file ...............
“আমি,
চিরতরে দূরে চলে যাবো,
তবু আমারে দেবোনা ভুলিতে...”

উপিডিয়ার সাথে পরিচয় অনেক আগে থেকে হলেও উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করি ২০১৭ সাল থেকে। বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স ও অন্যান্য বাংলা প্রকল্পসমূহেও কাজ করতে ভালোবাসি। বাংলা বানানের প্রতি আমি যত্নশীল তাই বাংলা উইকিতে বানান শুদ্ধি অভিযানে আমি অভ্যস্ত। প্রিয় বাংলা উইকিতে ব্যক্তি, ইতিহাস, সমতা, মানবাধিকার সহ বিবিধ বিষয়ে নিবন্ধ তৈরির পাশাপাশি সম্প্রসারণ করে যাচ্ছি।

পরিচয়
 
খেলাঘর
 
পানশালা
 
আঁকিবুঁকি
 
নিবন্ধ
 
উইকিপদক
 
মাইলফলক
 









৩৫০+এই ব্যবহারকারী উইকিপিডিয়াতে ৩৫০টিরও বেশি সংখ্যক নিবন্ধ রচনা করেছেন।
৫,১৩৬+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ৫,১৩৬টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।