ব্যবহারকারী:Kalikinkor/শ্মশানকালী

শ্মশানকালীঃ শ্মশান কালী দশমহাবিদ্যার প্রথম বিদ্যা "কালী/কালিকা"র এক রূপ।দেবী কালিকা ব্রহ্মময়ি। তিনি একাধারে নিরাকার আবার সাকারও বটে।কালী বিদ্যা- মহাবিদ্যা।মা কালির ধ্যান বর্ণিত স্থূল রূপ এক সঙ্কেত তথা রূপক মাত্র।কালীকুল শরনাপন্ন হয়ে তান্ত্রিক কুল দীক্ষা ব্যাতিত এই কালীরূপ বা বিদ্যার প্রকৃত মর্ম উপলব্ধি অসম্ভব।শ্মশান কালির ধ্যানবর্ণিত রূপ হল -

"এই দেবী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ শুস্ক শরীরবিশিষ্টা। রক্তিমাভ চক্ষু বিশিষ্টা। এনার কেশ আলুলায়িত।এই দেবীর ডান হাতে সদ্য ছিন্ন নরমুণ্ড ও বাম হাতে আসবপূর্ণ নরমুণ্ড নির্মিত পানপাত্র।দেবী সর্বদা ক্ষুৎ পিপাসান্বিত ও শবরূপী সদাশিবের উপর দন্ডায়মানা।কপালে অর্ধচন্দ্র শোভিতা। "

মা কালির রূপ শতসহস্রও।তাই কমলাকান্ত ভট্টাচার্জ তার শ্যামাসংগীতে বলেছেন - "শ্যামা কখনো শ্বেত, কখনো পীত , কখনো নীললোহিত হে। " মানুষ তার প্রয়োজনে যেমন যেমন ভাবে কালিকার সাধনা করেছেন, মা তার সাধককে সেই কর্মের প্রয়োজন অনুরূপ রূপে প্রতিভাত হয়েছেন।কালী সব রূপই স্মশানবাসিনী। তবে গৃহস্থের অন্দরে তার আরাধনা মূলত দক্ষিণা কালিকা বা রক্ষাকালী রূপেই।তবে প্রথমেই যে বললাম - কালী বিদ্যা সঙ্কেত বা রূপক ধর্মী। তাই এই শ্মশান কাকে বলে আর তার অবস্থানই বা কোথায় সেটা সদগুরুই বোঝাতে সক্ষম।তবে প্রচলিত নিয়ম অনুসারে শ্মশানকালীকে মানুষ শ্মশানেই পুঁজো করতে অভ্যস্থ।

এই শ্মশান কালীর পূজায় প্রচলিত মানুষ আর কিছু তান্ত্রিক মৎস ,মাংস আর মদ্য উপাচার দ্বারা পূজা করে থাকেন। তবে , এই তান্ত্রিক মৎস,মাংস বা মদ্য স্বুল বুদ্ধিতে যে জিনিসকে নির্দেশ করে , আসলে তা এক সঙ্কেত মাত্র। সদগুরুর সাহায্য পেলে তবেই এই পঞ্চ ম-কারের প্রকৃত অর্থ উপলব্ধি সম্ভব।বাস্তবে পঞ্চ ম-কারের সাধনা করা সাধকের সংখ্যা অতি বিরল। এই শ্মশান কালীর পূজায় অন্যান্য সবকিছু দক্ষিণা কালিকা পূজার অনুরূপ।পূজা যন্ত্রে সামান্য কিছু প্রভেদ বর্তমান।বীজমন্ত্র দক্ষিণা কালিকার মন্ত্র হতে ভিন্ন। তবে মনে রাখতে হবে , মা কালীর মূল বীজ যে কোন রূপভেদেও এক ও অভিন্ন।

বাঙলার প্রায় সব শ্মশানেই শ্মশান কালী পূজা হয়। কোথাও নিত্য আবার কোথাও বা বাৎসরিক পূজা হয়ে থাকে।

যার পায়ে একবার মাত্র একটি জবাফুল আর বেলপাতা নিবেদন করতে পারলেই সমগ্র দেবদেবীরা পর্যন্ত ধন্য হন , তার পরম পদ প্রত্যেক মানুষের কাম্য হওয়া উচিৎ।

আমার কালী মায়ের কাছে কেবল শনি -মঙ্গলবার বলে নয়- যেকোনো দিনই ঠিকমতো ও সঙ্গত যা যা চাওয়া যায়, দয়াময়ী মা তার সেই সব বাসনা ঠিক পূর্ণ করেন।