ব্যবহারকারী:Anirban Kundu Sir/খেলাঘর

সীমানা ভিউ পয়েন্ট

সম্পাদনা

নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে মিরিক এর পথে পড়ে এই সুন্দর ভিউ পয়েন্ট। প্রচলিত নাম "সীমানা ভিউ পয়েন্ট "। রৌদ্রজ্জল আবহাওয়া তে এখান থেকে মানেভঞ্জন থেকে সন্দকফু যাওয়ার রাস্তার সুন্দর ভিউ পাওয়া যায়। সীমানা ভিউ পয়ন্টে ভোটার কার্ড বা আধার কার্ড জমা রেখে বেশ কিছুটা নেপাল এর ভিতর যাওয়া যায়। এখানে রয়েছে ছোট্ট একটা বাজার। সামনে স্থানীয় মানুষেরা নিজেদের পসরা নিয়ে বসেন, বেশ সুন্দর লাগে। দরদাম করে প্রয়োজনীয় জিনিস কেনা যায় এখান থেকে।


 
Simana-view-point