ব্যবহারকারী:Freedom1983/খেলাঘর

তৈমুর তুষার (তৈমুর ফারুক তুষার) একজন বাংলাদেশি সাংবাদিক। তার প্রকৃত নাম মো. তৈমুর ফারুক। তিনি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি। রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সহসভাপতি

তৈমুর তুষারের জন্ম ১৯৮৩ সালের ৮ জানুয়ারি। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচড়া গ্রামে নানার বাড়িতে জন্ম নেন। তার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকূড়া গ্রামে। বাবার নাম রেজাউল করিম, মায়ের নাম রোজী করিম (প্রয়াত)। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত হাট বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন। এরপর বিএল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। সিরাজগঞ্জ সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগায়োগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। তিনি ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রঐক্যের আহ্বায়ক ছিলেন।

শিক্ষা জীবন শেষে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। তিনি মূলত আওয়ামী লীগ, ১৪ দল, প্রধানমন্ত্রী বিটের সংবাদ সংগ্রহ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।