ব্যবহারকারী:Ashiku.abid/আল্লামা আব্দুর রব ক্বাসেমী (রঃ)

আল্লামা আব্দুর রব ক্বাসেমী পিল্লাকান্দি (রঃ)

জন্ম[[বিষয়শ্রেণী:]]-সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলা বর্তমান(কানাইঘাট পৌরসভা ৪ নং ওয়ার্ড),পিল্লাকান্দি গ্রামে ১৯০২ সালে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন৷ পিতা-মুন্সী আব্দুর রহিম।

শিক্ষা[[বিষয়শ্রেণী:]]- এলাকার স্থানীয় মক্তবে প্রাথমিক পড়াশুনা শেষ করে এবং বিভিন্ন প্রতিষ্টানে উল্লেখ্য, কানাইঘাট মনসুরিয়া মাদরাসা, গাছবাড়ি জামেউল উলুম কামিল মাদরাসায় দ্বীনি ইলম অর্জন করেন।পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য উপমহাদেশের বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবেন্দ সফর করেন,গভীর জ্ঞান অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিননূর শহরের সৈয়দ ইউসুফ বিননূরী (রাহ)'র জামেউল আল ইসলামিয়ায় বুখারী শরিফ,মুসলিম শরিফসহ হাদসিরে সকল কিতাবের উপর পড়াশুনা করেন। ।১৯৪০ সালে দেওবন্দ থেকে প্রথম কাসেমী উপাধীসহ দেশে প্রত্যাবর্তন করেন।

শিক্ষকতা[[বিষয়শ্রেণী:]]- দারুল উলুুুম দেওবন্দ থেকে দেশে ফিরে এসে মনসুর সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত মনসুরিয়া মাদরাসা যা নদীগর্ভে বিলিন হতে চলছিল,তখন তিনি মাদরাসাটিকে (বর্তমান কানাইঘাট দারুল উলুম মাদরাসা) পূণরায় প্রতিষ্ঠা করেন,তখন মনসুরিয়া নামেই ছিল।

পরবর্তীতে এখান থেকে দেশের বিভিন্ন জেলা বগুড়া,যশোর ও জয়পুরহাটের বিভিন্ন মাদরাসায় খেদমত করেন।

১৯৬৩ সালে আবার নিজ এলাকায় এসে বতর্মান কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসা প্রতিষ্টা করেন এবং অামৃত্যু মাদরাসা প্রধান পদে আসিন থাকেন।এ ছাড়া আরো বহু মসজিদ মাদরাসা ও ইদগাহ প্রতিষ্টা করেন।

মৃত্যু[[বিষয়শ্রেণী:]]- দ্বীন ইলমের এই আল্লামা অসংখ্য গুন গ্রাহি,শত শত ছাত্র এবং ৫ ছেলে ৬ মেয়ে সন্তান রেখে ১৯৯২ সালে নিজ বাড়িতে দুনিয়ার মায়া ত্যাগ করেন। উনার নিজের প্রতিষ্টিত মনসুরিয়া মাদ্রাসার পাশে দাফন সম্পন্ন করা হয়।

==তথ্যসূত্র== ১. কানাইঘাটের স্মরণীয় বরণীয় যারা (১ খন্ড)- মোহাম্মদ আব্দুর রহীম ২. https://archive.surmatimes.com/2014/07/24/6059.aspx/ ৩. কানাইঘাটের উলামায়ে কেরাম (১খন্ড)- মোহাম্মদ আব্দুর রহীম। ৪. "সিলেটের সকাল" অনলাইন নিউজ পোর্টাল ০৮/০৪/২০২০