ভুমিকা

সম্পাদনা

মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটি অখন্ড ইলেকট্রনিক চিপ যা একটি প্রসেসর,মেমরি,ইনপুট-আউটপুট পোর্ট এবং অন্যান্য যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি। মাইক্রাকন্ট্রলারকে একটি ছোটখাটো কম্পিউটার বলা যায় যা সাধারনত একটি নির্দিষ্ট উদ্যেশ্য সাধনের জন্য প্রস্তুত কোন সংযুক্ত সিস্টেমে ব্যবহার করা হয়।[১]একটি চিপের মধ্যে প্রসেসর,মেমরি ও অন্যান্য যন্ত্রাংশসমূহ সংযুক্ত হওয়ায় এটি খুবই ব্যবহার উপযোগী। সংযুক্ত সিস্টেমের জগতে মাইক্রোকন্ট্রোলার একটি নতুন যুগের সূচনা করেছে। মাইক্রোকন্ট্রোলারের উল্যেখযোগ্য উদাহরণ হচ্ছে মাক্রোচিপ টেকনোলজির তৈরি PIC16F84,মটরোলার MIC6800,আরডুইনো ইত্যাদি।


ইতিহাস

সম্পাদনা

যন্ত্রাংশ

সম্পাদনা

প্রোগ্রামিং এনভায়রনমেন্ট

সম্পাদনা






[[en:[[১]]