ব্যবহারকারী:Haidar ali aurongo/খেলাঘর

সুন্দরবন ধাঁধা শীতই ভ্রমণের সেরা সময়। এই শীতে ঘুরে আসতে পারবেন সুন্দরবন থেকে। বাঘ, হরিণসহ দেখার মতো কত কী আছে এখানে। আবার হারিয়েও গেছে অনেক বন্য প্রাণী। এখনই সতর্ক না হলে হারিয়ে যেতে পারে যারা এখন আছে তারাও।

১. বাদামি থেকে হলদে বাদামি রঙের এই হরিণদের দেখলেই চোখ জুড়িয়ে যাবে। শিঙে ১২-১৪টি চূড়া থাকে, কখনো আবার বিশটা। নামেও থাকে এর প্রভাব। এখন বাংলাদেশে আর নেই। কিন্তু একসময় সুন্দরবনসহ অনেক জায়গায়ই দেখা মিলত। বলুন তো এদের নাম কী? ২. কখনো কখনো সুন্দরবনে হঠাৎ দেখা যায় মানুষখেকো বাঘ। বাওয়ালিসহ সুন্দরবনে কাজ করা লোকেরা তখন পড়ে ভারি বিপদে। একজনের পর একজন লোক যেতে থাকে বাঘের পেটে। এমন কুখ্যাত মানুষখেকোর মধ্যে ছিল সুপতির মানুষখেকো। আর একসময় এ ধরনের মানুষখেকোর আক্রমণ থেকে বনজীবীদের রক্ষা করতে এগিয়ে আসতেন একজন মানুষ। সুন্দরবনের বুড়ো বাওয়ালিরা এখনো এক নামে চেনে তার নাম। সুপতির মানুষখেকোটাকেও মেরেছেন তিনিই। অনেক বিদেশি পর্যটককেও শিকারে নিয়ে গেছেন। বলুন তো তার নাম কী? ৩. পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটা পড়েছে বাংলাদেশ, ভারত দুই দেশে। ৬০ শতাংশ বাংলাদেশেই। ইউনেসকো এক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। কবে? ৪. লালচে রঙের ছাগলের আকারের এই হরিণদের দেখা যায় বাংলাদেশের অনেক ছোট ছোট বনেই। কিন্তু বেশির ভাগ মানুষই জানে না, চিত্রলের পাশাপাশি সুন্দরবনেও এই হরিণ আছে কিছু। ভয় পেয়ে গেলে আবার অনেক সময় কুকুরের মতো ডাক ছাড়ে বলে এর ইংরেজি নামটা এসেছে ওখান থেকেই। কোন জাতের হরিণ এটা? ৫. সুন্দরবন নিয়ে তাঁর অভিজ্ঞতার শেষ নেই। গল্প-উপন্যাসেও উঠে এসেছে সুন্দরবন। সত্যি ঘটনা অবলম্বন করেই লেখা ওগুলো। তাঁর খুব বিখ্যাত একটি বই 'সুন্দরবনের আর্জান সর্দার'। লেখকের পরিচয় দিন।


৬. ২০০৪ সালে ইউএনডিপির সহায়তায় একটি বাঘ জরিপ করে বন বিভাগ। এতে সুন্দরবনের বাংলাদেশ অংশে কতটি বাঘ আছে বলা হয়? ৭. সুন্দরবন এলাকার অন্যতম দর্শনীয় দ্বীপ এটি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শুঁটকি তৈরি ও রাসমেলার জন্য বিখ্যাত জায়গাটি। নাম কী? ৮. একসময় মধুপুরের গড়ের রাজা ছিল তারা। ধারণা করা হয়, পার্বত্য চট্টগ্রামের কোনো কোনো বনে আর সিলেট বিভাগের দু-একটি অরণ্যে এখনো আছে। একসময় ছিল সুন্দরবনেও, এখন নেই। পরিচয় উদ্ধার করতে পারবেন?