ব্যবহারকারী:Jakie-ul Hassan/প্রফেসর আখতার ইমাম

জন্ম ১৯১৭ সালের ৩০ ডিসেম্বর ঢাকার নারিন্দায় মাতামহের বাড়িতে। ১৯৩৩ সালে ম্যাাট্রিকুলেশন এবং ১৯৩৫ সালে ইন্টারমিডিয়েট প্রথম বিভাগে ইডেন স্কুল এ্যান্ড ইন্টারমিডিয়েট কলেজ ফর গার্লস থেকে। ১৯৩৭ সালে দর্শন শাস্ত্রে অনার্স কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেথুন কলেজ থেকে। ছাত্রীদের মধ্যে অনার্সে প্রথম স্থান অধিকার করায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ’গঙ্গামণি দেবী স্বর্ণ পদকে ভূষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৪৫ সালে দর্শন শাস্ত্রে এমএ পার্ট ওয়ানে প্রথম শ্রেণীতে প্রথম এবং ১৯৪৬ সালে পার্ট টু-তে দ্বিতীয় শ্রেণীতে প্রথম এবং উত্তীর্ণ তালিকায় দ্বিতীয় স্থান লাভ। অবিভক্ত বাংলায় ’বেঙ্গল মুসলিম এজ্যুকেশন ভান্ডের সরকারী ওভারসিজ বৃত্তি’ পেয়ে ১৯৫২ সালে ইউনির্ভারসিটি কলেজ লন্ডন থেকে দর্শনে পুনরায় এমএ ডিগ্রী লাভ এবং ১৯৬৩-৬৫ দুবছর যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে উচ্চতর গবেষণা। চলি−শ দশকের মাঝামাঝি থেকে ১৯৫৬’র মার্চ পর্যন্ত ইডেন স্কুল ও কলেজে এ্যাসিস্ট্যান্ট টিচার ও লেকচারার পদে শিক্ষাকতা। ১৯৫৬ সালের মার্চ মাসে পদোন্নতি পেয়ে ঢাকা কলেজের প্রথম মহিলা প্রফেসর এবং প্রথম মহিলা বিভাগীয় প্রধান হিসেবে যোগদান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল ’উইমেন্স হল’ (পরবর্তীতে ’রোকেয়া হল’) এর প্রথম ও স্থায়ী প্রভোস্ট পদে যোগদান ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ১৯৫৩ সাল থেকে কয়েক বছর খন্ডকালীন ও পরে নিয়মিত শিক্ষাকতা এবং ১৯৬৮-৬৯-এ বিভাগীয় প্রধানের দায়িত্ব লাভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা বিভাগীয় প্রধান এবং দর্শন বিভাগের প্রথম মহিলা শিক্ষক।

ইউনিসেফ, ইউনেস্কো এবং দেশ-বিদেশের সরকার ও প্রতিষ্ঠান কর্তৃক আমন্ত্রিত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিভিন্ন দেশ ভ্রমন।

১৯৬৮ সালে ’পাকিস্থান ফিলসফিক্যাল কংগ্রেস’ এর পঞ্চদশ অধিবেশনে জেনারেল প্রেসিডেন্ট নির্বাচিত (এবং এ ক্ষেত্রেও মহিলা হিসেবে প্রথম)। এই কংগ্রেসের এক দফা যুগপৎ ট্রেজারার ও সেক্রেটারির দায়িত্ব পালন। বাংলাদেশ দর্শন সমিতি’র প্রথম প্রেসিডিয়ামের আহবায়ক। ’বাংলাদেশ দর্শন কংগ্রেসের অন্যতম সদস্য ছিলেন। বাংলাদেশ লেখিকা সংঘ-এর তিন বছর সভানেত্রীর দায়িত্ব পালন। প্রবীণ মহিলা সংগঠন ’হেমন্তিকা’র (১৯৯১ সালের ফেব্র“য়ারি মাসে প্রতিষ্ঠার সময় থেকে) সভানেত্রীর দায়িত্ব পালন।

শিক্ষা, নারী অধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০০২ সালের ’বেগম রোকেয়া পদক’এ ভূষিত।

বাংলা ও ইংরেজিতে বহু প্রব›দ্ধ ছাড়াও প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৫।

৯২ বছর বয়সে ২০০৯ সালের ২২ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।