ব্যবহারকারী:Farhan tanvir shourav/নতুন নিবন্ধ শুরুকরণ

খতিব আব্দুল জাহিদ উচ্চ বিদালয় ও কলেজ৷ অবস্থানঃশ্রিপুর বাজার, পাবনা৷ স্তাপিতঃ ১৯৯২ প্রতিস্থাতাঃ খতিব আব্দুল জাহিদ মুকুল মোট ছাত্র ছাত্রিঃ ১২০০ শিক্ষা জাতির মেরুদন্ড। একটি জাতিকে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা তার পূর্বশর্ত। কিন্তু এই শিক্ষা অর্জনে গ্রামের ছেলে-মেয়েদের রয়েছে নানা বাধা। এই বাধা দূর করতেই শ্রীপুরে ১৯৮৩ সালে খতিব আব্দুল জাহিদ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। যা এখন খতিব আব্দুল জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয় খতিব আব্দুল জাহিদ উচ্চ বিদ্যালয় যা ২০০৪ সালে পরিণত হয় খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৩০০ ছেলে-মেয়ে এখানে লেখাপড়া করছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো পাবনা-সুজানগর বিশ্বরোডের পাশে ১২ বিঘা জায়গার উপরে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত গ্রামীণ পরিবেশে অবস্থিত। খতিব আব্দুল জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ ইতিমধ্যেই পাবনা জেলার একটি শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে।