ব্যবহারকারী:Kaisernahid/রাকিবুল হাসান লাকি

রাকিবুল হাসান লাকি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও শহীদ হন।

জীবন সম্পাদনা

লাকীর পিতা আবদুল হালিম তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন সরকারী কর্মকর্তা ছিলেন। আবদুল হালিমের ছয় পুত্রই মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁদের মাঝে বখতিয়ার হাসান মাখন, রাকিবুল হাসান লাকি, কামরুল হাসান রতনইকবাল হাসান শাহার পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন। দুই পুত্র আখতিয়ার হাসান মিলনফখরুল হাসান খোকন জীবিত অবস্থায় যুদ্ধ শেষে ঘরে ফেরেন।

মুক্তিযুদ্ধে অবদান সম্পাদনা

মুক্তিযুদ্ধের প্রারম্ভে ২৫শে মার্চের পর লাকি তাঁর অন্য পাঁচ ভাইয়ের সাথে নিজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যান এবং সেখানে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। লাকি এবং সাহার ঢাকা শহরে অনেক গেরিলা যুদ্ধে অংশগ্রহন করেন। তারা উভয়ে গ্রীন রোড স্টাফ কলোনী অপারেশনে অংশ নেন এবং ততকালীন গভর্নর এবং রাজাকার মোনেম খান-কে হত্যার চেষ্টা করেন। লাকী, আব্দুল হালিমের পঞ্চম সন্তান। তিনি গণফোরাম-এর সাধারন সম্পাদক[১] এবং মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুর[২] নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অনেক গেরিলা যুদ্ধে সাহসের সাথে অংশগ্রহন করেন।[৩]

মৃত্যু সম্পাদনা

১৯৭১ সালে যুদ্ধের শেষদিকে বড় ভাই রতন-এর কথামত লাকী তাদের ৪৫/এফ তেজতুরী বাজারের বাড়িতে দেখা করতে আসার পথে ধরা পড়ে। মাখন এবং লাকীর মৃতদেহ খুজে পাওয়া যায়নি। ধারণা করা হয়, মাখন এবং লাকীকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে পাকিস্তানি বাহিনী হত্যা করে।[৪] [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Independent BD, "Plot on to hold stage-managed poll: Dr Kamal", November 22, 2013
  2. The Daily Star, "Those days of dark, intense fear", August 1, 2009
  3. The Daily Star, "The Story of Six Brothers", Akbar Hossain, December 14, 2004
  4. The Daily Star, "Death anniversary of five martyrs", December 14, 2007