ব্যবহারকারী:Hk1557/নতুন নিবন্ধ শুরুকরণ

উচ্চ মাধ্যমিক রসায়ন(Higher Secondery Lebel Chemistry)

সূচনা(Introduction)ঃ রসায়ন একটি গবেষণাধর্মী ও পরীক্ষা নিরীক্ষালব্দ বিষয় । তাই রসায়ন মুখস্থ করে অধ্যয়ন করা যায় না। রসায়নকে অনুধাবন করতে হয় মাতৃভাষার মাধ্যমে আমাদের দৈননন্দিন জীবনের ঘটে যাওয়া বিভিন্ন প্রক্রিয়া, চারপাশের বস্তু জগৎকে পর্যবেক্ষণ করে। একমাত্র মাতৃভাষাই দিতে পারে রসায়নকে সঠিকভাবে অনুধাবন করার সঠিক পথ। তাই উইকিপেডিয়াতে রসায়ন সম্পর্কিত বিভিন্ন আর্টিকেলসমূহের সহায়তা নিয়ে প্রিয় মাত্রভাষা বাংলা মাধ্যমে উচ্চ মাধ্যমিক ও সম্মান প্রথমভাগের উপযোগী করে বাংলায় ‘জৈব রসায়ন’ এর উপর কিছু নিবন্ধ লেখার প্রয়াস চালাচ্ছি।