২০০৮ রংপুর আইনজীবী সমিতির ব্যবস্থাপনায় “বিচার বিভাগ পৃথকীকরণে আইনজীবীদের ভূমিকা” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয় রংপুরে। অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ফখরুদ্দিন আহমেদ। সম্মেলন থেকে রংপুর বারের ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়। এই সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকাতে রংপুরের প্রবীণ আইনজীবী এ্যাডঃ সন্তোষ কুমার সরকারের একটি প্রবন্ধে প্রথম জানতে পারি বিপ্লবী ক্ষুদিরামের মামলা চলাকালীন যখন পুরো পশ্চিম বাংলা থেকে কোন আইনজীবী আদালতে দাঁড়াতে সাহস পাননি। তখন পূর্ব বঙ্গ থেকে রংপুর বারের উকিল বাবু সতীশ চন্দ্র চক্রবর্তী, বাবু কুলকমল সেন ও বাবু নগেন্দ্রনাথ লাহিড়ী ক্ষুদিরামের পক্ষে মামলায় সহযোগীতায় এগিয়ে আসেন। শুধু তাই নয় ক্ষুদিরামের সহযোগী তরুণ প্রফুল্ল চাকী রংপুরের সন্তান। যদিও তিনি জন্ম গ্রহণ করেছিলেন বর্তমান বগুড়া জেলায়। এই বিপ্লবী বীর ছিলেন রংপুর জিলা স্কুলের ছাত্র। রংপুর তথা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যালয় রংপুর জিলা স্কুলের ছাত্র হিসেবে গর্বিত হলাম যখন জানতে পারলাম শুধু প্রফুল্ল চাকীই নন, অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চক্রবর্তী, অরবিন্দ ঘোষ রংপুর জিলা স্কুলের ছাত্র ছিলেন। ভাবতেই ভালো লাগে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম দুই প্রকাশ্য শহীদ রংপুরের সন্তান। ক্ষুদিরাম বসু সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। অত্যাচারী ইংরেজ লর্ড কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করতে গিয়ে ইংরেজদের কাছে ধরা পরেন ১৯ বছরের কিশোর ক্ষুদিরাম বসু। তারপরের ইতিহাস সবার জানা।

_________

১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করেন। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

___________