ব্যবহারকারী:Hasnat Abdullah/উইকির বিশেষ ও দরকারী বিষয়

  1. ১। লাইসেন্স ও কোন ক্ষেত্রে কোন টেমপ্লেট দিতে হবে তা না বুঝলে আপলোড করার দরকার নেই। বরং আগে এখানে প্রশ্ন করে জেনে নিন। ইংরেজি উইকি ছবির বিবরণ পাতার অনেক টেমপ্লেট বাংলা উইকিতে কাজ করবে না। তাই ওখানে থেকে নিবন্ধের তথ্যছকের মত টেমপ্লেট কপি করার দরকার নাই। বরং আপলোডের ধরন অনুসারে, উক্ত সরঞ্জাম দ্বারা আপলোডের পর বাংলা উইকির সেই রকম কোন ছবির বিবরণ কপি করে যোগ করে দিন (কেবল মানগুলি বদল করে দিবেন): যেমন উক্ত সরঞ্জাম দ্বারা ১. লোগো আপলোড করলে, আপলোডের পর https://w.wiki/3dSm পাতার সব লেখা কপি করুন ও কেবল মান পরিবর্তন করে যোগ করে দিন। ২. পোস্টার আপলোড করলে, আপলোডের পর https://w.wiki/3dSo এর সব লেখা কপি করে, মানগুলি বদল করে তাতে যোগ করে দিন ৩. লোগো/পোস্টারের বদলে অন্য ছবি আপলোড করলে, আপলোডের পর https://w.wiki/3dSz এর লেখা কপি করে মানগুলি বদলে করে তাতে যোগ করে দিন। (উপরে প্রদত্ত তিনটি লিঙ্ক আপনার খেলাঘরে রেখে দিন, তাহলে দরকারের সময় খোঁজা খুঁজি করতে হবে না)