ব্যবহারকারী:Ismailfaruquekhan/ইসলামী ঐক্য আন্দোলন

ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক ও বাহক। বাংলা ভাষী জনগনের মধ্যে বিংশ শতাব্দির চল্লিশের দশকের মাঝামাঝি সময় ইসলামী আন্দোলনের বীজ বপনকারী ও পরবর্তীতে এক দশকেরও বেশিকাল যাবত আন্দোলনের নেতৃত্বদানকারী মুজাহিদ ও মুজতাহিদ হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম (র.) ১৯৭৬ সালে ব্যাপক ভিত্তিক ইসলামী দল 'ইসলামীক ডেমোক্রেটিক লীগ' (আইডিএল) গঠন করেন। আন্দোলনের ধারাবাহিকতায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ করা এবং এজন্যে কার্যকর গণআন্দোলন গড়ে তোলার চেতনাকে প্রতিফলিত,সুসংহত, সুদৃঢ় ও শাণিত করার লক্ষে ১৯৮৪ সালের ৩০ নভেম্বর সংগঠনের নাম পরিবর্তন করে 'ইসলামী ঐক্য আন্দোলন' রাখা হয়। এ পরিবর্তন শুধু নামের পরিবর্তন ছিলনা, বরং এ ছিল বাংলাদেশে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এক নবতর ধারার সূচনা। ইসলামী ঐক্য আন্দোলন আল্লাহ্‌র যমীনে আল্লাহ্‌র দ্বীন কায়েমের লক্ষ্যে সূচিত ও পরিচালিত নবুওয়াতী ধারার একটি আন্দোলন। এটি প্রচলিত অর্থের কোন ইসলামী রাজনৈতিক দলমাত্র নয়, বরং আক্ষরিক অর্থেই একটি পূর্নাঙ্গ ইসলামী আন্দোলন। দ্বীন ইসলামকে সঠিকভাবে জানা, মেনে চলা, প্রচার ও প্রতিষ্ঠাই এ আন্দোলনের লক্ষ্য। সস্তা রাজনৈতিক শ্লোগান ও জনগনের ভাবাবেগকে কাজে লাগিয়ে যে কোন কৌশলে লোকদেরকে স্বীয় পতাকাতলে সমবেত করে ক্ষমতা দখল করা এ আন্দোলনের উদ্দেশ্য নয়। বরং এর উদ্দেশ্য হচ্ছে জনগনের মধ্যে ইসলামের সকল দিকের সঠিক পরিচয় ও শিক্ষার বিস্তার ঘটিয়ে তাদেরকে ইসলামী বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা, যাতে স্বয়ং জনগনই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহন করে। এ আন্দোলনে যথাযথ যোগ্যতাসম্পন্ন দ্বীনী নেতৃত্ব ও বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তোলাকে স্বীয় কর্মসূচীর শীর্ষে স্থান দিয়েছে এবং এ জন্য সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছে। একই সাথে এ আন্দোলন দ্বীনের সঠিক শিক্ষার প্রচার-প্রসার, ইকামাতে দ্বীনের আন্দোলনের উপযুক্ত কর্মী গড়ে তোলা এবং সমাজ জীবনে ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়-অনাচারের প্রতিরোধ (আমর বিল মারূফ ওয়া নাহী আনিল মুনকার) এর দায়িত্ব পালনেও সাধ্যানুযায়ী চেষ্টা চালাচ্ছে। সর্বোপরি, ইসলামী ঐক্য আন্দোলন কোন পার্থিব লক্ষে নয় বরং কেবল আল্লাহ্‌ তা'আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।