ব্যবহারকারী:Eva Rahman Nishi/খেলাঘর

হাত বাড়িয়ে ছুঁই না তোকে । মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না । এককে করি দুই । হেমের মাঝে শুই না যবে। প্রেমের মাঝে শুই । তুই কেমন করে যাবি । পা বাড়ালেই পায়ের ছায়া । আমাকে তুই পাবি । কবি নির্মলেন্দু গুণের ভাষায় ভালোবাসার সুগভীর অনুভূতি এমনই। ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়। কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে উঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই। পৃথিবীতে যে কয়েকটি শব্দ বিভিন্ন ভাষায় ব্যাপকভাবে প্রচলিত, বহুল ব্যবহূত শব্দের মধ্যে অন্যতম হলো 'ভালোবাসা' শব্দটি। ভালোবাসার মতো এত আকাঙ্ক্ষিত, এত আদরণীয়, এত প্রিয়, এত আবেগপ্রবণ শব্দ মনে করি কমই আছে। ভা-লো-বা-সা চার বর্ণের এক আশ্চর্য মায়াময় শব্দ। অতি প্রাকৃতিক উপলদ্ধি এই ভালোবাসা। ভালোবাসা হচ্ছে এক প্রকার সঞ্জিবনী সুধা। যা পান করে প্রতিটি নরনারী তাদের জীবনকে বিচিত্রভাবে অভিশিক্ত করে। সেই সাথে জীবনকে করে তোলে প্রফুল্ল।পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম, সবচেয়ে রোমাঞ্চকর, স্বপ্নীল এবং তাক লাগানো বিষয় হলো ভালোবাসা। পৃথিবীর কোথাও খুঁজে এমন একজন নর-নারীকে পাওয়া যাবেনা, যে জীবনে একবার হলেও প্রেমে পড়েনি বা ভালোবাসেনি।ভালোবাসা পৃথিবীর একমাত্র মৌলিক বিষয়, যার মৌলিকত্ব ধনী-গরীব, ছোট-বড়, ধর্ম-বর্ন-গোত্র নির্বিশেষে সকলকে স্পর্শ করে। ভারোবাসার নিদ্রিষ্ট কোন সংজ্ঞা হয় না। আসলে ভালোবাসা হলো সম্পূর্ণটাই অনুভূতির ব্যাপার। মনের এক অদৃশ্য কোনায় এর বসবাস। নিদ্রিষ্ট কিছু কথা, কোন ছক, ব্যাক্ষা বা ব্যাকরন দিয়ে এর পরিপূর্ণ প্রকাশ ঘটানো সম্ভব নয়।ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্দর মন্। মনটা সুন্দর হলেই কাউকে ভালোবাসা যায়। ভালোবাসলে ভালোবাসার মানুষ ছাড়া পৃথিবীকে রূপহনি, রসহীন ধূ- ধূ মরুভূমি মনে হয়। এসময় প্রতিটি সকাল আসে নিত্য নতুন প্রত্যাশা নিয়ে। কর্মহীন সময়ে এমনকি কর্ম ব্যস্ততার মাঝেও ভাবতে ভালোলাগে প্রিয়জনের কথা। রাতে হটাৎ ঘুম ভেঙ্গে গেলেও মনে পড়ে প্রিয়জনের কথা।ভালোবাসা এক রহস্য -আশ্চর্য বিষ্ময়্। আনন্দ বেদনা বিজরিত এক মিশ্র অনুভূতি এই ভালোবাসা। মোট কথা সকল চিন্তা চেতনায়, আলোচনায় -সমালোচনায়, স্বপনে জাগরণে, থাকে শুধু ভালোবাসার মানুষের আনাগোনা। দুনিয়াটাই বিশাল এক প্রেমের ক্ষেত্র। এখানে সবাই প্রেমের অদৃশ্য ফাঁদে আটকা পড়ে। প্রকৃতপক্ষে প্রেমের রাজ্যে আমরা সবাই একাকার। নিজ নিজ মনের ভূবনে আমরা সবাই প্রেমিক। কেউ জেনে, কেউ না জেনে, কেউ ভেবে, কেউ না ভেবে আমরা সবাই প্রেমে পড়ি, ভালোবাসি।