ব্যবহারকারী:Anulekha/প্রাকৃতিক সম্ভার

Next»

[0]



[1]


প্রাকৃতিক সম্ভার আমাদের পরিবশে খুব স্বাভাবিক রূপে পাওয়া যায়। সাধারণভাবে মানুষ হাতে নস্ট না হয়ে প্রাকৃতিক আকারে অবিকৃত অবস্থায় থাকে। প্রাকৃতিক সম্ভার (অর্থনৈতিক ভাবে ভূমি ও কাঁচামাল কে বোঝানো হয়)। প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার নানা ব্যবস্থায় কোন একটা জিনিষের আবার প্রকৃতিতে মিশে যাবার গুণ-এর ওপরই তার বৈশিষ্টের বিচার হয়।

পরিবেশ বা প্রকৃতি থেকেই প্রাকৃতিক সম্ভার পাওয়া যায়।এদের মধ্যে অনেকগুলো আমাদের বেঁচে থাকার জন্যই অত্যন্ত জরুরী এবং অন্যগুলো আমাদের অন্যান্য চাহিদা মেটানোর কাজে লাগানো হয়।প্রাকৃতিক সম্ভারের শ্রেনী বিভাগ আরোও নানা ভাবে করা যায়।

শ্রেণীবিভাগ

পাওয়া যাবার সূত্র হিসেবে প্রাকৃতিক জিনিষগুলোকে এই ভাবে ভাগ করা যেতে পারে: জৈবীক - প্রাণীজগত থেকে পাওয়া জিনিষগুলোকে বলে জৈবীক সম্ভার।বন এবং সেখান থেকে পাওয়া নানা জিনিষ, জীব-জন্তু, পাখি, মাছ এবং তাদের থেকে পাওয়া জিনিষ ও অন্যান্য জলজ প্রাণী এর গুরুত্বপূর্ণ উদাহরণ। খনিজ পদার্থ যেমন কয়লা ও পেট্রলিয়াম কেও এই শ্রেনীরই অন্তর্ভুক্ত করা হয় কারণ এগুলোও পচনপ্রাপ্ত জৈবীক পদার্থ থেকেই তৈরি হয়। অজৈবীক - অপ্রাণীবাচক পদার্থ থেকে যে জিনিষগুলো পাওয়া যায় সেগুলোকে অজৈবীক সম্ভার বলে। যেমন মাটি, জল, হাওয়া এবং সোনা, লোহা, তামা, রূপা ইত্যাদি খনিজ পদার্থ। উন্নয়নের স্তরের বিচারে প্রাকৃতিক জিনিষগুলোকে নিম্নলিখিত ভাবে ভাগ করা যায়:

ভবিষ্যতে ব্যবহারযোগ্য জিনিষ - ভবিষ্যতে ব্যবহার হতে পারে এমন অবস্থায় কোন এক স্থানে আছে এমন জিনিষগুলো। যেমন, ভারতের কোন স্থানে পাললিক শীলার নিচে খনিজ তৈল সম্ভাব্য সম্ভার (বা ভবিষ্যতে ব্যবহার করা যাবে) হিসেবে থাকতে পারে যা খনন করে বার করার পর ব্যবহারের উপযোগী হবে। আসল(বা যথার্থ)প্রাকৃতিক সম্ভার হল সেইগুলো যেগুলোর পর্যালচনা করা হয়েছে, তাদের মান ও পরিমান যানা গেছে এবং বর্তমানে ব্যবহার করা হচ্ছে।যেমন বম্বে হাই ফিল্ডস থেকে পাওয়া পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। কোন একটা যথার্থ প্রাকৃতিক জিনিষ, যেমন কাঠের প্রক্রিয়াকরণ, প্রযুক্তি এবং সেই সংক্রান্ত খরচার ওপর নির্ভরশীল।প্রাপ্ত প্রযুক্তিতে সম্ভারের যে অংশটিকে লাভজনকভাবে উন্নিত করা সম্ভব তাকে সংরক্ষিত সম্ভার বলা হয়। আবার ব্যবহার করা যাবার ভিত্তিত প্রাকৃতিক সম্ভার বা জিনিষগুলোকে এই ভাবেও ভাগ করা যায়:

বার বার ব্যবহারযোগ্য জিনিষ - সহজেই বার বার তৈরি করে যে জিনিষগুলোর অভাব পূরণ করা যায় সেইগুলোকে বার বার ব্যবহারযোগ্য জিনিষ বলা হয়। কিছু প্রাকৃতিক জিনিষ যেমন সূর্যের আলো, হাওয়া, বাতাস প্রভৃতির সরবরাহ প্রতি মুহূর্তেই অটুট থাকে এবং মানুষের ব্যবহার তার পরিমানের ওপর কোন প্রভাব ফেলে না। বহু জিনিষই মানুষের ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু সেগুলোর ঘাটতি পুনরায় পূরণ করে একটা প্রবাহ বজায় রাখা সম্ভব হয়। এদের মধ্যে কিছু যেমন, চাষের ফসলের ঘাটতি মেটাতে অপেক্ষাকৃত অল্প সময় লাগে, আবার জলের ঘাটতি মেটাতে একটূ বেশি সময় লাগে, কিন্তু বনাঞ্চলের ঘাটতি মেটাতে আরো বেশি সময় লাগে। বার বার ব্যবহার করতে না পারা জিনিষ - বার বার ব্যবহার করতে না পারা জিনিষগুলো সৃষ্টি হয় দীর্ঘ ভুতাত্বিক সময় কাল ধরে। খনিজ এবং জীবাশ্ম প্রভৃতি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের পুনরায় তৈরি হবার গতি এতোটাই মন্থর যে একবার শেষ হয়ে গেলে পরে আবার তৈরি করা সম্ভবপর হয় না।এগুলোর মধ্যে ধাতব খনিজগুলোর আবর্তনে ফলে পূণর্ব্যবহার সম্ভব। কিন্তু কয়লা এবং পেট্রলিয়ামের পূণরাবর্তন সম্ভবপর নয়। উদাহরণ

নিচে কিছু প্রাকৃতিক সম্ভার এর উদাহরণ দেওয়া আছে: কৃষি - অ্যাগ্রোনমি (কৃষিবিদ্যা)হল, খাদ্য, জ্বালানি, পশু-খাদ্য ও তন্তু হিসেবে গাছের বিভিন্ন ব্যবহারের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। বায়ু, বায়ুপ্রবাহ এবং আবহাওয়া গাছ / উদ্ভিদগজত জন্তু / প্রাণীজগত কয়লা এবং জীবাশ্ম জ্বালানী বনপালন এবং কৃষিজ-বনপালন বিদ্যা বন এবং গোচারন ভূমি মাটি জল, সমুদ্র, হ্রদ এবং নদী[2] পরিচালনা

[3] প্রাকৃতিক সম্ভার-এর পরিচালনা বা ব্যবস্থাপনা হল বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জীবনযাত্রার মান উন্নয়নের নির্দিষ্ট লক্ষে, জল, মাটি, উদ্ভিদ এবং জীব-জন্তু প্রভৃতি প্রাকৃতিক জিনিষ বা সম্ভার -এর পরিচালনা।দীর্ঘস্থায়ী উন্নয়নের ধারনাটি, যা বিশ্বব্যাপী ভূমি সংস্কার ও পরিবেশ নিয়ন্ত্রণ নীতির ভিত্তি, প্রাকৃতিক জিনিষ বা সম্ভারের পরিচালনার সঙ্গে সম্পর্কযুক্ত। শহর পরিকল্পনা এবং পরিবেশ নিয়ন্ত্রন-এর ধারনার বিষয়ে প্রাকৃতিক সম্ভার[4] সম্পর্কে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ধারনা, জীবনধারণে তাদের সহায়তা ও প্রাকৃতিক ভারসাম্যের ওপর বিশেষ গুরূত্ব আরোপ করেছে।

ক্ষয়

সাম্প্রতিককালে, উন্নয়নকারী প্রকল্প গুলোর প্রধান লক্ষ হল প্রাকৃতিক সম্ভার-এর অবক্ষয় ও সেগুলোর দীর্ঘস্থায়ী উন্নয়ন।চিরহরিত্ বনাঞ্চলগুলো হলো বিশেষ গুরুত্বপূর্ণ, যেখানে অপূরনীয় প্রাকৃতিক সম্ভার সৃষ্টির মূলধন - বিশ্বের সর্বাপেক্ষা অধিক প্রাকৃতিক জৈবীক বৈচিত্রতা পরিলক্ষিত হয়।প্রকৃতি-মূলধনবাদ, পরিবেশবাদ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লড়াই এবং সবুজ রাষ্ট্রনীতি ের মূল লক্ষ হল প্রাকৃতিক সম্ভারের সংরক্ষণ।অনেকের মতে প্রকৃতির সম্ভারের এই অবলুপ্তিই সামাজিক অস্থিরতা ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দ্বন্দ্বের একটা মূল কারণ। সাধারণভাবে খনিজ, পেট্রলিয়াম উত্তলন, মাছ চাষ, শিকার, এবং বনসৃজন প্রভৃতিকে প্রাকৃতিক সম্ভার শিল্প বলে মনে করা হয়।কৃষিকার্য কে মানুষের সৃষ্টি করা প্রাকৃতিক সম্ভার বলে মনে করা হয়।একজন প্রখ্যাত রক্ষণশীলতাবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বতন রাস্ট্রপতি, থিওডোর রুশভেল্ট প্রাকৃতিক সম্ভার-এর অনিয়ন্ত্রিত ব্যবহারের বিরোধী ছিলেন।ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে, বিষয়টির সজ্ঞা এইভাবে ঠিক করে যে "দেশের খনিজ, শক্তি, ভুমি, জল এবং প্রানিজগত[6] প্রাকৃতিক সম্ভার বা জিনিষের অন্তর্ভুক্ত"।

সুরক্ষা

[7] সংরক্ষণ জীববিদ্যা হল অতি দ্রুত অবলুপ্তি[8][9] থেকে বিভিন্ন প্রজাতি-র জীবের, তাদের বাসস্থানের এবং প্রাকৃতিক ভারসাম্যের সুরক্ষার লক্ষে, বিশ্বের প্রকৃতি এবং জৈব পরিবর্তনশীলতার অবস্থানের একটা বিজ্ঞান-ভিত্তিক পাঠ।এটা বিজ্ঞান, অর্থনীতি এবং প্রাকৃতিক সম্ভার-এর পরিচালনা[11] [12][13][15]সম্পর্কের ওপর কার্যকরী একটি বিষয়ের ওপর কার্যকারী।১৯৭৮ সালে ক্যালিফর্নিয়ার লা জোলা তে সান ডিয়াগোর ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর জীববৈজ্ঞানিক ব্রুস উইলকক্স এবং মাইকেল সুলে দ্বারা আয়োজিত একটা আলোচনা সভায় সংরক্ষণ জীববিদ্যা শব্দটি প্রথম উপস্থাপিত হয়েছিল। বাসস্থানের সংরক্ষণ হল বন্য উদ্ভিদ এবং প্রাণীর, বিশেষভাবে সংরক্ষণ নির্ভর প্রাণীর বাসস্থানের ও বাস অঞ্চলের সুরক্ষা, সংরক্ষণ ও পূণর্গঠন এবং তাদের অবলুপ্তি, বাসোপযোগী অঞ্চলের হ্রাস বা বিভাজন রোধের লক্ষে একটা ভুমি পরিচালন নীতি।[17]এটি বিভিন্ন গোষ্ঠির কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যার কোন একটা বিশেষ ভাবধারা-এ নির্দিষ্ট করা সম্ভবপর নয়।

আরো দেখুন

[18] বায়োপ্রস্পেক্সন প্রাকৃতিক ভারসাম্য জিওডেস্টিনিস জাতীয় উদ্যান প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক মূলধন প্রাকৃতিক সংরক্ষণ রেনফরেস্ট অ্যাক্সন নেটওয়ার্ক বা চিরহরিত বনাঞ্চলের কার্যনির্বহী নেটওয়ার্ক বার বার ব্যবহারযোগ্য প্রাকৃতিক জিনিষ বা সম্ভার সিয়েরা ক্লাব স্থায়ীত্ব স্থায়ী কৃষিকার্য তথ্যসূত্র


[19] বহিঃসূত্রাবলী

[20] [21] [22] প্রাকৃতিক জিনিষ বা সম্ভার







[2] ^ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার - ন্যাচরাল রিসোর্সেস কনসার্ভেশন সার্ভিস।সুপারম্যান মে ২০০৯ এ পূনরূদ্ধাকৃত। [4] ^ ম্যাসে বিশ্ববিদ্যালয়: ফলিত বিজ্ঞান (প্রাকৃতিক সম্ভার পরিচালন)এর স্মাতক [6] ^ [5] [8] ^ এম. ই. সুলে এবং বি. এ. উইলকক্স। ১৯৮০। কনসার্ভেশন বায়োলজি: অ্যান ইভল্যুশনারি ইকলজিকাল পার্সপেক্টিভ। সিনর অ্যাসোসিএট্স। সান্ডারল্যান্ড, ম্যাসাচুসেট্স ১৯৮০। সংরক্ষণ জীববিদ্যা: একটি বৈপ্লবিক প্রাকৃতিক ভারসাম্যের ধারনা। সিনর অ্যাসোসিএট্স। সান্ডারল্যান্ড, ম্যাসাচুসেট্স [9] ^ এম. ই. সুলে। (১৯৮৬)। সংরক্ষণ জীববিদ্যা কি? বায়োসায়েন্স, ৩৫(১১): ৭২৭-৭৩৪ http://www.michaelsoule.com/resource_files/85/85_resource_file1.pdf [11] ^ [10] [12] ^ হান্টার, এম. এল. (১৯৯৬) সংরক্ষণ জীববিদ্যার প্রাথমিক ধারনা। ব্ল্যাকওয়েল সায়েন্স ইন্ক.। কেমব্রীজ,ম্যাসাচুসেট্স। আইএসবিএন ০-৮৬৫৪২-৩৭১-৭ । [13] ^ গ্রুম, এম. জে., মেফে, জি. কে. এবং ক্যারল, সি. আর. (২০০৬) সংরক্ষণ জীববিদ্যার নীতি (তৃতিয় সংস্করণ।)। সিনর অ্যাসোসিএট্স. সান্ডারল্যান্ড, , এমএ. আইএসবিএন ০-৮৭৮৯৩-৫১৮-৫ [15] ^ [14] [17] ^ [16] HIDDEN TEXT This section contains tooltips, titles and other text that are usually hidden in the body of the HTML page. This text should be translated to bring the entire page into your language. HTML ATTRIBUTES মার্কাস দ্বীপপুঞ্জে ফাটূ-হিবাতে চিরহরিত বন অবিঘ্নিত প্রাকৃতিক সম্ভারের একটা নিদর্শন। আর্জেন্টিনার সান্টা ক্রুজ প্রদেশে আপসালা হিমবাহ প্রাকৃতিক সম্ভারের একটা উদাহরণ। মহাসাগর প্রাকৃতিক সম্ভারের একটি নিদর্শণ। ভূমি (অর্থনীতি) কাঁচা মাল প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি সম্ভার জৈব পরিবর্তনশীলতা প্রাকৃতিক ভারসাম্য প্রাকৃতিক পরিবেশ প্রানিজগত মাছ খনিজ পেট্রলিয়াম বায়ু খনিজ তেল কাঠ প্রকৃয়াকরণ ব্যয় বার-বার ব্যবহার যোগ্য সম্ভার বার-বার ব্যবহার না করা সম্ভার ভুতাত্বিক সময় সম্ভারের অবক্ষয় কৃষিকার্য কৃষিবিদ্যা বাতাস আবহাওয়া উদ্ভিদ উদ্ভিদজগত (ফ্লোরা) জন্তু প্রানিজগত কয়লা জীবাশ্ম জ্বালানী বন কৃষি বনসৃজন গোচারন ভূমি মাটি জল মহাসাগর হ্রদ নদী প্রাকৃতিক সম্ভার জল মাটি উদ্ভিদ জন্তু জীবনযাত্রার মান দীর্ঘস্থায়ী উন্নতি শহর পরিকল্পনা পরিবেশ পরিচালনা প্রাকৃতিক ভারসাম্য দীর্ঘস্থায়ী উন্নতি উন্নয়ন সংস্থা চিরহরিত বনাঞ্চল শক্তি সংরক্ষণ প্রকৃতি মূলধনবাদ পরিবেশবাদ প্রাকৃতিক ভারসাম্যের লড়াই সবুজ রাষ্ট্রনীতি খনি পেট্রলিয়াম নিষকর্ষণ মত্সচাষ শিকার কৃষিকার্য থিওডোর রুশভেল্ট ইউনাইটেড স্টেট্স জিওলজিকাল সার্ভে সংরক্ষণ জীববিদ্যা প্রানিপ্রজাতি বাসস্থান অবলুপ্তি প্রাকৃতিক সম্ভার ব্যবস্থাপনা বা পরিচালনা সান দিয়াগো তে ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় বাসস্থানের সংরক্ষণ ভূমি পরিচালনা সংরক্ষণ (নীতি) বাসস্থান উদ্ভিদ জন্তু নির্ভরশীল প্রানি প্রজাতির সংরক্ষণ অবলুপ্তি বাসস্থানের বিভাজন বাসস্থান (জীববিদ্যা) ভাবধারা বায়োপ্রস্পেক্শন প্রাকৃতির ভারসাম্য জিওডেস্টিনিস জাতিয় উদ্যান প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক মূলধন প্রাকৃতিক সংরক্ষণ রেনফরেস্ট অ্যাক্সন নেটওয়ার্ক বার-বার ব্যবহার যোগ্য সম্ভার সীয়েরা ক্লাব স্থায়ীত্ব স্থায়ী কৃষিকার্য বেলজিয়ান উপকূলে থর্নটন ব্যাঙ্ক হাওয়া খামারে, এই আরই পাওয়ার ৫ মেগা ওয়াট হাওয়া টারবাইনগুলিকে প্রাকৃতিক সম্ভার হাওয়া চালিত করে। Anulekha (আলাপ) ১১:২৫, ২০ অক্টোবর ২০১০ (ইউটিসি)