ব্যবহারকারী:মেহেদী হাসান পলাশ/সড়ক পরিবহন

পার্থ, পশ্চিম অস্ত্রেলিয়ার একটি গণ পরিবহন বাস ।

সড়ক পরিবহণ হচ্ছে সড়ক বা রাস্তা ব্যবহার করে পরিবহণ। সড়ক পরিবহনকে মোটাদাগে পণ্য পরিবহন ও মানুষ পরিবহন এই দুই ভাগে ভাগ করা যেতে পারে । অনেক দেশেই এই দুই শ্রেনীর মধ্যে লাইসেন্সিং ও নিরাপত্তা বিধিমালার পার্থক্য রয়েছে । সড়কে চলাচল সাইকেল , গাড়ী, ট্রাক অথবা ঘোড়া বা ষাঁড়ের মত যেকোন প্রাণী দ্বারা হতে পারে। রোমান , পারস্য সহ বিভিন্ন প্রাচীন সমাজে সড়কের সংযোগ ব্যবাস্থা গৃহীত হয়েছিল । ট্রাক কোম্পানি দ্বারা পণ্য পরিবাহিত হলেও যাত্রী পরিবাহিত হয় গণপরিবহন ব্যবস্থায় । নির্দিষ্ট লেন ও ট্রাফিক চিহ্ন আধুনিক সড়কের অন্যতম বৈশিষ্ট্য। আমেরিকা যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঞ্চলের রাস্তা গুলো আন্তঃপ্রদেশ সড়ক ব্যবস্থার সাথে যুক্ত।


সড়ক পথে পণ্য পরিবহন স্থানীয় অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। আর সেগুলো হচ্ছে ঃ যেস্থানে পণ্য পরিবাহিত হচ্ছে সড়ক পথে তার দূরত্ব , একবারে পরিবাহিত পণ্যের ওজন ও আয়তন,এবং পরিবাহিত পণ্যের ধরণ । স্বল্প দূরত্বের হালকা পণ্য পরিবহনের জন্য ভ্যান (মালবাহী গাড়ী ) অথবা পিকআপ ট্রাক ব্যবহার করা যেতে পারে । বড় আকারের পণ্য পরিবহণের জন্য ট্রাক ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত । কিছু কিছু দেশে পণ্য পরিবহণের জন্য ঘোড়া, গাধা চালিত গাড়ি বা অন্যান্য অযান্ত্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। ডেলিভারি  সেবা মাঝেমাঝে পণ্য পরিবহণ থেকে আলাদা ধরণ বলে বিবেচনা করা হয়।অনেক জায়গায় ফাস্টফুড জাতীয় খাবার সড়ক পথে বিভিন্ন প্রকার যানবহন দ্বারা পরিবহণ করা হয়। শহরের মধ্যে ছোট খাট সামগ্রী পৌছে দেওয়ার জন্য সচারচর সাইকের ব্যবহার করা হয়। 

ব্যক্তিগত কার অথবা বাস বা কোচের মত গণপরিবহন ব্যবহার করে সড়কে যাত্রী পরিবহণ করা হয়।   স্থানীয় ভাবে সাইকেল রিকশার মত বিশেষ ব্যক্তিগত যানবহন ও দেখতে পাওয়া যায়।বিশেষ পরিস্থিতির জন্য এ্যাম্বুলেন্স এর মত বিশেষ যানবহন ও আছে ।

ইতিহাস সম্পাদনা

প্রাচীন সড়ক সম্পাদনা

 
ট্রাজানের খাম্বায় সড়ক নির্মাণের ছবি

বনের পশুদের চলাচলের পথ ধরে গড়ে ওঠা সরু রাস্তা দিয়ে ঘোড়া, ষাঁড় এমনকি মানুষ দ্বারা পণ্য পরিবহণের মাধ্যমেই সড়ক পরিবহণ এর প্রথম পদ্ধতি গড়ে উঠেছিল । পরবর্তীতে পারসিকরা তাদের সাম্রাজ্য জুড়ে রাজকীয় সড়কের সংযোগ নির্মাণ করেছিল। 

রোমান সাম্রাজ্যের অগ্রগতির সাথে সাথে সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত ভ্রমণ করা প্রয়োজনীয় হয়ে পড়েছিল । তৎকালীন রাস্তাগুলি প্রায়ই কর্দমাক্ত হওয়ায় বিশাল সৈন্যবহর চলাচল করতে অনেক দেরী হয়ে যাচ্ছিল । এই সমস্যা থেকে উত্তরনের জন্য রোমানরা দৃঢ় ও স্থায়ী সড়ক নির্মাণ করেছিল। সড়ক শুকনো রাখা নিশ্চিত করতে তারা সড়কের নিচে পাথরের টুকরা ব্যবহার করত । যাতে নরম মাটি কর্দমাক্ত হওয়ার বদলে পাথর দিয়ে পানি বেরিয়ে যায়। পরবর্তীতে ইসলামের খলিফারা বাগদাদে টার বিছানো রাস্তা নির্মাণ করেন । .[১]

নতুন সংযুক্ত সড়ক সম্পাদনা

রাষ্ট্র সমূহ উন্নত ও ধনী হওয়ার সাথে সাথে বিশেষ করে রেনেসা যুগে রোমান নকশার উপর ভিত্তি করে নতুন নতুন সড়ক ও সেতু নির্মাণ শুরু হতে লাগল । যদিও সড়ক নির্মাণের ক্ষেত্রে রোমান পদ্ধতির আধুনিকায়নের জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু অষ্টাদশ শতাব্দীর পূর্বে খুব কমই সাফল্য লাভ করা গেছে।

References সম্পাদনা

  1. "Road Transportation – A History and How We Use it Today"। American Auto Move। ৩০ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১২