সমর্থন । সঠিক সিদ্ধান্ত নেয়া হয়েছে । বর্তমানে নতুন সম্পাদক বৃদ্ধির সাথে সাথে যেসব সমস্যা বাড়ছে তা সমাধানের জন্য একজন প্রশাসকের প্রয়োজন ছিল । বর্তমান পরিসংখ্যানটি দেখে আমরা উইকির প্রবৃদ্ধির হার সম্বন্ধে একটি পরিস্কার চিত্র পাচ্ছি । গত ফেব্রুয়ারি মাসে বারের বেশী অবদান রেখেছেন ২৬৮ জন এবং ১০০ বারের বেশী অবদান রেখেছেন ৪১ জন ব্যাবহারকারী । যা গত বছরে একই সময়ে ছিল যথাক্রমে ১৪২ ও ১৯ জন । ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন গড়ে ৩২ টি নিবন্ধ লিখা হয়েছে এবং ২৩ হাজার সম্পাদনা করা হয়েছে (অনিবন্ধিত ব্যাবহারকারি , পুনঃনির্দেশ এবং বট সহ)।এবং গত বছরের ফেব্রুয়ারীর পর থেকে ২৩ শতাংশ অবদানকারী বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক প্রতিযোগিতাটি এখানে কিছু প্রভাব ফেলেছে ; তবে যেহেতু এই ধারা চলমান থাকবে এবং বাড়তেই থাকবে , তাই এই সমস্ত ব্যাপার গুলোতে "কারিগরি ক্ষমতা ব্যবহার বৃদ্ধির" জন্য তাকে প্রশাসক হিশেবে নিয়োগ দেওয়া খুবই সঠিক হয়েছে বলে মনে করি। তবে আগামী আট মাসেও আমাদের নতুন কোন প্রশাসকের প্রয়োজন হবেনা বলে মনে করি (ব্যাক্তিগত অভিমত)। তাঁকে অভিনন্দন এবং শুভকামনা ।-- Muḥammad (আলাপ) ১৭:১০, ২৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)