ব্যবহারকারী:Chakraborty Mrinmoy/খেলাঘর

বৈচিত্র্যময় জীব জগতের প্রতিদিন কোটি কোটি কনার সাথে ইন্টারাক্ট হচ্ছে। এই ইন্টেরাক্ট এর মাধ্যমে যে শক্তির আদান প্রদান বা শক্তির ট্রান্সফরমেশন হয় এবং তার প্রভাব কিভাবে জীব জগতের উপর পরে সেটি এক গবেষণার বিষয়। এরূপ গবেষণায় হয়ত আগামী দিনে প্রকাশিত বা উন্মোচিত হতে পারে একটি বিশ্ব নাকি একাধিক বিশ্ব। আজ এই পৃথিবীর বুকে যত ধরনের প্রাণ আছে তার উৎস সমুদ্রের জল নাকি মহাজাগতিক কোনো কনার দ্বারা সৃষ্ট। আমার যুক্তিসঙ্গত লাগে প্রথমটি। থার্মোডাইনামিক্স এবং রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট জৈব রাসায়নিক ম্যাটার। এই আলোচনায় অংশগ্রহণ করে খেলাঘর কে সমৃদ্ধ করুন।