলহ, তুলকালাম, দাঙ্গা-হাঙ্গামা |
খপুষ্প | আকাশ-কুসুম, অস্তিত্বহীন পদার্থ, অলীক বস্তু, বাস্তব নয় যা |
খবর হওয়া | সাড়া পড়ে যাওয়া |
খয়ের খাঁ | চাটুকার, খোশামুদে, মোসাহেব |
খর দজ্জাল, খরে দজ্জাল | অতি অত্যাচারী লোক |
খরখরে বুদ্ধি | তীক্ষ্ণ বুদ্ধি, প্রখর বুদ্ধি, সজাগ বুদ্ধি |
খরচের খাতায় লেখা | লাভের আশা ত্যাগ করা, ক্ষতি বলে ধরে রাখা, উদ্ধারের আশা নেই এমন |
খসে পড়া | পালিয়ে যাওয়া, সম্পর্ক না রাখা |
খাই খাই | সর্বদা খাওয়ার জন্য আগ্রহ, খাওয়ার লালসা, চাহিদা[৪৯] |
খাঁই করা | দাবি বা আকাঙ্ক্ষা করা[৫০] |
খাঁই খাঁই করা | বেশি পাওার আকাঙ্ক্ষা করা, পাওয়ার জন্য লালায়িত হওয়া[৫০] |
খাঁই মেটা | লালসা পূর্ণ হওয়া, আকাঙ্ক্ষা পূরণ হওয়া |
খাঁটি কথা | |
খাঁটি মনের মানুষ | |
খাক হওয়া | মাটি হওয়া, ভস্ম হওয়া, পুড়ে যাওয়া, ধ্বংস হওয়া |
খাটো কথা | তুচ্ছ কথা, সামান্য কথা, অনুচ্চ স্বরের কথা |
খাটো করা | কমানো,[৫১] ছোট করা, হেয় করা, অপমানিত করা |
খাটো দৃষ্টি/ নজর | ছোট নজর, কৃপণতা[৫১] |
খাটো হওয়া | হীন হওয়া |
খাড়া বড়ি থোড়, থোড় বড়ি খাড়া | দৈনন্দিন খাদ্য তালিকার একঘেয়েমি, বৈচিত্র্যশূণ্যতা, একঘেয়ে |
খাণ্ডবদাহ, খাণ্ডবদাহন, খাণ্ডবানল | ভীষণ অগ্নিকাণ্ড |
খাতা খোলা | লেনদেন আরম্ভ করা |
খাতির নদারত | স্পষ্ট বক্তা, নিরপেক্ষ সমালোচক[৫২] |
খাতিরজমা | নিশ্চিন্তে, নিরুদ্বেগে[৫২] |
খাদ্য খাদক সম্বন্ধ | একে অপরের ক্ষতিমূলক অপকার করতে চায় এরূপ সম্পর্ক, প্রবল বৈরীভাব |
খাপ খাওয়া | মিল হওয়া, সামঞ্জস্য হওয়া, যোগ্য বা উপযোগী হওয়া[৫৩] |
খাপ খাওয়ানো | মিল খাওয়ানো, সামঞ্জস্য বিধান করা |
খাপ পাতা | শিকার ধরার জন্য ওত পেতে বসা |
খাপখোলা তলোয়ার | সদাপ্রস্তুত সাহসী বীরপুরুষ[৫৩] |
খাপছাড়া | বেমান, সামঞ্জস্যহীন, অসংলগ্ন, অসম্বন্ধ, অপ্রাসঙ্গিক, উদ্ভট, অদ্ভুত |
খাপে খাপে বসা | খাঁজে খাঁজে বসা |
খাবল/ খাবলা মারা | হঠাৎ দংশন করা, অতর্কিতে থাবা মারা |
খাবি খাওয়া | মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টায় ধড়ফড় করা, হাঁসফাঁস করা[৫৪] |
খামখেয়ালি | অকারণ বা অযৌক্তিক খেয়ালখুশিমতো চলার স্বভাববিশিষ্ট[৫৪] |
খারাপ নজর | লোভী বিদ্বেষী বা দুষ্ট লোকের কুদৃষ্টি |
খাল কেটে কুমির আনা | বাইরের বিপদ ঘরে আনা, বিপদ বা সর্বনাশ ডেকে আনা |
খালি খালি | অনর্থক, অকারণ, শুধু শুধু |
খালি ঠেকা, খালি খালি ঠেকা | শূণ্য বোধ হওয়া |
খাস করা | অন্যের অধিকার থেকে ভূসম্পত্তি নিজের অধিকারে আনা[৫৫] |
খাস দখল | প্রজার দখল উপেক্ষা করে জমিদারের নিজস্ব অধিকার স্থাপন[৫৫] |
খিচুড়ি | নানা বস্তু বা বিষয়ের বিসদৃশ সংমিশ্রণ |
খিচুড়ি পাকানো | তালগোল পাকানো, গুলিয়ে ফেলা |
খিদা মরে যাওয়া | ক্ষুধামন্দা হওয়া, ক্ষুধা নষ্ট হওয়া, কোনো কারণহেতু খাওয়ার ইচ্ছা মরে যাওয়া |
খিদার মাথায় | অত্যন্ত ক্ষুধার সময়ে |
খিল ধরা/ লাগা | মাংসপেশির আড়ষ্টতা বা টেনে ধরার ভাব, অঙ্গপ্রত্যঙ্গ টান বা খিঁচুনি ধরা, দাঁতে দাঁত লাগা[৫৬] |
খুঁজে পেতে | খুব তল্লাশী করে[৫৭] |
খুঁট আখুঁরে/ আখরিয়া | যে কষ্টে নাম সই করতে পারে, ধরে ধরে লেখে বা পড়ে যে, অল্প শিক্ষিত, তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে এমন, যে খুঁটে খুঁটে বিশেষ মনোযোগ দেয়[৫৭] |
খুঁটি গাড়া | শক্ত বা স্থায়ী হয়ে বসা |
খুঁটি গেড়ে বসা | অনেকক্ষণের জন্য আড্ডা গেড়ে বসা, নড়বার লক্ষণ নেই এরূপভাবে বসা, অটল হয়ে বসা |
খুঁটি পেতে দাঁড়ানো | পা শক্ত করে দাঁড়ানো, দৃঢ় সংকল্পের সাথে কাজে লাগা |
খুঁটিয়ে দেখা | যত্নপূর্বক সবদিক পরীক্ষা করে দেখা |
খুঁটির জোর | মুরুব্বির পৃষ্ঠপোষণ, যোগ্য মুরুব্বির অবলম্বন বা নির্ভর[৫৭] |
খুঁটে খাওয়া | কুড়িয়ে খাওয়া, স্বচেষ্টায় অন্ন সংস্থান করা |
খুঁটে খেতে শেখা | উপার্জনে সক্ষম হওয়া |
খুঁড়িয়ে বড়ো | পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঁচু হওয়া, ডিঙি মেরে উঁচু হওয়া, প্রকৃতপক্ষে বড়ো নয় কিন্তু ছলে বলে কৌশলে নিজেকে বড়ো বলে প্রতিপন্ন করা, কষ্টেসৃষ্টে কোনোমতে নিজেকে বড়ো হিসেবে চালানো |
খুঁত কাড়া | খুঁত বের করা, দোষ দেখানো |
খুঁত খুঁত করা | সাধারণ ত্রুটিতে অসন্তোষ প্রকাশ করা বা অসন্তুষ্ট হওয়া, সম্পূর্ণ সন্তুষ্ট হতে না পারা |
খুঁত ধরা | দোষ ধরা, ছল ধরা |
খুচরো/ খুচরা কথা | বাজে কথা, অবান্তর কথা, ছোটখাট কথা, অল্প জরুরী কথা |
খুচরো/ খুচরা কাজ | ছোটখাট কাজ, সাধারণ কাজ |
খুচরো খরচ | ছোটখাট খরচ, বাজে খরচ |
খুদ কুঁড়া/ কুঁড়ো | অতি সামান্য আহার্য |
খুদ মাগা | ভিক্ষা করা |
খুদে রাক্ষস | পেটুক, ভোজনপটু, যে রাক্ষসের মতো খায়, ছোটখাট রাক্ষসের ন্যায় বৃহদাকায় মানুষ[৫৮] |
খুদে শয়তান | ক্ষুদ্রকায় অথচ অতিশয় দুষ্ট, অতিমাত্রায় দুষ্ট বালক |
খুন চড়া | ক্রোধে রক্ত গরম হওয়ার ফলে প্রায় জ্ঞানশূণ্য বা উন্মত্ত হওয়া, হত্যা করার প্রবৃত্তি হওয়া |
খুন চাপা | ক্রোধে উত্তেজিত হওয়ার ফলে মাথায় রক্ত ওঠা, ক্রোধন্মত্ত হয়ে হত্যার জন্য প্রবৃত্ত হওয়া |
খুনাখুনি, খুনোখুনি | বিষম ঝগড়া-বিবাদ ও দাঙ্গা |
খুব করা | বেশ করা, যথাযোগ্য কর্ম করা |
খুব করে ধরা | অনুনয় বিনয় করে বলা, নাছোড় হয়ে মিনতি করা |
খুব করে বলা | বিশেষ অনুরোধ করা, মনের ক্ষোভ মিটিয়ে কথা শুনিয়ে দেওয়া |
খুরে দণ্ডবৎ/ নমস্কার | নমস্যরূপে গ্রহণ করে পরাজয় স্বীকারকরণ[৫৯] |
খুশিতে বাগ বাগ | আনন্দে উৎফুল্ল |
খুশির মউজ | আনন্দের ঢেউ |
খে/ খেই হারানো | কথার সূত্র ভুলে যাওয়া[৬০] |
খেউরি বন্ধ করা | সামাজিক শাস্তি হিসেবে ধোপা নাপিত বন্ধ করা, একঘরে করা |
খেঁক খেঁক করা | কর্কশভাবে ক্রোধ বা বিরক্তি প্রকাশ করা |
খেঁকি কুকুর | ক্রুদ্ধ ও অসহিষ্ণু ব্যক্তি |
খেঁচে হাওয়া | টান দৌড়, ভোঁ-দৌড় |
খেজুরে/ খাজুরে আলাপ | সময় অপচয়কারী বিরক্তিকর মিষ্ট আলাপ |
খেয়ালি পোলাও | অবাস্তব কল্পনা |
খেল খেলা/ দেখানো | বুদ্ধির কৌশল দেখানো, চালাকি করা |
খেলার ঘুঁটি/ গুঁটি | |
খোঁচাখোঁচি, খোঁচাখুঁচি | পরস্পর আঘাতকরণ, কোনো অপ্রিয় বিষয় নিয়ে কটাক্ষপূর্ণ আলোচনা, লেখায় পরস্পরের প্রতি তীক্ষ্ণ মন্তব্য প্রকাশ[৬১] |
খোঁজখবর | সন্ধান, পাত্তা, তত্ত্ব |
খোঁটা দেওয়া | গঞ্জনা দেওয়া, দোষ দেওয়া,[৫৭] ত্রুটির প্রতি ইঙ্গিত করা, ত্রুটির জন্য ধিক্কার দেওয়া |
খোঁড়া হওয়া | চলার বা হাঁটার ক্ষমতা না থাকা |
খোকাপনা, খোকামি, খোকামো | বয়স্ক লোকের শিশু বা বালকের মতো ব্যবহার, ছেলেমানুষি, দায়িত্বহীন আচরণ, আদুরে ভাব |
খোদাই (অর্থ: খোদার) খিদমতগার | নিঃস্বার্থ সেবক[৬২] |
খোদাই (অর্থ: খোদার) ষাঁড় | স্বেচ্ছাচারী, স্বাধীন |
খোদার খাসি | স্বাধীনভাবে চলাফেরা করার জন্য হৃষ্টপুষ্ট, চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি[৬৩] |
খোদার ঢিল | শিলাবৃষ্টি, শয়তানকে তাড়ানোর জন্য বৃষ্টিরূপী শিলা[৬৪] |
খোপে খাপে | ফাঁকে ফোঁকরে, অজানিত স্থানে |
খোয়া যাওয়া | অদৃশ্য হওয়া, হানি হওয়া, নাশ হওয়া, ক্ষয় হওয়া |
খোল নলচে বদলানো/ পালটানো | রূপের আমূল পরিবর্তন, সম্পূর্ণ ভিন্ন রূপ দান |
খোলস ছাড়া | ছদ্ম আবরণ ত্যাগ করে স্বমূর্তি ধারণ করা |
খোলা দলিল | প্রত্যক্ষ বা স্পষ্ট প্রমাণ |
খোলা হাতে খরচ করা | অমিতব্যয়ীর ন্যায় বা উদারভাবে খরচ করা |
খোলাখুলি | অকপট, স্পষ্ট |
খোলাখুলি কথা | স্পষ্ট কথা, সরল কথা |
খোশখবর | সুসংবাদ, শুভ সংবাদ[৬৫] |
খোশগল্প | আমোদজনক গল্পগুজব, মজার কাহিনী[৬৫] |
খোশামুদে | চাটুকার, মোসাহেব |
খোশামোদ | চাটুকারিতা, তোষামোদ |
খোশামোদ করা | তোষামোদ করা, অনুনয় বিনয় করা[৬৫] |
খ্যাংরামুখী | মুখ দ্বারা ঝাঁটা মারা কার্য সম্পাদিত হয় এমন, দুর্মুখ[৬৫] |
গসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
গঁদের গঁদ | দূর সম্পর্কিত ব্যক্তি, দূর কুটুম্বের কুটুম্ব |
গগনচারী | অবাস্তব কল্পনাকারী |
গগনচুম্বী | অতি উচ্চ |
গগনবিহারী | আকাশবিহারী, ঊর্ধ্বচারী[৬৬] |
গঙ্গা যমুনা গাঁথনি | কাদা ও সুরকি দ্বারা ইট গাঁথার কাজ[৬৬] |
গঙ্গাপ্রাপ্তি, গঙ্গালাভ | মৃত্যু |
গজকচ্ছপ | দুই প্রবল প্রতিদ্বন্দ্বী |
গজকচ্ছপের লড়াই | তুমুল প্রতিদ্বন্দ্বিতা, দুই স্থূলকায় ব্যক্তির বা দুই প্রবল পক্ষের লড়াই |
গজকপালে | হস্তীর ন্যায় প্রশস্ত ললাটবিশিষ্ট, ভাগ্যবান |
গজগতি | হাতির ন্যায় ধীর ও গুরুগম্ভীর চালবিশিষ্ট |
গজচক্ষু | ঈষৎ বক্র ও দেহের তুলনায় অতি ক্ষুদ্র ও বেমানান চক্ষু[৬৭] |
গজভুক্ত কপিত্থবৎ | অন্তঃসারশূণ্য, গজ নামক ক্ষুদ্র কীট কর্তৃক ভক্ষিত কৎবেলের মতো, গজ নামক কীট কৎবেলের ভিতরে প্রবেশ করেসমস্ত শাঁস খেয়ে ফেলার পরও যার বাইরের রূপ পূর্বের মতোই থাকে[৬৭] |
গজেন্দ্র গমন | হস্তির ন্যায় মন্থর ও মহিমাব্যঞ্জক গতি |
গড্ডলিকা প্রবাহ | ভেড়ার পালের মতো (গড্ডলিকা অর্থ ভেড়া) একের অন্যকে অনুসরণ, ভালোমন্দ না বুঝে অন্ধের মতো অনুসরণ, গতানুগতিকতা, প্রচলিত ধারার অনুগামিতা |
গড় করা | প্রণাম করা |
গড় হওয়া | প্রণত বা দণ্ডবৎ হওয়া |
গড়গড় করে | অতি সহজে, অবলীলাক্রমে, কোথাও না আটকে |
গড়াগড়ি | ছড়াছড়ি, প্রাচুর্যজনিত হেলা-ছড়ার অবস্থা |
গড়াগড়ি দেওয়া | একটু শুয়ে বিশ্রাম করা |
গড়াপেটা | পছন্দমতো আকৃতিদান বা সৃজন, আপন রুচি অনুযায়ী গঠন বা সৌষ্ঠবদান |
গড়ায় গড়ায়, গড়া গড়া | পাশাপাশি, সারি সারি |
গড়িমসি | ঢিলামি, দীর্ঘসূত্রতা, হচ্ছে হবে ভাব, অনিচ্ছাজনিত এড়িয়ে যাওয়ার ভাব, টালবাহানার ভাব |
গড়ে গরু | যে গরু লাঙল টানতে টানতে শুয়ে পড়ে ও সহজে উঠতে চায় না (গড়ে অলস, গেঁতো, দীর্ঘসূত্রী, সারাদিন, শুয়ে বসে, থাকতে চায় এমন)[৬৮] |
গড়ের বাদ্যি | কেল্লার সেনাদলের বাজনা, বিলাতি ব্যান্ড পার্টির বাজনা[৬৭] |
গড়ের মাঠ | |
গণটোকাটুকি | পরীক্ষাকক্ষে পরীক্ষার্থীগণ কর্তৃক ব্যাপক হারে অসদুপায় অবলম্বন বা নকল করা |
গণপিটুনি | পাইকারি প্রহার, সকলের এলোপাতাড়ি প্রহার |
গণেশ উলটানো | উঠে যাওয়া, ফেল মারা |
গণ্ডগ্রাম | ক্ষুদ্রগ্রাম, পল্লীগ্রাম অর্থেও ব্যবহৃত |
গণ্ডমূর্খ | আকাট মূর্খ, নিতান্ত নির্বোধ |
গণ্ডা গণ্ডা | বহুসংখ্যক, প্রচুর, অনেক, যথেষ্ট পরিমাণ |
গণ্ডায় এণ্ডা দেওয়া | গোলমালের মধ্যে আপন কর্তব্যে ফাঁকি দিয়ে চলে যাওয়া |
গণ্ডারের চামড়া | গালাগাল বা অপমানসূচক যার গায়ে লাগে না বা তাতে যার চৈতন্য হয় না এরূপ লোক |
গণ্ডূষ | অত্যল্প |
গণ্ডেপিণ্ডে, গাণ্ডেপিণ্ডে | গলা পর্যন্ত, আকণ্ঠ, অতিরিক্ত ঠেসে |
গণ্যমান্য | সম্ভ্রান্ত, বিশেষ মান্য, সম্মানবিশিষ্ট, বিশেষ সম্মানযোগ্য |
গৎ বাঁধা | নিয়মানুবর্তী, বাঁধাধরা |
গতর খাটানো | শারীরিক পরিশ্রম করা |
গতরখাকি, গতরখেকো | অত্যন্ত অলস, দেহের অসুস্থতায় নড়াচড়া করতে অক্ষম[৬৯] সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশ্রমবিমুখ বা খাটতে চায় না এমন, কুঁড়ে |
গদাই লস্করি, গদাই লস্করি চাল | গাধাবোটের ন্যায় অতি মন্থর গতি,[৭০] কুঁড়ে, অলস, ঢিমে |
গনাগনতি, গনাগুনতি, গনাগাঁথা | একদম ঠিক, একেবারে ঠিক, বেশি নয় এমন |
গন্ধে গন্ধে | সূত্র অনুসরণ করে, সূত্র দ্বারা অবস্থান নির্ণয় করে |
গন্ধর্ব ছুটানো | প্রহারের চোটে বেসুরো চিৎকার করানো |
গন্ধর্ব পূজা | প্রথমে আদর করে পরে প্রহারে বিদায় দান |
গবেট | নির্বোধ, বোকা, হাঁদা, স্থূলবুদ্ধি, নিরেট মূর্খ, হাবা, অল্পবুদ্ধি |
গবুচন্দ্র, গোবুচন্দ্র | আকাট মূর্খ, গরুর ন্যায় বুদ্ধিহীন বা বোধশক্তিতে ক্ষীণ, ষাঁড়ের মতো বিচারবুদ্ধিহীন[৭১] |
গভীর জলের/ পানির মাছ | অগাধ পানিতে বাসকারী মৎস্যের ন্যায় বুদ্ধিমান ও চাপা, যার ক্রিয়াকলাপের উদ্দেশ্য বোঝা দুষ্কর |
গমনাগমন | যাতায়াত, যাওয়া-আসা |
গম্ভীরপ্রকৃতি | ভারিক্কি স্বভাব, অলঘুচিত্ত[৭২] |
গরগর করা | ক্রোধের ভাব প্রদর্শন করা, চাপা গর্জন করা |
গরিব-গুরবা | কাঙাল, ফকির, দীন-দরিদ্র, বিত্তহীন সম্পদায় |
গরিবের ঘোড়ারোগ | |
গরু | নির্বোধ ব্যক্তি, মূর্খ লোক |
গরুখোঁজা করা | গরু হারিয়ে গেলে যেমন মাঠ জঙ্গল সর্বত্রই খুঁজতে হয় সেইরূপ সন্ধান করা, সম্ভব অসম্ভব সকল স্থানেই সন্ধান করা, সর্বত্র সন্ধান করে বের করার চেষ্টা করা |
গরুচোর | নীচ কার্য করার জন্য যে সমস্ত জ্বালা যন্ত্রণা মুখ বুজে সহ্য করে, নিপীড়ন বা লাঞ্ছনার ভয়ে ত্রস্ত থাকে এরূপ লোক, ভীরু স্বভাবের, অত্যন্ত ইতর লোক |
গরুড় শয়ন | হিন্দু পুরাণমতে জন্মের পূর্বে গরুড় যেমন দীর্ঘদিন ডিম্বমধ্যে সুপ্ত ছিল সেইরূপ দীর্ঘনিদ্রা[৭৩] |
গর্দান যাওয়া | শিরশ্ছেদ হওয়া, মাথা কাটা যাওয়া |
গর্দান লওয়া | শিরশ্ছেদ করা, মাথা কাটা |
গর্দানি | ঘাড় ধাক্কা, গলাধাক্কা |
গর্ভযন্ত্রণা | নিদারুণ যন্ত্রণা[৭৪] |
গর্ভস্রাব | অকালকুষ্মাণ্ড, অকালপক্ব[৭৪] |
গলগ্রহ | অনভিপ্রেত বোঝা, অনীপ্সিত ভার বা দায়িত্ব, পরের ওপর ভারস্বরূপ, যে দায়িত্ব অনিচ্ছাসত্ত্বেও প্রতিপালনীয়, অনিচ্ছাপূর্বক যার ভার নিতে হয় |
গলদঘর্ম | দেহ থেকে ঘাম ঝরছে বা বিগলিত হচ্ছে এমন[৭৫] |
গললগ্নীকৃত বাস | অতি বিনীত বা নত |
গলহস্ত | অর্ধচন্দ্র, গলায় হাত দিয়ে বের করে দেওয়া, গলাধাক্কা |
গলা কাটা | ভীষণ প্রবঞ্চনা, বড় ধরনের ঠকানো |
গলা খাঁকারি দেওয়া | নিজের উপস্থিত বা বক্তব্য জানাবার জন্য গলার ভিতর থেকে 'খকর' 'খকখক' এ ধরনের শব্দ করা |
গলা চাপা | কন্ঠস্বর নিচু করা[৭৫] |
গলা চাপা | গলা চেপে ধরা[৭৫] |
গলা ছাড়া | কণ্ঠস্বর উঁচু করা |
গলা টিপলে দুধ বেরোয় | নিতান্ত শিশু বা অল্পবয়স্ক, অজ্ঞ, জ্ঞানহীন |
গলা বসা | গলার স্বর অস্ফূট বা অস্পষ্ট হয়ে যাওয়া |
গলা বাঁচানো | প্রাণ বাঁচানো |
গলা ভাঙা | স্বরভঙ্গ বা স্বরবিকৃতি হওয়া |
গলা ভারী | গম্ভীর কণ্ঠস্বর বা সুর |
গলাকাটা দর | অত্যধিক মূল্য |
গলাগলি | অত্যন্ত ঘনিষ্ঠ বা আন্তরিকভাবে |
গলাঠাণ্ডা কার্য | মদ্যপান |
গলাধাক্কা | গলহস্ত, অর্ধচন্দ্র, গলদেশে হাত দিয়ে ধাক্কা, ঘাড় ধাক্কা, অপমান করে দূরীকরণ, বিতাড়ন |
গলাবাজি | হাঁক ডাক, চিৎকার, বক্তৃতা বা বাগ্মিতা |
গলাযোগ | যোগদান বা বক্তব্য সংযোজন[৭৫] |
গলায় আঁকশি দেওয়া | জোর করে টেনে আনা অর্থাৎ কোনো কাজ করতে বা পাওনা মিটাতে বাধ্য করা |
গলায় আঙুল দেওয়া | জোর করে পাওনা আদায় করা[৭৫] |
গলায় গলায় | অত্যন্ত ঘনিষ্ঠ বা নিবিড় |
গলায় গলায় পিরিত | বেশি মাত্রায় প্রণয় বা প্রীতি |
গলায় গাঁথা/ পড়া | গলগ্রহ বা অনভিপ্রেত বোঝা হওয়া |
গলায় গামছা দেওয়া | প্রচণ্ড অপমান বা জবরদস্তি করে বাধ্য করা |
গলায় ছুরি দেওয়া | বড় রকমের ঠকানো ও প্রবঞ্চনা করা |
গলায় দড়ি | অত্যন্ত অন্যায় ও পাপ কাজের জন্য মৃত্যুই প্রাপ্য শাস্তি এরূপ ধিক্কার ও ভর্ৎসনা[৭৫] |
গলায় পড়া | অপরকে দায়বদ্ধ করা |
গলায় পা দেওয়া | অত্যাচার বা জবরদস্তি করা |
গলায় লাগা | ওল কচু ইত্যাদি খাওয়ার ফলে গলা কুটকুট করা[৭৬] |
গলার কাটা | যন্ত্রণাদায়ক শত্রু |
গলিঘুচি, গলিঘুঁজি | অতি অপ্রশস্ত পথ ও তার নানা বাঁক বা শাখাপ্রশাখা, দুর্গম ও অপ্রশস্ত স্থানসমূহ, ঘনবসতিপূর্ণ স্থানের সঙ্কীর্ণ আঁকাবাঁকা পথ, অলিগলি |
গলিত দন্ত | অতি বৃদ্ধ |
গল্পগুজব | আলাপ সালাপ বা গালগপ্প, নানাবিধ কথাবার্তা |
গল্পসল্প, গপসপ | গালগপ্প, আলাপ-আলোচনা |
গা করকর করা | সহ্য না হওয়া, ঈর্ষা হওয়া |
গা করা | গরজ করা, মনোযোগ দেওয়া, মন লাগানো |
গা কশকশ করা | ক্রোধে বা প্রতিশোধ নেওয়ার জন্য উৎসুক হওয়া, আক্রোশ হওয়া |
গা কাঁটা দেওয়া | রোমাঞ্চ হওয়া[৭৭] |
গা কাঁপা | শঙ্কাযুক্ত হওয়া, ভয়বোধ করা |
গা কেমন করা, গা কেমন কেমন করা | ভয় ঘৃণা বা অসুস্থতাজনিত অস্বস্তি বোধ করা, বমি বমি ভাব হওয়া[৭৭] |
গা গতর হওয়া | মোটা-সোটা হওয়া |
গা গরম | সামান্য জ্বর |
গা গুলানো | বমনোদ্রেক হওয়া |
গা ঘেঁষা | অত্যন্ত নিকটে বসা, অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা, গায়ে পড়ে ভাব জমায় এমন |
গা চাটাচাটি | পারস্পরিক প্রশংসা, স্বার্থোদ্ধারের জন্য পারস্পরিক সদ্ভাব |
গা জুড়ানো | শান্তি পাওয়া, তৃপ্তিদান করা, জ্বালা যন্ত্রণা দূর করা |
গা জ্বালা করা | ক্রোধ ঈর্ষা বা বিরক্তি সৃষ্টি হওয়া |
গা ঝাড়া দিয়ে ওঠা | জড়তা বিসর্জন দিয়ে কর্মে প্রবৃত্ত হওয়া, আলস্য ত্যাগ করে উৎসাহের সঙ্গে কর্মে প্রবৃত্ত হওয়া |
গা ঝিম ঝিম করা | অবসন্নতা অনুভব করা, অসুস্থতা বোধ করা |
গা ঢাকা দেওয়া | আত্মগোপন করা |
গা ঢেলে দেওয়া | শোয়া, নিশ্চেষ্ট হওয়া, সর্বৈব চেষ্টায় প্রবৃত্ত হওয়া[৭৭] |
গা তোলা | গাত্রোত্থান করা, ওঠা, নড়েচড়ে ওঠা |
গা দেওয়া | মনোযোগ দেওয়া, যত্ন করা |
গা পেতে নেওয়া | বিনা প্রতিবাদে মেনে নেওয়া, নিঃশব্দে স্বেচ্ছায় সহ্য করা |
গা ফোলানো | বিক্রম বা শক্তি প্রদর্শন করা |
গা বমি বমি করা | ঘৃণা বোধ করা |
গা ভারী হওয়া | অসুস্থতা বোধ করা, গর্ভবতী হওয়া[৭৭] |
গা ম্যাজম্যাজ করা, গা মাটি মাটি করা | আলস্যবোধ হওয়া, ঠাণ্ডাবোধজনিত এক প্রকার অসুস্থ হওয়া[৭৭] |
গা সওয়া, গা-সহা | অভ্যস্ত, সহ্য হয় এমন |
গাঁই-গোত্তর/ গাঁই-গোত্র | শ্রেণিবিভাগ |
গাঁইগুঁই | অনিচ্ছার ভাব প্রকাশ |
গাঁওবুড়া | গ্রামের বৃদ্ধ মাতব্বর শ্রেণির ব্যক্তি |
গাঁজাখুরি | গাঁজাখোরের নেশার ঝোঁকে রচিত ও ব্যক্ত উদ্ভট গল্পের ন্যায় অবিশ্বাস্য গল্প[৭৮] |
গাঁট কাটা | পকেটমার, যে অন্যের পকেট কেটে টাকা চুরি করে |
গাঁটের পয়সা | নিজের টাকা-পয়সা, আপন তহবিলের অর্থ, জমানো অর্থ |
গাঁট্টাগোঁট্টা, গোঁট্টাগাঁট্টা | খর্ব ও স্থূল অথচ বলিষ্ঠ দৃঢ় অস্থি গ্রন্থিযুক্ত[৭৮] |
গাঁতের মাল | চোরাই মাল |
গাছ কোমর বাঁধা | গাছে চড়া বা কোনো ভারী কাজ কিংবা ঝগড়া করার পূর্বে শাড়ির আঁচল বিশেষ ভঙ্গিতে বা শক্ত করে কোমরে জড়ানো[৭৯] |
গাছ থেকে পড়া | অত্যন্ত আশ্চর্যান্বিত হওয়া |
গাছ-পাথর | তুলনা পরিমাণ বা হিসাবের জন্য সমবয়সের বৃক্ষ বা প্রস্তর |
গাছে কাঁঠাল গোঁফে তেল | অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত কল্পনা করে পরিকল্পনা,[১৮] কার্যারম্ভের পূর্বেই ফলভোগের উচ্চাশা ও প্রস্তুতি |
গাছে চড়ানো | প্রশংসা বা চাটুকারিতা দ্বারা কাউকে অযথা সামাজিক মর্যাদা দান করা |
গাছে তুলে মই কাড়া/ কেড়ে নেওয়া | প্ররোচনা দিয়ে কোনো কাজে নামিয়ে সরে পড়া, বড়ো আশা দিয়ে শেষে নিরাশ করা |
গাছেরও খাওয়া, তলারও কুড়ানো | সব দিক দিয়ে লাভের চেষ্টা, অত্যন্ত স্বার্থপরের মতো কাজ করা[৭৯] |
গাজির পট | দীর্ঘ ফর্দ বা চিঠি |
গাট্টা মারা | বদ্ধ মুষ্টির গাঁট দ্বারা প্রহার করা, ঘুষি মারা |
গাড়ি করা | গাড়ির অধিকারী হওয়া |
গাত্রজ্বালা, গাত্রদাহ | ঈর্ষা ক্রোধ ইত্যাদি মানসিক ভাব, হিংসা বিরক্তি ইত্যাদি মনোভাব |
গাদ কাটা | ময়লা কাটা, ময়লা বের বা দূর করা |
গাধা | অতি নির্বোধ লোক |
গাধাখাটনি, গাধার খাটুনি | অত্যন্ত অধিক পরিমাণ কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয় না এমন কাজ[৮০] |
গাধাপিটুনি | অপরিমিত ও নির্দয় প্রহার |
গাধাবোট | দীর্ঘসূত্রী বা ঢিলা প্রকৃতির ব্যক্তি |
গাবদাগোবদা | মোটাসোটা |
গায়ে গায়ে শোধ | নগদ টাকা না দিয়ে গায়ে খেটে শোধ দেওয়া |
গায়ে জ্বর আসা | কাজ বা অবস্থা দেখে ভয় পাওয়া |
গায়ে থুথু দেওয়া | অতিশয় ঘৃণা বা অবজ্ঞা প্রদর্শন করা |
গায়ে দেওয়া | পরা, পরিধান করা |
গায়ে নেওয়া | গুরুত্বসহকারে বিবেচনা করা |
গায়ে পড়া | অযাচিত, অমায়িকতার আতিশয্য প্রদর্শনকারী |
গায়ে পড়ে | অযাচিতভাবে, উপর-পড়া হয়ে, অনভিপ্রেত আতিশয্য প্রদর্শন করে |
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো | দায়িত্ব এড়িয়ে শ্রমবিমুখ হয়ে চলা |
গায়ে ফোসকা পড়া | অসহনীয় যন্ত্রণাবোধ করা, তীব্র অসহিষ্ণু হওয়া |
গায়ে মাখা | গায়ে নেওয়া, ধর্তব্যের মধ্যে মনে করা |
গায়ে মাস লাগা/ মাংস লাগা | মোটা হওয়া, শরীর সারা, কৃশতা দূর হওয়া |
গায়ে হাত তোলা | প্রহার করা, মার দেওয়া |
গায়েবী খেলা | অবস্থা না জেনে ব্যবস্থা দান |
গায়ের চামড়া তোলা | কঠিন প্রহার দেওয়া |
গায়ের জ্বালা | গাত্রদাহ, ঈর্ষা, হিংসা, ক্রোধ, রাগ |
গায়ের ঝাল ঝাড়া/ মেটানো | হৃদয়ে সঞ্চিত ক্রোধ পূর্ণ ও প্রবলভাবে প্রকাশ করা |
গালগল্প, গালগপ্প | অলীক বা রচিত কাহিনীর বর্ণনা, কল্পনা, কল্পিত কাহিনী বা বর্ণনা |
গাল টিপলে দুধ বেরোয় | নিতান্তই অবোধ বা অল্পবয়স্ক |
গাল দেওয়া, গালমন্দ করা | তিরস্কার করা, বকুনি দেওয়া, কটুবাক্য বলা |
গাল পারা | |
গাল ফোলানো | রাগ বা অভিমান করা |
গাল বাড়িয়ে চড় খাওয়া | যেচে অপমানিত হওয়া |
গালবাদ্য | ধ্বনিসর্বস্ব[৮১] |
গালাগালি, গালাগাল | ভর্ৎসনা, কটুবাক্য প্রয়োগ, গালি |
গালিগালাজ | কটু বা তৎসদৃশ বাক্য ব্যবহার |
গালে গালে চড়ানো | সঙ্গে সঙ্গে প্রহার বা শাস্তি দেওয়া |
গালে চড়ানো | ক্রোধ আক্ষেপ বা ক্ষোভ উদ্রেকে গালে চড় মারা, শাস্তি দেওয়া |
গালে চুনকালি দেওয়া | অপরাধের শাস্তিস্বরূপ লাঞ্ছনা, বংশের বা আত্মীয়স্বজনের কলঙ্কের কারণ হওয়া |
গালে লাগা | ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের ভিতর কুটকুট করা |
গালে হাত দেওয়া | অবাক হওয়া |
গিন্নিপনা/ গৃহিণীপনা | অল্পবয়স্কা বালিকার পাকামি অথবা গৃহিণীসুলভ ব্যবহার, অল্পবয়সীর প্রবীণার ন্যায় আচরণ |
গিলিত চর্বণ | পুরাতন বিষয়ের পুনরাবৃত্তি |
গুঁটি/ ঘুঁটি চালা | কোনো কার্যোদ্ধারের জন্য সুচিন্তিতভাবে পদক্ষেপ করা বা কৌশল খাটানো |
গুঁতাগাঁতা, গুঁত্তাগাঁত্তা | ধাক্কা বা প্রহার, অল্পবিস্তর মারামারি |
গুঁতাগুঁতি, গুঁতোগুঁতি | ঝগড়া-বিবাদ |
গুখোরী | বড় ধরনের ভুল, আহাম্মকি |
গুজগুজ, গুজুর গুজুর | গোপন পরামর্শ, চাপা গলার গুপ্ত আলাপ |
গুটি কতক, গুটি কয়েক | কয়েকটি, অল্প সংখ্যক, অল্প পরিমাণ |
গুড়ি মারা | সঙ্কুচিত দেহে অবস্থান করা, গুটিসুটি হয়ে থাকা, আক্রমণের উদ্দেশ্যে অবস্থান করা, ওত পাতা |
গুড়েবালি | প্রত্যাশা নাশ, আশায় নৈরাশ্য |
গুণ করা | বশীভূত করা, জাদু দ্বারা বশীভূত করা |
গুণধর | কুক্রিয়াসক্ত, দোষের আকর, দুঃশীল, নীচ চরিত্র |
গুণা করা | গৌণ করা, অবহেলা করা, অপ্রধান বা লক্ষ্য করার অযোগ্য বলে গণ্য করা, অবমাননা করা |
গুণে ঘাট নাই | কোন বিষয়ে হীন নয়, সর্বগুণের আধার, সকল প্রকার দোষযুক্ত |
গুণের সাগর | অত্যন্ত গুণবান, অত্যন্ত দোষযুক্ত |
গুনাগার | জরিমানা, অর্থদণ্ড, আক্কেল-সেলামি[৮২] |
গুপ্ত কথা | অপ্রকাশিত কথা, অজ্ঞাত কথা |
গুবলেট | উদ্ভট মিশ্রণ, জগাখিচুড়ি |
গুয়ে গোবরে | অত্যন্ত অপরিষ্কার অবস্থায় |
গুরু মহাশয়, গুরুমশায় | অকালপক্ব বালক, নেতৃত্ব ফলানো[৮৩] |
গুরুচণ্ডালী | |
গুরুঠাকুর | অশ্রদ্ধেয় ব্যক্তি[৮৩] |
গুরুদক্ষিণা | প্রহার বা অন্য কোনো উপায়ে অপদস্থকরণ, উত্তম-মধ্যম |
গুরুমারা বিদ্যা | গুরুর নিকট থেকে লব্ধ যে বিদ্যা দ্বারা গুরুকেই পরাস্ত করা হয়, গুরুর শিষ্য হয়েও গুরুকে হারাবার মতো বিদ্যা, গুরুর নিকট থেকে প্রাপ্ত বিদ্যা দ্বারা গুরুকে শিক্ষাদান, গুরুর নিকট থেকে প্রাপ্ত অপপ্রযুক্ত বিদ্যা |
গুলতান পাকানো | কয়েকজন একত্রিত হয়ে জটলা করা, ঘাঁট পাকানো |
গুলপট্টি মারা | ধাপ্পা দেওয়া |
গুষ্টির/ গুষ্ঠির পিণ্ডি/ মাথা | একান্ত অবাঞ্ছিত বিরক্তিকর বস্তু |
গৃহত্যাগ | সন্ন্যাস গ্রহণ, বৈরাগ্য অবলম্বন |
গৃহদাহ | সাংসারিক বিপর্যয় |
গৃহপালিত, গৃহপোষ্য | |
গৃহশত্রু | যে ব্যক্তি গোপনে স্বগৃহ বা স্বদেশের ক্ষতিজনক কার্য করে |
গৃহশত্রু/ ঘরের শত্রু বিভীষণ | |
গেঁড়াকল, গ্যাঁড়াকল | কঠিন বা জটিল বন্ধন, যে বিপদ থেকে অব্যাহতি পাওয়া কঠিন |
গেঁদে বসা | চেপে বসা, জুড়ে বসা, অধিকার করে বসা |
গেছো | দুর্দান্ত, ডানপিটে |
গেড়ে বসা | চেপে বসা, কায়েমি হয়ে বা অটল হয়ে বসা, দীর্ঘকালের জন্য অনড় হয়ে বসা |
গো গর্দভ | অজমূর্খ, নিরেট মূর্খ |
গোঁজামিল, গোঁজামিলন | বাজে বুঝ দেওয়া মিল, যেন তেন প্রকারে মিল, ফাঁকি[৮৪] |
গোঁৎ/ গোঁতা/ গোত্তা খাওয়া | হঠাৎ টাল খাওয়া বা ঘুরে পড়া |
গোঁৎ/ গোঁতা/ গোত্তা মারা | মাথা কিছু নিচু করে বেগে বা টাল খেতে খেতে নিচে নামা[৮৪] |
অতিশয় অলস, অত্যন্ত কুঁড়ে | |
গোঁফে তা দেওয়া | ভবিষ্যৎ লাভের আশায় উৎফুল্ল হওয়া, বিনা কাজে কেবল শৌখিনতা করে কাটানো |
গোঁয়ারগোবিন্দ | কাণ্ডজ্ঞানহীন, হঠকারী, একগুঁয়ে ও দুঃসাহসী, জেদী ও অত্যন্ত ক্রোধী |
গোকুলে বাড়া | কোন অজ্ঞাত স্থানে লুকিয়ে শক্তিবৃদ্ধি করা |
গোকুলের ষাঁড় | স্বেচ্ছাচারী, যথেচ্ছাচারী ও অনিষ্টকারী, বেকার, ভবঘুরে |
গোগ্রাস | গরুর মতো বড় গ্রাসে দ্রুত গলাধঃকরণ |
গোগ্রাসী | সর্বগ্রাসী |
গোড় গোড় দেওয়া | পায়ের সঙ্গে পা মেলানো, পদাঙ্ক অনুসরণ করা, মতে সম্মতি দেওয়া, পোঁ ধরা, মোসাহেবি করা, চামচে হওয়া |
গোড়ায় গলদ | মূলেই দোষ বা ভুল, সূচনাতেই ত্রুটি |
গোদা পায়ের লাথি | বাইরে দেখতে ভয়ঙ্কর হলেও কার্যত তেমন নয় |
গোনা গাঁথা | কাঁটায় কাঁটায় মাপা বা হিসাব করা, গোনা-গুনতি |
গোনা-গুনতি | নির্দিষ্ট সংখ্যক বা নিতান্ত মাপা অর্থাৎ অল্পসংখ্যক, কমও নয় বেশিও নয়, ঠিকঠিক |
গোবর-গণেশ | হাঁদা, অকর্মণ্য ও স্থূলবুদ্ধি |
গোবর-গাদা | অন্তঃসারশূণ্য |
গোবর-ভরা | অসার, অন্তঃসারশূণ্য, সম্পূর্ণ বুদ্ধিহীন |
গোবরে পদ্মফুল | হীন অবস্থাজাত মহৎ ব্যক্তি, নীচকুলজাত গুণবান ব্যক্তি |
গোবেচারা, গোবেচারি | নিরীহ, শান্তশিষ্ট, নির্বিরোধ ভালো মানুষ |
গোবেড়েন | গরুকে প্রহার করার ন্যায় নির্দয় প্রহার |
গোময় | অসার পদার্থ, সারহীন বস্তু |
গোমূর্খ, গোমুখ্যু | গণ্ডমূর্খ, নিরেট মূর্খ, বর্ণজ্ঞানহীন |
গোর আজাব | ভীষণ যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট |
গোরার বাদ্য | ইউরোপীয় বাজনা, বিলাতি ব্যান্ড পার্টির বাজনা |
গোরে যাওয়া | মারা যাওয়া, মরা, ইন্তেকাল করা |
গোল খাওয়া | পরাজিত হওয়া, হেরে যাওয়া[৮৫] |
গোল দেওয়া | পরাজিত করা, হারানো, বোকা বানানো, কোনো বিষয়ে হারিয়ে লাভবান হওয়া[৮৫] |
গোলক-ধাঁধাঁ | যে স্থানে প্রবেশ করলে বহির্গমনপথ খুঁজে পাওয়া দুষ্কর হয়, দুর্বোধ্য সমস্যা, জটিল বিষয় যার সমাধান পাওয়া কঠিন |
গোলগাল | অতিশয় হৃষ্টপুষ্ট, মোটাসোটা |
গোলাপি/ গুলাবি নেশা | হালকা নেশা |
গোলামখানা | দাসমনোবৃত্তিসম্পন্ন মানুষ তৈরির কারখানা |
গোলামচোর | নিকৃষ্টের সমঝদার |
গোলে হরিবোল দেওয়া | অনেকে থাকার সুযোগে কাজে ফাঁকি দেওয়া, কোনোরকমে দায় উদ্ধার, কোনো রকমে ভাগ মিলানো, গোলমালের মধ্যে কোনোপ্রকারে হিসাব মিলিয়ে নেওয়া |
গোল্লায় যাওয়া | অধঃপাতে যাওয়া, অধোগতি লাভ করা, উৎসন্নে যাওয়া, ধ্বংস হওয়া |
গোহাড় | নিতান্তই অস্থি, নীরস অস্থি, শুকনা হাড়, শুষ্ক কাষ্ঠ |
গৌরচন্দ্রিকা | ভূমিকা, পূর্বাভাস |
গৌরীসেন | চাইলেই যে প্রচুর টাকা দেয় এবং আপত্তি করে না এবং হিসাব নেয় না, সরকার |
গৌরীসেনী | গৌরীসেন নামক প্রবাদোক্ত ব্যক্তি প্রদত্ত অঢেল পরিমাণ, অপরিমিত খরচের জন্য রহস্যজনক উপায়ে প্রাপ্ত |
গ্যাস দেওয়া | মিথ্যা প্রশংসা করে কাউকে খুশি করা |
গ্রন্থকীট | অন্য বিষয়ে খেয়ালশূণ্য গ্রন্থপাঠে একান্ত আসক্ত ব্যক্তি |
গ্রহদোষ, গ্রহবৈগুণ্য | গ্রহের অশুভ প্রভাব, দুর্ভাগ্য |
গ্রহবশত | দূরদৃষ্টবশত |
গ্রহবিপাক | অশুভ গ্রহের প্রভাবহেতু বিপাক |
গ্রহের ফের | গ্রহের অশুভ প্রভাবের ফলে দূরদৃষ্ট |
গ্রাহ্য করা | মান্য করা, পালন করা |
গ্রাহ্য হওয়া | গ্রহণীয় বলে বিবেচিত হওয়া |
ঘসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
ঘটনাক্রমে, ঘটনাচক্রে, ঘটনাসূত্রে | হঠাৎ ব্যাপারবশত, দৈবাৎ |
ঘটিচোর | পাতিচোর, ছিচকে চোর, যে ছোটখাট জিনিস চুরি করে |
ঘটিরাম | নির্বোধ, অনভিজ্ঞ ও অযোগ্য কর্মচারী |
ঘণ্ট পাকানো | তালগোল পাকানো, গুলিয়ে যাওয়া |
ঘণ্টা | কিছুই না, কাঁচকলা, কচু, ঘোড়ার ডিম |
ঘণ্টা পড়া | ঘণ্টা পিটিয়ে সময় জানানো |
ঘণ্টায় ঘণ্টায় | অল্পক্ষণ পরপর, বারবার, প্রতি ঘণ্টায় |
ঘর আলো করা | গৃহের শোভা বর্ধন করা[৮৬] |
ঘর করা | সংসারধর্ম পালন করা, পত্নীরূপে বাস করা |
ঘর কাটা | ছক কাটা[৮৬] |
ঘর খোঁজা | বৈবাহিক সম্বন্ধ স্থাপনের জন্য উপযুক্ত পরিবার সন্ধান |
ঘর গড়া | সংসার করা, বিবাহ করা |
ঘর ছাড়ানো | ঘর ছাড়া করা, উদ্বাস্তু করা |
ঘর জ্বালানী | পরিবারের অশান্তির কারণ |
ঘর জ্বালানে | যে পরিবারের লোকের অশান্তির কারণ |
ঘর জ্বালানো | সংসারের সুখ-শান্তি নষ্ট করা এবং পরিবারবর্গের সর্ববিধ অনিষ্ট সাধন করা, পরিবারের অশান্তির কারণ হওয়া |
ঘর তোলা | ঘর তৈরি করা |
ঘর থাকতে বাবুই ভেজা | সুযোগ থাকতে কষ্ট |
ঘর নষ্ট করা | সংসারের সুখ-শান্তির হানি করা, পরিবারের মর্যাদাহানিকর কাজ করা |
ঘর পাওয়া | বিবাহের জন্য উপযুক্ত ঘরের পাত্রপাত্রী পাওয়া |
ঘর বসানো | প্রজা বসানো, প্রজা বাস করানো[৮৭] |
ঘর বাঁধা | গৃহ নির্মাণ করা বা বসতি স্থাপন করা |
ঘর ভাঙানো | সংসার বিনষ্ট করা |
ঘর মজানো | কুলে কলঙ্ক দেওয়া, বংশের দুর্নাম বা কলঙ্ক সৃষ্টি করা |
ঘরকরনা, ঘরকন্না | গৃহস্থালি, সাংসারিক কাজকর্ম, সংসার, সংসারধর্ম |
ঘরকুনো | বহির্জগতের সাথে সম্পর্কহীন, অমিশুক, অসামাজিক |
ঘরজাত করা | ঘরে মৌজুদ করা[৮৭] |
ঘরপোড়া | আত্মহানিকর[৮৭] |
ঘরপোড়া গরু | বেদনাদায়ক অভিজ্ঞতাসম্পন্ন |
ঘরশত্রু | আত্মীয়স্বজনের ভয়ঙ্কর অনিষ্টকারী |
ঘরশত্রু/ ঘরের শত্রু বিভীষণ | অন্যের সঙ্গে হাত মিলিয়ে আপনজনের শত্রু হওয়া |
ঘরসন্ধানী | যে ঘরের সকল খবর জানে, যে ঘরের গুপ্ত তথ্য জানে এবং ফাঁস করে দেয়[৮৭] |
ঘরে আগুন দেওয়া/ লাগানো | সংসারে অশান্তি ঘটানো, গৃহ-বিবাদ বাধানো, আপন পরিবারে ধ্বংস সাধন করা |
ঘরে পরে | সর্বত্র[৮৭] |
ঘরে বাইরে করা | আকুল বা অধীরভাবে প্রতীক্ষা করা, কারোও প্রতীক্ষায় ব্যাকুল হয়ে বারবার ঘরের বাইরে এসে দেখ |
ঘরে লক্ষ্মী আনা | গৃহে পুত্রবধূ আনা, ঘরে বউ আনা |
ঘরের কথা | পারিবারিক বা স্বদলীয় গোপন কথা |
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো | নিজ অর্থব্যয়ে অনাবশ্যক বিষয়ে উদ্যোগ, অকারণে বিপদের ঝুঁকি মাথায় নেওয়া[৮৭] |
ঘরের লক্ষ্মী | পরিবারের সৌভাগ্য, স্ত্রী, পুত্রবধূ |
ঘষটানো | ক্ষমতার অভাবের দরুণ কোনো বিষয়ে ক্রমাগত চেষ্টা করে চলা, পুনঃপুন আবৃত্তি বা অভ্যাস করে কোনো বিষয় আয়ত্ত করার দুঃসাধ্য চেষ্টা করা |
ঘষা পয়সা | রূপগুণ না থাকার কারণে বিবাহের বাজারে অচল পাত্র বা পাত্রী, অনাদৃত নির্গুণ ব্যক্তি[৮৮] |
ঘষাঘষি | অতিরিক্ত মেশামেশি, অধিক ঘনিষ্ঠতা, মাখামাখি |
ঘষামাজা | ঝকঝকে, তকতকে, পরিষ্কার পরিচ্ছন্ন, বহু চেষ্টায় শিখিয়ে পড়িয়ে দাঁড় করানো বা বানিয়ে তোলা হয়েছে এমন, ঘষটানোর ফলে চালাক-চতুর বা চলনসই |
ঘসির আগুন | ঘুটে পোড়ানো মৃদু উত্তাপযুক্ত আগুন[৮৮] |
ঘষির আগুনের মতো ধিকি ধিকি জ্বলা | দুঃখ শোক চিরকাল জাগরুক থেকে হৃদয়কে ধীরে ধীরে পোড়ানো |
ঘা কতক খাওয়া | কমবেশি প্রহৃত হওয়া |
ঘা কতক বসিয়ে দেওয়া | কিছু মারা, কয়েক ঘা প্রহার করা |
ঘা করা | ক্ষত সৃষ্টি করা |
ঘা খাওয়া | আঘাত পাওয়া, দুঃখ পাওয়া, লোকসান হওয়া, শোকগ্রস্ত হওয়া, ধাক্কা খাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া[৮৮] |
ঘা দেওয়া | মনে কষ্ট দেওয়া, মর্মে আঘাত দেওয়া, বাড়ি দেওয়া, প্রহার করা |
ঘা মারা | আঘাত করা |
ঘা শুকানো | বেদনার প্রশমন হওয়া, শোক নিবৃত্তি হওয়া |
ঘা সওয়া | ক্ষত হওয়া |
ঘাট মানা | দোষ বা ত্রুটি স্বীকার করা |
ঘাট মানানো | দোষ বা ত্রুটি স্বীকার করতে বাধ্য করা |
ঘাট হওয়া | যথেষ্ট বা যথোপযুক্ত সাজা হওয়া |
ঘাটি মানা | ঘাট মানা, হীনতা বা নতি স্বীকার করা, ত্রুটি বা অপরাধ স্বীকার করা |
ঘাটে এসে তরী/ নাও ডোবা | কোনো বিষয়ে সাফল্যের প্রান্তে বা দ্বারপ্রান্তে এসে সমস্ত পণ্ড করা |
ঘাটে ঘাটে | সকল প্রান্তে, সর্বত্র |
ঘাটের কড়ি | স্বর্গ বা বেহেশত অর্থে পরপারে যাওয়ার পুণ্যরূপ কড়ি[৮৯] |
ঘাটের মড়া | অতি বৃদ্ধ |
ঘাড় ধরা | ঘাড়ে হাত দিয়ে বল প্রয়োগ করা অর্থাৎ জোরজবরদস্তি করা[৮৯] |
ঘাড় নাড়া | সম্মতি বা অসম্মতি নির্দেশ |
ঘাড় পাতা | দায়িত্ব গ্রহণ বা গ্রহণে সম্মত হওয়া |
ঘাড় ফুলানো | স্পর্ধা জ্ঞাপন করা[৯০] |
ঘাড় ভাঙা/ ভাঙ্গা | জবরদস্তিতে আদায় করা, জোর করে খরচ করতে বাধ্য করা, পরের ওপর জোর খাটিয়ে নিজের কার্য সাধন করা, পরের অর্থব্যয় ঘটিয়ে আপন কার্য সাধন করা |
ঘাড়ধাক্কা | গলা ধাক্কা |
ঘাড়ে করা/ নেওয়া | দায়িত্ব গ্রহণ করা, দায় স্বীকার করা |
ঘাড়ে চাপা | ভরণ-পোষণের জন্য অন্যের গলগ্রহ হওয়া, পরের ওপর নির্ভরশীল হওয়া, কার্যোদ্ধারের জন্য অন্যের ওপর চাপ দেওয়া, ভর করা বা হওয়া[৯০] |
ঘাড়ে জোয়াল | কাঁধে অতিরিক্ত চাপ বা ভার |
ঘাড়ে দুটো মাথা থাকা | অসম সাহসী হওয়া, অত্যন্ত দুঃসাহসী হওয়া |
ঘাড়ে ভূত চাপা | দুষ্টবুদ্ধি বা কুমতলব মাথায় আসা |
ঘাড়ে হাগা | দুষ্টবুদ্ধিতে অপরকে ডিঙিয়ে যাওয়া বা জব্দ করা, অন্যের ওপর যা খুশি তা করা |
ঘাড়ে-গর্দানে | স্কন্ধ থেকে মস্তক পৃথক বলে বোধ হয় না এরূপ স্থূল, অত্যন্ত স্থূল |
ঘাতঘোত | অন্ধিসন্ধি, কাজের অনুকূল ফাঁক বা সুযোগ |
ঘাতে-অঘাতে | যখন তখন, আচমকা, দেহের নানাস্থানে |
ঘাতের ভাই | যে উদ্দেশ্য হাসিলের জন্য ভাই সম্বন্ধ পাতায়, ফন্দিবাজ, মতলববাজ |
ঘানি টানা | গতানুগতিক জীবন অতিকষ্টে বহন করা, দুর্বহ জীবন টেনে চলা, জেল খাটা, কারাদণ্ড ভোগ করা |
ঘানি পেষা | শ্রমসাধ্য কাজ করা, শ্রমসাধ্য কাজ করে দীর্ঘদিন চলা |
ঘানিতে জোড়া | দীর্ঘকাল পরিশ্রম করতে হবে এমন কাজে নিয়োগ করা |
ঘায়-অঘায় | জায়গার পরিবর্তে অজায়গায়, মর্মস্থলে |
ঘাপটি মারা | প্রচ্ছন্নভাবে অপেক্ষা করা, ওত পেতে থাকা, লুকিয়ে বসে থাকা |
ঘাপটি মেরে | গুপ্তভাবে |
ঘাপলায় ফেলা | বিপদে ফেলা |
ঘাম ছোটা | অত্যধিক পরিশ্রম হওয়া |
ঘাম দিয়ে জ্বর ছাড়া | ভয় বা উদ্বেগ কেটে যাওয়া, বিপদের কারণ দূর হওয়া, হাঁফ ছেড়ে বাঁচা, আশ্বস্ত হওয়া |
ঘামানো | খাটানো, শ্রান্ত করা, শ্রম করানো |
ঘাস কাটা | বৃথা কাজে সময় নষ্ট করা বা কিছুই না করা |
ঘাস খাওয়া | তৃণভোজী পশুর মতো নির্বুদ্ধি হওয়া[৯১] |
ঘুঁটি/ গুঁটি চালা | কোনো কার্যোদ্ধারের জন্য সুচিন্তিতভাবে পদক্ষেপ করা বা কৌশল খাটানো |
ঘুঁটে কুড়ানি/ কুড়ুনি | সহায়সম্বলহীনা |
ঘুঘু চড়ানো | সর্বনাশ করা, সমূহ সর্বনাশ করা, ধ্বংস করা |
ঘুণ পরিমাণ | সামান্য পরিমাণ, স্বল্প পরিমাণ |
ঘুণাক্ষরেও | সামান্যতম ইঙ্গিত বা আভাস |
ঘুম ঘুমানো | |
ঘুম চটে যাওয়া | নিদ্রার আবেশ ঘুচে যাওয়া, তন্দ্রা ছুটে যাওয়া, তন্দ্রালু ভাব দূর হওয়া |
ঘুম দেওয়া/ যাওয়া/ লাগানো | ঘুমানো |
ঘুম ধরা/ পাওয়া | নিদ্রাবেশ বা নিদ্রাকর্ষণ হওয়া |
ঘুম পাড়ানো/ পাড়ানি | নিদ্রাকর্ষণে সাহায্য করা, নিদ্রিত করতে চেষ্টা করা, নিদ্রা আনতে সাহায্য করে এরূপ, নিদ্রিত করায় এরূপ |
ঘুমন্ত | অচেতন, নির্জীব[৯২] |
ঘুরঘুর/ ঘোরাঘোরি | কোনো কার্য উদ্ধারের জন্য ক্রমাগত যাতায়াত |
ঘুরপাক খাওয়া | চক্রাকারে অনবরত আবর্তন, ঘুরে যাওয়া, ঘূর্ণিত হওয়া |
ঘুরানো/ ঘোরানো | মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার ফিরিয়ে দেওয়া |
ঘুষোঘুষি খেলা | মুষ্টিযুদ্ধ |
ঘুষোঘুষি লড়া | মুষ্টিযুদ্ধ করা |
ঘুসিয়ে দেওয়া | নানাপ্রকার দ্রব্যের মধ্যে ঢুকিয়ে মিশিয়ে দেওয়া |
ঘূর্ণিতনয়ন, ঘূর্ণিতনেত্র | প্রচণ্ড ক্রোধের লক্ষণস্বরূপ চক্ষুতারকা বিস্ফোরিত ও চঞ্চল হয়ে পাক খাচ্ছে এরূপ |
ঘূর্ণিপাক | |
ঘেউ ঘেউ | অনবরত নিষ্ফল বকবক |
ঘেঁচু করা | কিছুই করতে না পারা |
ঘেন্না করা | গা ঘিন ঘিন করা |
ঘেন্নাপিত্তি | লজ্জার কথা, মাথা কাটা যাওয়ার কথা |
ঘেয়ো কুত্তা | অপরিচ্ছন্ন নির্লজ্জ, ঘৃণাজনক অর্থে তিরস্কারে ব্যবহৃত |
ঘোঁজঘাঁজ, ঘোঁচঘাঁচ | অপরিসর জায়গা, সংকীর্ণ স্থান, আড়াল আবডাল, আনাচ-কানাচ |
ঘোঁট পাকানো | জটলা পাকানো, আন্দোলন সৃষ্টি করা, দলাদলি সৃষ্টি করা, জট পাকানো, পেঁচ পড়ানো, জটিলতা সৃষ্টি করা |
ঘোঁটমণ্ডল | কলঙ্কজনক কোনো কাহিনী নিয়ে গ্রামের লোকদের মধ্যে কথাবার্তা ও আলাপ-আলোচনা, গোলমাল বা চেঁচামেচিসহ বিশৃঙ্খলা, হট্টগোল, এলোমেলো প্রবাহ |
ঘোড়দৌড় করানো | বেদম দৌড়াদৌড়ি করিয়ে নাজেহাল করা |
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া | উপরওয়ালা বা মুরুব্বিকে অতিক্রম বা অগ্রাহ্য করে কার্যোদ্ধারের চেষ্টা |
ঘোড়া দেখে খোঁড়া হওয়া | যানবাহন দেখে হাঁটতে অনিচ্ছা প্রকাশ, অন্যকে দেখে কাজ করতে অনিচ্ছা, কাজ করার লোক দেখলে সেই সুযোগ গ্রহণ করে আলস্য করা |
ঘোড়ায় জিন দিয়ে আসা | অত্যন্ত ব্যতিব্যস্ত ভাব, তিলেক বিলম্বে অস্থিরতার ভাব |
ঘোড়ার কামড় | কঠিন আক্রমণ, খুব জেদ |
ঘোড়ার ঘাস কাটা | কিছু না করা, কোনো কাজ না করা, অলসভাবে সময় কাটানো |
ঘোড়ার ডিম | কিছুই না, অসম্ভব বস্তু, অসার বস্তু |
ঘোড়ারোগ | প্রবলাকাঙ্ক্ষা, সাধ্যাতিরিক্ত শৌখিনতা, সাধ্যাতীত বড়মানুষি করার চেষ্টা, উৎকট বাতিক |
ঘোপঘাপ | আনাচকানাচ, লুকানোর উপযুক্ত সংকীর্ণ স্থান |
ঘোর লাগা | ধাঁধাঁপূর্ণ, ধাঁধাঁ লাগানো, বিভ্রান্তিকারী |
ঘোরদর্শন | ভয়ানক মূর্তি, বিকটাকার |
ঘোরপ্যাঁচ, ঘোরপেঁচ | গোলমাল, জটিলতা, কুটিলতা |
ঘোল খাওয়া | বেকায়দায় পড়া, বিপন্ন অবস্থায় বিব্রত হওয়া, সম্পূর্ণ পরাজিত হওয়া, নাকাল হওয়া |
ঘোল খাওয়ানো | নাকাল করা, নাজেহাল করা, অপদস্থ করা, শায়েস্তা করা |
ঘ্যাঁট | বিচিত্র বস্তুর একত্র সমাবেশ |
ঘ্যানঘ্যান | একঘেয়ে কাতর প্রার্থনা, টানা সুরে বকবক |
ঘ্যানঘ্যান প্যানপ্যান | অনবরত নাকি কান্না ও অনুযোগ, দীর্ঘকালব্যাপী সরোদন অনুযোগ-অভিযোগ |
ঘ্যানঘ্যানানি | একঘেয়ে বিরক্তিকর উক্তি বা অভিযোগ অথবা কাতর প্রার্থনা |
ঘ্যানর ঘ্যানর | অবিরাম অনুযোগ বা অনুনয়ের নাকি কান্না, একটানা বিরক্তিকর শব্দ |
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২০৬।
- ↑ ক খ গ ঘ ঙ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২০৭।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২০৯।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১৪।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১৫।
- ↑ ক খ গ ঘ ঙ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১৯।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২২১।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২২৩।
- ↑ ক খ গ ঘ ঙ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩০।
- ↑ ক খ গ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩১।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩২।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩৫।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩৬।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩৫, ২৩৬।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩৭।
- ↑ ক খ গ ঘ ঙ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩৮।
- ↑ ক খ গ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৩৯।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪০।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪১।
- ↑ ক খ গ ঘ ঙ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪২।
- ↑ ক খ গ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪৩।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪৪।
- ↑ ক খ গ ঘ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪৫।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪৭।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫০।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫১।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫৫।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫৬।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫৮।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫৯।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৬০।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৬৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৬৫।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৭২।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৭৭।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৮০।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৮৩।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৮৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৬২।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৮৬।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৯২।
- ↑ ক খ গ ঘ ঙ চ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৯৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৯৭।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩০১।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩০৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩০৭।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১২।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১৩।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১৫।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১৬।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১৮।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১৯।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২১।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২৩।
- ↑ ক খ গ ঘ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২৫।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২৬।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২২।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩১।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩২।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩৩।
- ↑ শব্দার্থ ও টীকা: লালসালু, সৈয়দ ওয়ালীউল্লাহ; পৃষ্ঠা ৮৫; সহপাঠ, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, শিক্ষাবর্ষ ২০১৮-১৯, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ
- ↑ ক খ গ ঘ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩৫।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩৬।
- ↑ ক খ গ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩৭।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৩৯।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪২।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪৩।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪৬।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪৭।
- ↑ ক খ গ ঘ ঙ চ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪৮।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪৮, ৩৪৯।
- ↑ ক খ গ ঘ ঙ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫০।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫১।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫২।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫৪।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫৬।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৬২।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৬৪।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৬৯।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭৪।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৮২।
- ↑ ক খ গ ঘ ঙ চ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৮৩।
- ↑ ক খ গ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৮৪।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৮৫।
- ↑ ক খ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৮৬।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৮৭।
- ↑ ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৮৮।