ব্যবহারকারী:Anupamjash/পার্শ্বনাথ

জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন ত্রয়োবিংশতম তীর্থঙ্কর। তিনি পার্শ্ব বা পারস নামেও পরিচিত।বারানসীর ধর্ম পরায়ন রাজা অশ্বসেন ও তাঁর মহিষী বামারানীর গৃহে খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে এক পৌষ কৃষ্ণা দশমীর দিন পার্শ্বনাথ জন্মগ্রহণ করেন। তাঁর সময় কাল আনুমানিক ৮৭২-৭৭২ খ্রিষ্টপূর্বাব্দ [1]। যৌবন প্রাপ্ত হলে পার্শ্বনাথের রাজ্যাভিষেক হয়। তাঁর সঙ্গে রাজকন্যা প্রভাবতী দেবীর বিবাহ হয়। দীর্ঘদিন রাজ্য শাসন, প্রজাপালন ও সংসার সুখ উপভোগের পর মনে বৈরাগ্য বাসনা এলে তিনি সন্ন্যাস গ্রহন করেন। পরিব্রাজক সন্ন্যাসী রূপে দীর্ঘকাল উত্তর, মধ্য ও পূর্ব ভারতে তিনি জৈনধর্ম প্রচার করেন। তাঁর দশ জন প্রধান অনুগামী বা গনধর ছিল। তাঁদের মধ্যে মুখ্য ছিলেন আর্যদত্ত। ষোল হাজার সাধু, আটত্রিশ হাজার সাধ্বী, এক লক্ষ চৌষট্টি হাজার শ্রাবক এবং তিন লক্ষ সাতাত্তর হাজার শ্রাবিকা তাঁর অনুগামী ছিলেন [2]। পার্শ্বনাথ ছিলেন মহাবীরের ২৭৩ বছর পূর্ববর্তী এবং একশ বছর পরমায়ুর অধিকারী ছিলেন [3]। শ্রাবন শুক্লা অষ্টমীর দিন তিনি নির্বাণ লাভ করেন। যে পর্বতে তিনি নির্বাণ লাভ করেছিলেন পরবর্তী কালে তা পরেশনাথ পাহাড় বা পার্শ্বনাথ পর্বত নামে খ্যাতি লাভ করে।

সূত্র

1. Zimmer, Heinrich (1953) [April 1952], Campbell, Joseph (ed.), Philosophies Of India, London, E.C. 4: Routledge & Kegan Paul Ltd, ISBN 978-81-208-0739-6, p. 183

2. Jacobi Hermann (1964), Max Muller (The Sacred Books of the East Series, Volume XXII) (ed.), Jaina Sutras (Translation), Motilal Banarsidass (Original: Oxford University Press) , p. 274.

3. Dundas Paul (2002) [1992], The Jains (Second ed.), Routledge, ISBN 978-0-415- 26605-5 , pp. 30–31.