ব্যবহারকারী:Md. Sadiq Iqbal/খেলাঘর

মাহবুবউল আলম হানিফ
জন্ম০২ জানুয়ারী, ১৯৫৯
গ্রাম- বাহিরচর ষোলদাগ,
উপজেলা- ভেড়ামারা,
জেলা- কুষ্টিয়া
শিক্ষাব্যবস্থাপনা বিভাগে অনার্সসহ মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
পেশাব্যবসা (ট্রেডিং, টেক্সটাইল, কেমিক্যাল, আইটি, পেস্টিসাইড)
অফিসকনকর্ড পুলিশ প্লাজা , টাওয়ার ২, লেভেল-৯, গুলশান-১, ঢাকা
রাজনৈতিক দলযুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ
দাম্পত্য সঙ্গীমিসেস ফৌজিয়া আলম
শিক্ষাগত যোগ্যতা- ইংরেজী বিভাগে অনার্সসহ মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়
সন্তানফাহিম আফসার আলম (ছাত্র)
ফারহান সাদিক আলম (ছাত্র)
তানিশা আলম(ছাত্রী)
পিতা-মাতা
  • মরহুম আলহাজ্ব আফছার আলী (পিতা)
  • মরহুমা রহিমা আফছার (মাতা)
আত্মীয়জনাব রবিউল আলম (ভাই)
জনাব রশিদুল আলম (ভাই)
জনাব শহদিুল আলম (ভাই)
জনাব রফিকুল আলম চুন্নু (ভাই)
মরহুমা আলেয়া বেগম (বোন)
মিসেস আজিজা খানম (বোন)
মিসেস ফাতেমা আশরাফি (বোন)
মিসেস আফরোজা ইয়াসমিন (বোন)

১৯৫৯ সনে বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বাহিরচর ষোলদাগ গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা রেলওয়ের কর্মকর্তা থাকার সুবাদে পাকশী রেলওয়ে কলোনীতে বসবাস এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেন ঈশ্বরদী থানাধীন পাকশীতে। আওয়ামী পরিবারে জন্মগ্রহন  করার সুবাদে আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।  পরে ঢাকা কলেজে ভর্ত্তি হয়ে লেখাপড়া করেন। কলেজ জীবনেও তিনি সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে দেশ, জাতি, সমাজ ও ছাত্র জীবনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

ব্যবসার পাশাপাশি ১৯৮৬ সালে ভেড়ামারা থানা বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু। এরপর ১৯৯২ সালে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সদস্য, ১৯৯৬ সালে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগের ১৮তম কাউন্সিল এর মাধ্যমে প্রথম বার কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। পরবর্তীতে ২০১২, ২০১৬ ও ২০১৯ সালে অনুষ্ঠিত ১৯, ২০ ও ২১তম কাউন্সিলেও তাঁকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুনঃ দায়িত্ব প্রদান করা হয়। ২০১০ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সনে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ ( মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় প্রার্থী হিসাবে অংশ গ্রহন করেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচনে অংশ গ্রহন কিন্তু অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০০৭ এর নির্বাচনে পার্শ¦বর্তী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দলীয় মনোনয়ন প্রাপ্ত হলেও দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে উক্ত নির্বাচন স্থগিত করা হয়। ২০০৮ সনে ৯ম জাতীয় নির্বাচনে পূনরায় কুষ্টিয়া-২ আসনে দলের মনোনীত প্রার্থী হলেও জোটগত নির্বাচনের স্বার্থে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে হয়েছিল। পরবর্তীতে ২০১৪ এর ১০ম জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথম বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন[১]

ভাই- বোন পরিচিতি সম্পাদনা

জনাব রবিউল আলম (ভাই) সম্পাদনা

কানাডা প্রবাসী ( কানাডা সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা)

শিক্ষাগত যোগ্যতা- ভূগোল বিষয়ে অনার্সসহ মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৯৬৪ সালে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য প্রথমে ইংল্যান্ড ও পরে কানাডা গমন করেন এবং পরবর্তীতে কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগ এর রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন এবং ১৯৬২/৬৩ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাঙালি হিসাবে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখেন।

জনাব রশিদুল আলম (ভাই) সম্পাদনা

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা

উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ

সাবেক সচিব (সংস্থাপন মন্ত্রণালয়), বাংলাদেশ সচিবালয়

শিক্ষাগত যোগ্যতা- গনিত বিভাগ এ অনার্সসহ মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়

সাবেক ছাত্র সংসদ, ফজলুল হক হল

বিএনপি সরকার ক্ষমতা গ্রহনের পর পরই বাধ্যতামূলক অবসরের মাধ্যমে চাকুরীচ্যুত করা হয়।

জনাব শহদিুল আলম (ভাই) সম্পাদনা

শিক্ষাগত যোগ্যতা- পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়

অবঃ সরকারী কর্মকর্তা

জনাব রফিকুল আলম চুন্নু (ভাই) সম্পাদনা

ব্যবসায়ী

শিক্ষাগত যোগ্যতা- এইচ এস সি

সভাপতি, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ

মরহুমা আলেয়া বেগম (বোন) সম্পাদনা

স্বামী- মরহুম নুরুল ইসলাম

সাবেক কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে।       

মিসেস আজিজা খানম  (বোন) সম্পাদনা

শিক্ষাগত যোগ্যতা- ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্সসহ মাষ্টার্স

সহ-সভাপতি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ।

স্বামী- মরহুম খলিলুর রহমান খাঁন

সাবেক প্রধান প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ বিমান বাহিনী

মিসেস ফাতেমা আশরাফি (বোন) সম্পাদনা

শিক্ষাগত যোগ্যতা- বি এ

স্বামী- এ,এইচ,এম নুরুদ্দীন

সাবেক অতিঃ উপ-মহা পুলিশ পরিদর্শক

বিএনপি সরকার ক্ষমতা গ্রহনের পর পরই বাধ্যতামূলক অবসরের মাধ্যমে চাকুরীচ্যুত করা হয়।

বর্তমান স্বপরিবারে কানাডা প্রবাসী।

মিসেস আফরোজা ইয়াসমিন  (বোন) সম্পাদনা

শিক্ষাগত যোগ্যতা- লাইব্রেরী সাইন্স বিষয়ে অনার্সসহ মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়

স্বামী- প্রকৌশলী রফিকুল আলম

চাকুরীজীবি

স্ব-পরিবারে কানাডা প্রবাসী

কথোপকথন  আর্কাইভ সম্পাদনা

  1. হেফাজতের কাঁধে বসে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে - https://www.youtube.com/watch?v=m3DFMZ2dGk0
  2. পৌর নির্বাচন সম্পর্কে মন্তব্য - https://www.youtube.com/watch?v=GtLpj4reyEk
  3. কাদের মোল্লায় কামরুল ইসলামের আবেদনের পর্যালোচনা করুন - https://www.youtube.com/watch?v=UokyEY4229c
  4. কুষ্টিয়া  রবীন্দ্র বিশ্ব  বিদ্যালয়  নির্মাণ ঘোষণা - https://www.youtube.com/watch?v=_xCW1TgKRFE
  5. খন্দকার দেলোয়ারের মৃত্যু প্রসঙ্গে - https://www.youtube.com/watch?v=1fxmSCSbxik
  6. ১৪ দল - https://www.youtube.com/watch?v=laMh-xUz2vo
  7. আলোচনা পর্ব - https://www.youtube.com/watch?v=_3b326XhdWc
  8. গ্রামীণ ব্যাংক : জাতির গৌরব পুনরুদ্ধারের ডাক - https://www.youtube.com/watch?v=LeUv68Lj9BU
  9. কুষ্টিয়ায় আলোচনা ১ - https://www.youtube.com/watch?v=xCZSfp13KJc
  10. কুষ্টিয়ায় আলোচনা ২ - https://www.youtube.com/watch?v=-XPyYAwMlCk
  11. কুষ্টিয়ায় আলোচনা ৩ - https://www.youtube.com/watch?v=JObV6K_lhlc
  12. যুবলীগের একটি প্রোগ্রামে আলোচনা - https://www.youtube.com/watch?v=RS2THS1kU9I
  13. কুষ্টিয়ায় আলোচনা ৪ - https://www.youtube.com/watch?v=BGU9fa5T5UA

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Constituency 77_10_Bn"www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৪-০১