ব্যবহারকারী:MeMridul/খেলাঘর

আমার অধিকার ও আইন
নীতিবাক্যআইন জানুন সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে [১]
গঠিতমে ২০১৫; ৮ বছর আগে (2015-05)
প্রতিষ্ঠাতাহাসানুল হক মৃদুল
ধরনশিক্ষামুলক, প্রযুক্তিমুলক সংস্থা
আলোকপাতঅনলাইন শিক্ষা
অবস্থান
পরিষেবা
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
মালিকহাসানুল হক মৃদুল
মূল ব্যক্তিত্ব
হাসানুল হক মৃদুল (সিইও)
স্টাফ (২০১৭)
৫৭
ওয়েবসাইটamarodhikaroain.blosoot.com

আমার অধিকার ও আইন হল একটা আইন শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা করেন হাসানুল হক মৃদুল। এর মূল উদ্দেশ্য সবার কাছে আইন এর বিষয় গুলো পৌছে দেয়া। একজন মানুষ যখন আইন জানবে তখন সে আইন বিষয়ে সচেতন হবে যা সুনাগরিক গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ন উপাদান। আমাদের পাঠ্যক্রমে আইন শিক্ষা বাধ্যতামূলক নয়, কিন্তু তার পরেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী একজন নাগরিক দেশের সব আইন জানেন বলেই ধরে নেয়া হয়।

শিক্ষা পদ্ধতি সম্পাদনা

এই প্রতিষ্ঠান ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে শিক্ষা দান করে থাকে। বর্তমানে এই প্রতিষ্ঠানে সাড়ে চব্বিশ হাজার সক্রিয় সদস্য আছে।[২]

ইতিহাস সম্পাদনা

২০১৫ সালে হাসানুল হক মৃদুল আমার অধিকার ও আইন প্রতিষ্ঠা করেন।[৩] সেই সময় তিনি আশা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র ছিলেন। বাংলাদেশে সকল মানুষ যাতে আইন জানতে পারে সে উদ্যেশ্য কে সামনে রেখে তিনি একটি অনলাইন প্লাটফর্ম সৃস্টি করেন যাতে করে ঘরে বসেই যে কেউ আইনের ছোট ছোট বিষয় গুলো জানতে পারে৷

কার্যক্রম সম্পাদনা

আমার অধিকার ও আইন যে সব বিষয়ে আলোচনাকরে  : [তথ্যসূত্র প্রয়োজন]

  • দন্ডবিধি
  • এভিডেন্স এক্ট
  • ফৌজদারি কার্যবিধি
  • দেওয়ানি কার্যবিধি

জুলাই ২০১৮ অনুযায়ী এই ওয়েবসাইট ৪০০০ শিক্ষণীয় ভিডিও, ১০০ স্মার্টবুক ৩৯৬৫ টি কুইজ এবং ২৫৫টি লাইভ বা সরাসরি ক্লাস করেছে। [৪][৫]

পুরস্কার সম্পাদনা

তথ্য প্রয়োজন

তথ্যসুত্র সম্পাদনা

  1. "About"Amar Odhikar O Ain 
  2. আমার অধিকার ও আইন এর ফেসবুক গ্রুপ
  3. "আইন জানুন"দৈনিক কালের কণ্ঠ 
  4. "Bangladesh's 10 Minute School wins another award"Arab News (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-১১। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৫ 
  5. Nisikto

বহিঃসংযোগ সম্পাদনা

  • কোনো ইউআরএল পাওয়া যায়নি। অনুগ্রহ করে, এখানে একটি ইউআরএল দিন বা একটি উইকিউপাত্ত যোগ করুন।

বিষয়শ্রেণী:শিক্ষামূলক ওয়েবসাইট বিষয়শ্রেণী:অনলাইন অলাভজনক প্রতিষ্ঠান বিষয়শ্রেণী:অনলাইন শিক্ষা বিষয়শ্রেণী:২০১৩-এ প্রতিষ্ঠিত বিষয়শ্রেণী:অনলাইন শিক্ষাবিনোদন বিষয়শ্রেণী:শিক্ষাগত ভিডিও ওয়েবসাইট বিষয়শ্রেণী:বাংলাদেশি উদ্যোগ